ঢাকা, রবিবার ৩০ মার্চ ২০২৫
১৬ চৈত্র ১৪৩১, ২৯ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ৩০ মার্চ ২০২৫
১৬ চৈত্র ১৪৩১, ২৯ রমজান ১৪৪৬

ঝিনাইদহে বাসচাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
ঝিনাইদহে বাসচাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে বাসচাপায় খোকন তরফদার (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার তালেশ্বর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোকন তরফদার উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের বাহার আলী তারফদারের ছেলে।

আরো পড়ুন
ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান যুক্তরাষ্ট্রে

ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান যুক্তরাষ্ট্রে

 

স্থানীয়রা জানায়, খোকন তরফদার বাইসাইকেলযোগে বাড়ি থেকে তালেশ্বর বাজারের দিকে আসছিলেন।

পথিমধ্যে কোটচাঁদপুর থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার কালের কণ্ঠকে বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বুড়িচংয়ে ১৪ দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ীরা

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
বুড়িচংয়ে ১৪ দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ীরা
সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচংয়ে ভারেল্লা বাজারে ১৪টি দোকান ও মাল পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

স্থানীয়রা জানায়, সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই আগুনের সূত্রপাত।

সেই আগুনের লেলিহান শিখায় প্রায় ১৪টি দোকান ও মাল পুড়ে গেছে। 

স্থানীয়রা আরো জানায়, একদিন পরে পবিত্র ঈদ-উল-ফিতর। সবার দোকানে মাল পরিপূর্ণ ছিল। পুড়ে সব ছাই হয়ে গেছে।

অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন।

আরো পড়ুন
রাতের আধারে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট

রাতের আধারে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট

স্থানীয় যুবক ইউসুফ শান্ত জানান, আগুন লেগে অরুন মিয়াজীর চা দোকান, মদিনা থাই অ্যালুমিনিয়ামের দোকান, বাসার টেইলার্স কাপড়ের দোকান, ডা. রেহান উদ্দিনের হোমিওপ্যাথিক দোকান, জামাল হার্ডওয়্যার দোকান, নজরুল ইসলামের জুতা দোকান, আক্তারের সারের ডিলার দোকান, ডাক্তার শরিফের দোকান, ডা. রৌশনের দোকান, ডা. রহিমের দোকান, জাহাঙ্গীরের  সারের দোকান, সোলমানের চাউল দোকান, খোরশেদের পান দোকান, ছাব্বিরের অটোরিকশা দোকানসহ অন্যান্যদের দোকান পুড়ে গেছে। 

বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন কালের কণ্ঠকে জানান, তিনটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ক্ষতির পরিমাণ আগুন নিয়ন্ত্রণের পর বলা যাবে।

আরো পড়ুন
কুমিল্লায় মধ্যরাতেও কেনাকাটার ধুম

কুমিল্লায় মধ্যরাতেও কেনাকাটার ধুম

ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করবেন তিনি।

মন্তব্য

দুর্গাপুর সীমান্তে ভারতীয় মদ জব্দ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
দুর্গাপুর সীমান্তে ভারতীয় মদ জব্দ
সংগৃহীত ছবি

নেত্রকোনার দুর্গাপুরে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান। 

এর আগে সকালে ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ফান্দা নামক এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।

আরো পড়ুন
টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল মা-বাবার, ছেলে হাসপাতালে

টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল মা-বাবার, ছেলে হাসপাতালে

৩১ বিজিবির অধিনায়ক জানান, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের বারমারী বিওপির (বর্ডার অবজারবেশন পোস্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

ওই বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬২ এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর সদর ইউনিয়নের ফান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করে ভারতীয় ২৪ বোতল মদ জব্দ করা হয়। 

তিনি আরো বলেন, জব্দ করা এসব মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হবে।

আরো পড়ুন
ছাত্রদলের বাধায় এনসিপির সংবাদ সম্মেলন পণ্ড

ছাত্রদলের বাধায় এনসিপির সংবাদ সম্মেলন পণ্ড

মন্তব্য

রাতের আধারে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট

রফিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক (বরিশাল)
রফিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক (বরিশাল)
শেয়ার
রাতের আধারে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট
ছবি: কালের কণ্ঠ

রাতের আধারে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে এক ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। শুক্রবার (২৮ মার্চ) রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নদী বেষ্টিত নলুয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। 

সেই দিন রাতেই স্থানীয় জনতার বাঁধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। তবে শনিবার দিনে কাজ শুরুর চেষ্টা করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজ বন্ধ করে দেন।

আরো পড়ুন
ছাত্রদলের বাধায় এনসিপির সংবাদ সম্মেলন পণ্ড

ছাত্রদলের বাধায় এনসিপির সংবাদ সম্মেলন পণ্ড

বাকেরগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তথ্য অনুযায়ী, ইউনিয়নের বাড়ৈই হাওলার লাল খাঁ ব্রিজ থেকে নলুয়া কাদিরিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন ব্রিজের দূরত্ব প্রায় এক কিলোমিটার। মাটির এই রাস্তার তিন হাজার ২৮০ মিটার এলাকাজুড়ে ইটের হেরিংবন প্রকল্প হাতে নেয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সেই অনুযায়ী মেসার্স মাকিন ট্রেডার্স ৭৮ লাখ ৭২ হাজার টাকায় ঠিকাদারি কাজটি পান।

চলতি বছরের শেষ ফেব্রুয়ারির দিকে ঠিকাদার এম এম মাকিন আবেদিন রাস্তার কাজ শুরু করেন।

প্রথমদিকে ভালো ইট এনে রাস্তায় স্তূপ করা হয়। পাশাপাশি রাতে খারাপ ইট এনে তা রাস্তার বিছিয়ে মাটি দিয়ে ঢেকে দেন। এইভাবে চারদিন ধরে ৮-১০ জন শ্রমিক সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তারা রাতে পাহারা বসায়।

আরো পড়ুন
আরাকান আর্মি হাতে আটক ৬ জেলে দেশে ফিরলেন

আরাকান আর্মি হাতে আটক ৬ জেলে দেশে ফিরলেন

শুক্রবার সন্ধ্যা ৭টার পর অন্তত ছয়জন শ্রমিক রাস্তায় খারাপ ইট বিছানোর কাজ শুরু করেন। খবর পেয়ে তারাবির নামাজ শেষ করে রাত সাড়ে ৯টার দিকে এলাকাবাসী জড়ো হয়ে কাজ বন্ধ করে দেন। একইসঙ্গে আগামীতে রাতের বেলায় রাস্তায় কাজ না করার অঙ্গীকার করে এলাকাবাসীর হাত থেকে শ্রমিকরা নিজেদেরকে রক্ষা করেন।

ঠিকাদার কালের কণ্ঠকে বলেন, শ্রমিকরা ঈদের ছুটিতে বাড়ি যাবেন, তাই দ্রুত কাজ এগিয়ে নিতে তারা রাতে কাজ করছিলেন। দিনের বেলায় ভাটা থেকে ইট সংগ্রহ করতে হয় তাই দিনে রাস্তার কাজ করা যায় না।

 

কাজের মান নিয়ে প্রশ্ন করা হলে ঠিকাদার বলেন, ভালো ইটের সঙ্গে খারাপ ইট দেওয়া হচ্ছিল। তবে অতিরিক্ত বালু ব্যবহারের ফলে রাস্তার গুণগত মান ভালো হচ্ছিল।

কলেজ শিক্ষার্থী ফাহিম চৌধুরী বলেন, নিম্নমানের ইট দিয়ে রাতের আধারে রাস্তা নির্মাণের কাজ চলছিল। বিষয়টি স্থানীয়রা জেনে শুক্রবার রাতে গিয়ে কাজ বন্ধ করে দেয়।

আরো পড়ুন
নতুন জামা পরার আগে ধোয়া উচিত কেন

নতুন জামা পরার আগে ধোয়া উচিত কেন

নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম খান কালের কণ্ঠকে বলেন, প্রকল্প এলাকার বারেক হাওলাদারের বাড়ির সামনের অংশের কোয়ার্টার কিলোমিটার রাস্তায় ইট বিছানো হয়েছে। পুরো কাজ রাতের আধারে করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়রা জেনে শুক্রবার রাতে কাজ বন্ধ করে দেয়। 

তিনি আরো বলেন, ইউনিয়নের মধ্যে প্রকল্পের কাজ চলমান থাকলেও মৌখিক কিংবা লিখিতভাবে কর্তৃপক্ষ আমাকে বিষয়টি অবহিত করেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্পের সভাপতি রুমানা আফরোজ মুঠোফোনে কালের কণ্ঠকে বলেন, জরুরি প্রয়োজন ব্যতিরেকে গ্রাম পর্যায়ে রাতে উন্নয়নমূলক কাজ করার বিধান নেই। কিন্তু সবচেয়ে বড় উদ্বেগের কথা হলো, কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। আর সেটি করা হচ্ছে রাতের আঁধারে। ঠিকাদারকে তাই কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের ছুটির পর সরেজমিন পরিদর্শন শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন
ফরিদপুরে ১০ গ্রামে কাল ঈদ

ফরিদপুরে ১০ গ্রামে কাল ঈদ

মন্তব্য

টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল মা-বাবার, ছেলে হাসপাতালে

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল মা-বাবার, ছেলে হাসপাতালে
প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে গাড়িচাপায় স্বামী-স্ত্রী মারা গেছেন। শনিবার (২৯ মার্চ) পৌলী এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় তাদের ছেলে আহত হয়েছে।

নিহতরা হলেন দক্ষিণ পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০) ও তার স্ত্রী বন্দনা দাস (৪০)।

আহত ছেলের নাম দিবস দাস (৮)।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে তারা এক সঙ্গে রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই বন্দনা মারা যান। পরে স্থানীয়রা আহত রঞ্জিত ও তার ছেলে দিবসকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে রঞ্জিত মারা যান।

আরো পড়ুন
জেলেদের ফাঁদে আটকা পড়া কুমিরকে পিটিয়ে হত্যা

জেলেদের ফাঁদে আটকা পড়া কুমিরকে পিটিয়ে হত্যা

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ বলেন, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ