বড় পর্দায় ফিরছে বিক্রান্ত-ইয়ামি জুটি!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
বড় পর্দায় ফিরছে বিক্রান্ত-ইয়ামি জুটি!
সংগৃহীত ছবি

পাঁচ বছর আগে অর্থাৎ করোনা আবহে মুক্তি পেয়েছিল বিক্রান্ত মেসি ও ইয়ামি গৌতম অভিনীত রোম্যান্টিক কমেডি ‘গিনি ওয়েডস সানি’। ছবিটি প্রাথমিকভাবে বড়পর্দায় মুক্তির কথা থাকলেও সে সময় তা সম্ভব হয়নি। পরিবর্তীতে নির্মাতা ছবিটি নেটফ্লিক্সে মুক্তি দেন।

রমকম ঘরানার মজাদার এই ছবি দর্শক ভালোই উপভোগ করেছিলেন।

ছবির সাফল্যের কথা মাথায় রেখে এবার তার সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা। আর এই ছবিতেই আবারো জুটি বাঁধছেন বিক্রান্ত মেসি ও ইয়ামি গৌতম।

তবে এবার আর ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, ‘গিনি ওয়েডস সানি ২’ নিয়ে বড় পর্দায় আসছে তারা। গতবারের আক্ষেপ এবার মিটিয়ে ফেলতে চান প্রযোজকরা।

আগের ছবির গল্পের রেশ ধরেই শুরু হবে এবারের নতুন ছবি। 

শোনা যাচ্ছে, এবার তাদের দাম্পত্য নিয়ে গল্প এগোবে। তবে এবার নাকি ছবিতে থাকছে দ্বিগুণ মজা, দ্বিগুণ ড্রামা, আর সঙ্গে ভরপুর বিনোদন।

ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন নির্মাতারা।

এবারো ছবিতে বিক্রান্ত ও ইয়ামির মজাদার কেমিস্ট্রি দেখার সুযোগ পাবেন দর্শকরা। তবে এবার ছবি পরিচালনার দায়িত্ব পুনীত খান্নাই সামলাবেন কিনা সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়। 

খুব শীঘ্রই শুরু হবে শুটিং। আরো একবার গিনি ও সানির প্রেম, ভালোবাসা, ভুল বোঝাবুঝি, মজাদার কাণ্ডকারখানার সাক্ষী হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

মন্তব্য

সম্পর্কিত খবর

শুটিং করতে গিয়ে আহত বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
শুটিং করতে গিয়ে আহত বরুণ ধাওয়ান
সংগৃহীত ছবি

এই মুহূর্তে আসন্ন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর শুটিংয়ে ব্যস্ত বরুণ ধাওয়ান। হৃষীকেশের পাহাড়ি এলাকায় সেই ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা। 

বলিউড সংবাদমাধ্যম বলছে, আঙুলে গুরুতর চোট পেয়েছেন তিনি। দুর্ঘটনার পরই দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিকভাবে নিজেকে সামলে নিয়েছেন অভিনেতা। শুধু তাই নয়, তার শারীরিক অবস্থার জন্য যাতে শুটিং কোনোভাবেই না আটকে থাকে সেদিকে কড়া নজর বরুণের। 

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত আঙুলের একটি ছবি দিয়ে বরুণ জানতে চেয়েছেন, আঙুল সারতে কত দিন সময় লাগবে?

গত ২২ মার্চ থেকে হৃষীকেশে শুরু হয়েছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর শুটিং। এতে বরুণের নায়িকা পূজা হেগড়ে।

শুটিংয়ের ফাঁকে ফাঁকে উভয়কেই সেখানকার নানা ছবি, ভিডিও সোশ্যালে শেয়ার করতে দেখা গেছে।  

এর মাসখানেক আগে ‘বর্ডার ২’-এর শুটিং করতে গিয়ে আঙুলেই চোট পেয়েছিলেন বরুণ। গভীর ক্ষত হওয়ায় অনেক রক্তপাত হয়েছিল তার। সেই সময়েও শুটিং বন্ধ করেননি তিনি।

এদিনও চিকিৎসার পাশাপাশি আঙুলে বরফ ঘষতে দেখা যায় তাকে। চোট পাওয়া আঙুল ফুলে লাল! সেই ছবিও অভিনেতা ভাগ করে নিয়েছেন।

মন্তব্য

‘জেলে থাকা ৮০ শতাংশ মানুষ নির্দোষ’, বিস্ফোরক মন্তব্য রিয়ার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘জেলে থাকা ৮০ শতাংশ মানুষ নির্দোষ’, বিস্ফোরক মন্তব্য রিয়ার
রিয়া চক্রবর্তী

পাঁচ বছর তদন্তের পর বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার  চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সম্প্রতি জমা দেওয়া রিপোর্টে সুশান্তের সাবেক প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর উপর থেকে যাবতীয় চার্জশিট তুলে নেওয়া হয়। অভিনেতার মৃত্যুর পর দুজনকেই নানারকম আইনি সমস্যার মুখে পড়তে হয়েছে। সুশান্ত সিংহ রাজপুতকে নাকি আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন রিয়া চক্রবর্তী, অভিনেতার মৃত্যুর পর এমনই দাবি করেন তার অনুরাগীরা।

সেই ঘটনার পর রিয়াকে দিনের পর দিন জেলেও কাটাতে হয়েছে।

আরো পড়ুন
‘এখনই ছেড়ে দিন’, বর্ষার অভিনয় ছাড়া প্রসঙ্গে পরীমনি

‘এখনই ছেড়ে দিন’, বর্ষার অভিনয় ছাড়া প্রসঙ্গে পরীমনি

 

২০২০ সালে ২৭ দিন জেলে কাটিয়েছিলেন রিয়া। সেই কঠিন সময়ের স্মৃতি আজও তাকে তাড়া করে। হিউম্যানস অফ বোম্বের সঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘জেল এক অচেনা পৃথিবী, যেখানে সমাজ বলে কিছু নেই, সবাই শুধুই একটি সংখ্যা মাত্র।

’ তিনি দাবি করেন, ‘জেলে যারা থাকেন, তাঁদের মধ্যে অন্তত ৮০ শতাংশ নির্দোষ। আমার দেখা অনেকেই বলেছিলেন, তারা কোনও অপরাধ করেননি। যারা স্বীকার করেছেন, তারাও বলেছিলেন আত্মরক্ষার জন্য বা বিশেষ পরিস্থিতির চাপে পড়েই তা করেছিলেন।’

জেলের দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে রিয়া বলেন, ‘সেখানে প্রতিটি মুহূর্ত লড়াই।

যেহেতু তেমন কোনও কাজ থাকে না, তাই দিন পার করাটাই কঠিন হয়ে ওঠে। একটা দিন যেন এক বছরের সমান লাগে। যারা জেলে যান, তারা প্রথমে বিশ্বাসই করতে পারেন না যে এটাই তাঁদের নতুন বাস্তবতা।  

আরো পড়ুন
‘বলদের মতো কথাবার্তা না বললেই নয়?’, প্রশ্ন স্বস্তিকার

‘বলদের মতো কথাবার্তা না বললেই নয়?’, প্রশ্ন স্বস্তিকার

 

ভারতের বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন রিয়া। অভিনেত্রী বলেন, ‘যদি কেউ দোষী হয়, তাকে তা প্রমাণ করতেই চার বছর কেটে যায়।

তারপর শুরু হয় শাস্তির মেয়াদ। আর যারা নির্দোষ, তাঁদের মধ্যে কেউ সাত, কেউ আট, কেউ আবার দশ বছর ধরে জেলে রয়েছেন।’

সুশান্তের মৃত্যুর পর বলিউডের অন্ধকার দিক জনসমক্ষে আসে। নানা বিতর্ক, ষড়যন্ত্র তত্ত্ব, রাজনৈতিক টানাপোড়েন—সব মিলিয়ে পাঁচ বছর ধরে চলেছে জল্পনা। অবশেষে আদালতের রায় আসে যে খুন নয়, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। রিয়া চক্রবর্তীর জীবন বদলে দিয়েছিল সেই ঘটনা। তবে পাঁচ বছর পর ক্লিন চিট পেলেন তিনি ও তার পরিবার।

মন্তব্য

আনন্দমেলায় রুনা লায়লা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
আনন্দমেলায় রুনা লায়লা
সংগৃহীত ছবি

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় প্রতিবারের মতো এবারও দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’।এবারের ‘আনন্দমেলা’র উপস্থাপনা করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক মামনুন ইমন। নাচ, গান, কাওয়ালি, কৌতুক, নাটিকা— এসব আয়োজনেই সেজেছে অনুষ্ঠানটি।

এবারের আয়োজনে থাকছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা।

‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ শিরোনামের বিখ্যাত গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। ইমরান ও কনার কণ্ঠে থাকছে ডুয়েট গান। এছাড়াও অনুষ্ঠানটিতে ফোক গান পরিবেশন করেছেন সালমা, ঐশি ও গামছা পলাশ। 

জনপ্রিয় নয়টি গানের কোলাজে নৃত্যে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা শবনম বুবলী।

বিভিন্ন হাস্য-রসাত্মক ঘটনা নিয়ে থাকছে কয়েকটি নাটিকা। আরো থাকছে শাওন মজুমদার, রাইসা সুলতানা ও তারেক মাহমুদের কৌতুক পরিবেশনা।

এছাড়াও অনুষ্ঠানটিতে কাওয়ালি গান পরিবেশন করবেন সমীর হোসেন কাওয়াল ও তার দল। মাহবুবা ফেরদৌস, মনিরুল হাসান ও হাসান রিয়াদের প্রযোজনায় ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়।

 

মন্তব্য

‘বলদের মতো কথাবার্তা না বললেই নয়?’, প্রশ্ন স্বস্তিকার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘বলদের মতো কথাবার্তা না বললেই নয়?’, প্রশ্ন স্বস্তিকার

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। পর্দায় যতটা সাহসী, বাস্তাব জীবনেও তিনি তেমনটাই। অভিনয়ের পাশাপাশি নিয়মিত সক্রিয় থাকেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেও বেশ সাহসী ভূমিকায় দেখা মেলে অভিনেত্রীর।

ব্যঙ্গ বিদ্রুপ করা নেটিজেনদের মুহুর্তেই চুপ করিয়ে দেয়ার সামর্থ্য রয়েছে তার। সম্প্রতি এমনটা দেখা গেল আরেকবার। 

আরো পড়ুন
‘এখনই ছেড়ে দিন’, বর্ষার অভিনয় ছাড়া প্রসঙ্গে পরীমনি

‘এখনই ছেড়ে দিন’, বর্ষার অভিনয় ছাড়া প্রসঙ্গে পরীমনি

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কিছু সেলফি পোস্ট করেছিলেন স্বস্তিকা। কপালে টিপ, নাকে নথ আর বাড়তি পাওনা মিষ্টি হাসি।

ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘বলুন তো আমি কোন দিকে?’ তবে সেই পোস্টে কিছু মানুষ এসে অভিনেত্রীর বয়স নিয়ে কটাক্ষ করা শুরু করে দিয়েছেন। অবশ্য দেখেও এরিয়ে যাওয়ার পাত্রী যে তিনি নন, প্রমাণ হল আরও একবার। মন্তব্য করে এক নেটিজেন লিখেছিলেন, ‘তুমি বুড়ি হওয়ার দিকে’। পাল্টা উত্তরে স্বস্তিকা লেখেন, ‘আপনি কোন দিকে? আবার জন্ম নেবেন নাকি? বলদের মতো কথাবার্তা না বললেই নয়?’

আরো পড়ুন
মানবিক গুণের কখনোই মৃত্যু হয় না : হানিফ সংকেত

মানবিক গুণের কখনোই মৃত্যু হয় না : হানিফ সংকেত

 

অন্য একজন নায়িকার উদ্দেশে লেখেন, ‘আপনার বয়স তো বেশি না শুনেছি।

এত তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছেন কেন? কিছু করুন’। তারও উত্তর দিয়েছেন স্বস্তিকা। তিনি লিখেছেন, ‘আমার ইচ্ছে। বুড়ি হতে চাই।’

স্বস্তিকার ভক্তসংখ্যা নেহাত কম নয়।

তারকা হয়েও বিনা মেকআপে বারংবার তার এই ক্যামেরার সামনে আসার সাহসকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। 

আরো পড়ুন
ইসরায়েলি সেনার হাত থেকে মুক্ত হলেন ফিলিস্তিনি নির্মাতা

ইসরায়েলি সেনার হাত থেকে মুক্ত হলেন ফিলিস্তিনি নির্মাতা

 

১৯৮০ সালে জন্ম স্বস্তিকার। এখন অভিনেত্রীর বয়স ৪৪ বছর। মাত্র ২৩ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন তিনি। ২০০৩ সালে তার প্রথম ক্যামেরার সামনে কাজ দেবদাসী টিভি সিরিয়ালে। হেমন্তের পাখি তাঁর প্রথম সিনেমা, যদিও সেখানে ছিল ছোট্ট একটা চরিত্র। আর নায়িকা হিসেবে আবির্ভাব রবি কিনাগির পরিচালনায় জিতের সঙ্গে ‘মাস্তান’ সিনেমায়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ