ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৩ রমজান ১৪৪৬

ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৩ রমজান ১৪৪৬
এনায়েতপুর

ছাত্রদল নেতা হত্যায় আসামি বিএনপির শতাধিক নেতা-কর্মী

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ছাত্রদল নেতা হত্যায় আসামি বিএনপির শতাধিক নেতা-কর্মী
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলের আয়োজন করা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন। এ ঘটনায় বিএনপির একাংশের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, 'নিহতের বড় ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে শনিবার (২২ মার্চ) ভোরে মামলাটি দায়ের করেন। মামলায় ২৮ জনের নাম উল্লেখ ও বিএনপির একাংশের ৮০-৯০ জন অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

তবে এখনও কাওকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।'

আরো পড়ুন

ঢাকায় আরো ২৩ স্থানে সুলভমূল্যে বিক্রি হবে মাংস-দুধ-ডিম

ঢাকায় আরো ২৩ স্থানে সুলভমূল্যে বিক্রি হবে মাংস-দুধ-ডিম

 

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, এনায়েতপুর থানা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব মঞ্জু শিকদার, একই কমিটির যুগ্ন আহবায়ক ও সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু মীর, সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কালাম শিকদার, এনায়েতপুর থানা যুবদলের আহবায়ক ফারুক শিকদার, থানা ছাত্রদলের আহবায়ক সোহাগ শিকদার, থানা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম এবং সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি জাবেদ আলী।

আরো পড়ুন

নবীনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নবীনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

 

দলীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৮ মার্চ) সাবেক এমপি মেজর (অব:) মঞ্জুর কাদেরের সমর্থকরা চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে। কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিমের সমর্থকরা তাতে বাধা দেন।

 

এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে ৭জন নেতাকর্মী আহত হন। বুধবার রাতে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জুর কাদেরের সমর্থক সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের (২৮) মৃত্যু হয়। সে চাঁদপুর গ্রামের ফজল হকের ছেলে এবং সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

আরো পড়ুন

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

 

এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে বুধবার এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও একই কমিটির সাবেক সদস্য সচিব মঞ্জু শিকদারের সকল পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

পাশাপাশি ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে দলের পক্ষ থেকে।

মন্তব্য

সম্পর্কিত খবর

খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল
ছবি: কালের কণ্ঠ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নারায়ণঞ্জের সোনারগাঁওয়ে দোয়া, আলোচনা ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে মনারবাগ এলাকায় প্রান্তিক কৃষক ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এ  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য
৩ মাস ধর্ষণে অন্তঃসত্ত্বা

খালুর বিরুদ্ধে ইশারায় চাঞ্চল্যকর তথ্য দিলেন বাক-প্রতিবন্ধী নারী

    মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
শেয়ার
খালুর বিরুদ্ধে ইশারায় চাঞ্চল্যকর তথ্য দিলেন বাক-প্রতিবন্ধী নারী
মামলার প্রধান আসামি লাল মিয়া। ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের ভালুকায় দফায় দফায় ধর্ষণে বাকপ্রতিবন্ধী এক নারী তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনার মামলার প্রধান আসামি লাল মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

গতকাল রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-১৪ সহায়তায় ভালুকা মডেল থানা পুলিশ টাঙ্গাইলের এলেঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য থানা পুলিশ আজ সোমবার (২৪ মার্চ) তাকে আদালতে পাঠায়।

আরো পড়ুন
দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি : হাসনাত

দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি : হাসনাত

 

মামলা ও থানা সূত্রে জানা যায়, বাকপ্রতিবন্ধী ওই নারীর বাবা তার পরিবার নিয়ে ভালুকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। একই বাসার পাশের একটি কক্ষে বসবাস করতেন লাল মিয়া। তিনি ওই নারীর দূরসম্পর্কীয় খালু। আত্মীয়তা এবং পাশাপাশি অবস্থানের সুবাদে তার বাসায় ওই নারীর যাওয়া-আসা ছিল।

একপর্যায়ে ওই নারীর খাওয়া-দাওয়া কমে যায় এবং শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরে তার মায়ের সন্দেহ হলে তিনি মেয়ের সঙ্গে ইশারায় কথা বলেন। তখন ওই নারী তার মাকে ইশারায় জানান, তার খালু লাল মিয়া তার সঙ্গে তিন মাস যাবৎ শারীরিক মেলামেশা করছেন। পরে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ভুক্তভোগী নারীর বাবা বিষয়টি নিশ্চিত হন এবং লাল মিয়াকে আটক করে রাখেন।

এদিকে, বিয়ের মাধ্যমে বিষয়টি মীমাংসার কথা বলে লাল মিয়ার স্ত্রী মরিয়ম আক্তার (২৫), রফিকুল ইসলাম (৫৫), মজনু মিয়া (৩০) ও মমতা বেগম (২৫) কৌশলে লাল মিয়াকে পালিয়ে যেতে সহায়তা করেন। পরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী ওই নারীর বাবা বাদি হয়ে গত ১৪ মার্চ রাতে ভালুকা মডেল থানায় মামলা করেন। মামলায় মো. লাল মিয়া (২৭), তার স্ত্রী মরিয়ম আক্তারসহ (২৫) ৫ জনকে জনকে আসামি করা হয়। মামলার পরপরই থানা পুলিশ মামলার প্রধান আসামি লাল মিয়া ছাড়া মামলার অন্যান্যদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

আরো পড়ুন
‘সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না’, ছাত্রনেতাদের উদ্দেশে আরো যা বললেন নুর

‘সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না’, ছাত্রনেতাদের উদ্দেশে আরো যা বললেন নুর

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল হক বলেন, ‘র‌্যাব-১৪-এর সহায়তায় আসামি লাল মিয়াকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। শিকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্যে আজ সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ওই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

মন্তব্য

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ : ঈদযাত্রা মসৃণে কর্তৃপক্ষের ‘ছক’

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
শেয়ার
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ : ঈদযাত্রা মসৃণে কর্তৃপক্ষের ‘ছক’
ছবি: কালের কণ্ঠ

দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগের ক্ষেত্রে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া একটি গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতি বছর ঈদের আগে ঘরমুখো ও ঈদ শেষে কর্মমুখো মানুষের ঢল নামে এই নৌপথে। আসন্ন ঈদে অতিরিক্ত গাড়ি ও যাত্রীর চাপ সামাল দিতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ প্রস্তুত হচ্ছে। নৌরুটে পর্যাপ্ত ফেরি ও লঞ্চের ব্যবস্থা, যানজট নিরসনে ঘাট এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাসহ যাত্রীনিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো পড়ুন

মাদ্রাসা ও এতিমখানায় বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার

মাদ্রাসা ও এতিমখানায় বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার

 

মানুষ নির্বিঘ্নে তাদের নিজ গন্তব্যে পৌঁছে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে। যাত্রাপথে ঘাটে এসে কাওকে কোনো দুর্ভোগ পোহাতে হবে না বলে আশ্বাস প্রশাসনের।

জানা যায়, প্রতিদিন এই পথে কয়েক হাজার বিভিন্ন গাড়ি ফেরিপার হয়। তবে প্রতি বছর ঈদের আগে ও পরে সেখানে গাড়ি ও যাত্রীর সংখ্যা বহুগুণ বেড়ে যায়।

তাই এবারের ঈদের আগে ঘরমুখো ও ঈদ শেষে কর্মমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

আরো পড়ুন

হার্টে ব্লক রয়েছে তামিমের, পরানো হবে রিং

হার্টে ব্লক রয়েছে তামিমের, পরানো হবে রিং

 

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লিউটিসির সহকারি মহাব্যবস্থাপক (এজিএম বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন কালের কণ্ঠকে জানান, এবারের ঈদে ঘরমুখো মানুষের বয়ে আনা অতিরিক্ত গাড়ির চাপ সামাল দিতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ছোট-বড় মোট ১৭টি ফেরি দিন-রাত সার্বক্ষণিক চালু থাকবে। চলাচলকারি কোনো ফেরি বিকল হলে সঙ্গে সঙ্গে তা মেরামত করার জন্য পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতি আগেভাগেই প্রস্তুত হয়ে আছে। 

এ জন্য ওই মেরামত কারখানার সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে।

এদিকে বিআইডাব্লিউটিএ-এর ড্রেজিং বিভাগ সূত্র জানিয়েছে, নদীর পানি কমে দৌলতদিয়া প্রান্তে পদ্মা ও পাটুরিয়া প্রান্তে যমুনায় ছোট-বড় অনেক চর জেগেছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে একাধিক ড্রেজার দিয়ে প্রয়োজনীয় খনন কাজ চলমান রয়েছে। বর্তমান দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের চ্যানেলে নব্যতা সংকট নেই। এবারের ঈদে পূর্ণ লোড নিয়ে ফেরিগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে। 

এদিকে বিআইডাব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক (আরিচা অঞ্চল) মো. সেলিম শেখ জানান, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে ছোট-বড় ৩৩টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে।

এরমধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি লঞ্চ সার্বক্ষণিক ভাবে যাত্রী পারাপার করবে। অপর ১৩টি লঞ্চ চলাচল করবে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট নৌরুটে।

আরো পড়ুন

তামিমের শারীরিক অবস্থার সবশেষ যা জানা গেল

তামিমের শারীরিক অবস্থার সবশেষ যা জানা গেল

 

এদিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানিয়েছেন, ঈদের আগে ঘরমুখো ও ঈদের পরে কর্মমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দৌলতদিয়া ঘাট এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। লঞ্চঘাট, ফেরিঘাট, বাসটার্মিনালসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস্থান নেবে। ঘাট এলাকায় যানজট নিরসনে বিশেষ ট্রাফিক ব্যবস্থা থাকবে। জেলা পুলিশ প্রশাসন সার্বক্ষণিক ভাবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারি করবে। নৌপথের নিরাপত্তা নিশ্চিত করবে নৌপুলিশ। 

তিনি আরো বলেন, ‘পরিবহন দালাল, ছিনতাইকারি, পকেটমার, মলম পার্টি, চলন্ত ফেরিতে জুয়াসহ সংশ্লিষ্ট দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলাবাহিনী। কেও অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা করলেই সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে জড়িত যে কোনো দল কিংবা এলাকার প্রভাবশালী লোক হোক, তাদের কাওকে তিল পরিমান ছাড় দেওয়া হবে না।’

আরো পড়ুন

ক্রান্তিকালের কাণ্ডারি সেনাবাহিনী

ক্রান্তিকালের কাণ্ডারি সেনাবাহিনী

 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। লঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে দৌলতদিয়া ঘাট এলাকায় সার্বক্ষণিক ভাবে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত। এবারের ঈদে মানুষ নির্বিঘ্নে তাদের নিজ গন্তব্যে পৌছে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে। দৌলতদিয়া ঘাটে এসে কাওকে কোনো দুর্ভোগ পোহাতে হবে না।’ 

মন্তব্য
মুরাদনগর

কথা রাখতে পারলেন না বিজিবি সদস্য বেলাল, বাড়িতে শোকের মাতম

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
কথা রাখতে পারলেন না বিজিবি সদস্য বেলাল, বাড়িতে শোকের মাতম
ছবি : কালের কণ্ঠ

আসন্ন ঈদুল ফিতরে ছুটি নিয়ে বাড়ি এসে আদরের দুই মেয়ে ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করার কথা দিয়েছিলেন বিজিবিতে কর্মরত মো. বেলাল হাসান। ছাত্রজীবন থেকেই কর্তব্য পালনে অটুট বেলাল চাকরি থেকে ছুটি নেওয়ার আগেই জীবন থেকে ছুটি নিলেন।

বিজিবি সদস্য মো. বেলাল হাসান (৩১) কর্তব্যরত অবস্থায় কক্সজারের টেকনাফে মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৩ মার্চ) দুপুরে টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় বঙ্গোপসাগর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ছাত্রজীবন থেকে মানবিক ও সামাজিক কাজে সবার আগে থাকা বেলাল হাসানের এমন করুণ মৃত্যুর সংবাদে আশপাশের কয়েক গ্রামজুড়ে নেমেছে শোকের ছায়া। আর বাড়িতে চলছে শোকের মাতম। পুত্রশোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা নাছিমা আক্তার। অতি শোকে পাথর হওয়া স্ত্রী দুই কন্যাসন্তান নিয়ে বাড়িতে আসা লোকজনের দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন।

নিহত বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল হাসান কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৯ নম্বর দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বজলুর রহমানের ছেলে। বেলালের দেড় বছরের আনহা বিন হাসান ও আট বছর বয়সের আন নাফি নামের দুটি কন্যাসন্তার রয়েছে।

গতকাল সোমবার সকালে নিহতের বাড়িতে গিয়ে চোখে পড়ে মায়ের কোলে ১৮ মাসের অবুঝ শিশু আনহা বিন হাসান। পিতার আদর সোহাগ বোঝার বয়স হয়নি তার এখনো।

বাবা শব্দের সঙ্গে পরিচিত হওয়ার আগেই পিতাকে হারিয়ে ফেলে পরিবারের অন্য সব সদস্যের মতোই মা রোকসানা খানমের কোলে বসে কান্না করছে সে। 

বাড়ির উঠোনে নিহতের মা উপস্থিত লোকজনের কাছে ছেলের স্মৃতিচারণা করে বারবার মূর্ছা যাচ্ছেন। বাবা বজলুর রহমান তিনিও যেন বাকশক্তি হারিয়ে ফেলেছেন। তাদের দেখতে আসা লোকজনের মুখেও নেই সান্ত্বনার ভাষা। কারো কারো চোখ বেয়ে পড়ছে পানি, কেউ বা করছেন স্মৃতিচারণা।

সকাল ১১টায় জানাজা শেষে কাজিয়াতল গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের ভাই নাজমুল হাসান বলেন, ‘শনিবার বিকেলে বিজিবি থেকে আমাদের বাড়িতে দুজন লোক আসে। এসে বলে আমার ভাই বেলাল হাসান শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাকে এখনো পাওয়া যায়নি।’

তিনি আরো বলেন, ‘রবিবার দুপুরে আমরা কুমিল্লা বিজিবি ক্যাম্পে যাওয়ার পরপর সেখানে খবর আসে যে, রাখাইন এলাকায় আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে। প্রশ্ন হলো যে, আমার ভাই শুক্রবার নিখোঁজ হয়েছেন। আমাদের জানানো হয়েছে শনিবার বিকেলে। এর কারণ কী? এর পেছনে কোনো রহস্য আছে কি না এটা খতিয়ে দেখা দরকার।’

নিহতের বাবা বজলুর রহমান বলেন, ‘আমার ছেলের মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে। মনে হয় কিছু গোপন করা হয়েছে।’

নিহতের স্ত্রী রোকসানা খানম বলেন, ‘কথা ছিল ২৫ তারিখে ছুটি নিয়ে বাড়িতে আসবেন। বাড়িতে ঈদ করবেন। এখন আমাকে অথৈ সাগরে ভাসিয়ে সে চিরকালের জন্য ছুটি নিয়ে চলে গেছে না-ফেরার দেশে। দুটি অবুঝ শিশুসন্তান নিয়ে আমি এখন কোথায় দাঁড়াব!’

জানা যায়, শুক্রবার গভীর রাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবি হয়। এ ঘটনায় নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে বিজিবি। ওই সময় বিজিবির সদস্যসহ আরো বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ হন। 

পরে রবিবার দুপুরে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া বিজিবি সিপাহি মো. বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয়।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সরকারিভাবে কোনো নির্দেশনা আসলে আমরা তার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করব।

মন্তব্য

সর্বশেষ সংবাদ