জয়পুরহাটের কালাইয়ে আশ্রয়ণ প্রকল্পের অধীনে নির্মিত সরকারি ঘরগুলোর বেশিরভাগই ফাঁকা পড়ে রয়েছে। দরজায় ঝুলছে তালা, আশপাশে আগাছায় ভরে গেছে। প্রকৃত ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ করা হলেও বাস্তবে তা ব্যবহার হচ্ছে না। বরাদ্দপ্রাপ্ত অনেকেই সেখানে বসবাস করছে না, কেউ কেউ ঘর ভাড়া দিয়েছে, আবার কেউ ঘর বিক্রিও করে ফেলেছে।
ফলে প্রকল্পটি মূল উদ্দেশ্য হারিয়ে দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার হয়েছে।
২০১৮ সালে কালাইয়ে আশ্রয়ণ প্রকল্পের কাজ শুরু হয়। ২০২০-২১ অর্থবছরে চার দফায় মোট ১৭৮টি আধা-পাকা ঘর নির্মাণ করা হয়। প্রতিটি ঘরের জন্য ব্যয় হয় প্রায় দুই লাখ টাকা।
সুবিধাভোগীদের জন্য প্রতিটি ঘরের সঙ্গে দুই শতক সরকারি খাস জমিও বরাদ্দ দেওয়া হয়, যাতে তারা স্বাবলম্বী হতে পারেন। ঘরগুলোর অবকাঠামোর মধ্যে ছিল দুটি কক্ষ, একটি রান্নাঘর, একটি শৌচাগার, বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন।
সরকারি উদ্যোগটি দুর্নীতি ও অব্যবস্থাপনার কবলে পড়ে প্রকৃত ভূমিহীনদের পরিবর্তে রাজনৈতিক পরিচিত ও সুপারিশপ্রাপ্তদের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।
ফলে অনেকেই সেখানে থাকছে না বরং নিজেদের আসল বাড়িতে ফিরে গেছে কিংবা ঢাকাসহ অন্যান্য শহরে কাজের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর ফাঁকা, অনেক ঘরে মাকড়সার জাল জমেছে, বারান্দা ময়লা-আবর্জনায় ভরে গেছে। কিছু বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি মাসে দুই-একবার এসে ঘর পরিষ্কার করে ফিরে যান নিজেদের স্থায়ী ঠিকানায়।
মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম আশ্রয়ণ প্রকল্পে ১৪টি ঘরের মধ্যে ৮টি তালাবদ্ধ। কাঁটাহার আদর্শ গ্রামে বরাদ্দকৃত ৫৮টি ঘরের মধ্যে অন্তত ২৭টি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ পড়ে আছে।
স্থানীয়দের অভিযোগ, যে-সব সুবিধাভোগী প্রকল্পে থাকতে রাজি নন, তাদের মধ্যে অনেকেই ঘর ভাড়া দিয়েছেন কিংবা বিক্রি করে দিয়েছেন। উদয়পুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পেও ৩৫টি ঘরের মধ্যে ১৮টি ঘর ফাঁকা পড়ে আছে। জিন্দারপুর বাদাউচ্চ আদর্শ গ্রামে ১০টি ঘরের মধ্যে ৬টি ফাঁকা, শ্রীপুর গ্রামে ১০টি ঘরের মধ্যে ৪টিতে তালা ঝুলছে। পুনট ইউনিয়নের ১৫টি ঘরের মধ্যে ৭টিতেই কেউ থাকছে না।
অনুসন্ধানে আরো দেখা গেছে, বরাদ্দ পাওয়া কিছু ঘর অবৈধভাবে বিক্রি বা ভাড়া দেওয়া হয়েছে। বানপুকুর আশ্রয়ণ প্রকল্পে সেলিনা বিবি ও রাজিয়া খাতুন তাদের ঘর ৭৫ হাজার টাকা করে বিক্রি করেছেন। মোছা. শিউলী বেগম তার ঘর ৫০ হাজার টাকায় মাজেদা বিবির কাছে বিক্রি করেছেন। জিন্দারপুর আদর্শ গ্রামে শিল্পী আক্তার ও মজনু মিয়া বরাদ্দ পাওয়া ঘরে থাকেন না, তবে নিয়মিত বিদ্যুৎ বিল দিয়ে মালিকানা ধরে রেখেছেন। কিছু ব্যক্তি সরকারি ঘর দখলে রেখে সেখানে গবাদিপশু পালন করছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রকৃত ভূমিহীনদের বরাদ্দ না দিয়ে রাজনৈতিক সুপারিশের ভিত্তিতে অনেক সচ্ছল ব্যক্তিকে ঘর দেওয়া হয়েছে, যাদের নিজেদের জমি ও বাড়ি রয়েছে। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ভূমিহীন ও গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই করে দেওয়া কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এ ছাড়া প্রকল্প এলাকায় উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার অভাব থাকায় অনেকেই সেখানে থাকতে চান না।
এই অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান জানান, বিগত সরকারের সময়ে এই বরাদ্দ দেওয়া হয়েছিল এবং কিছু অনিয়মের অভিযোগও পাওয়া গেছে। যারা ঘর পেয়েও সেখানে বসবাস করছেন না, তাদের বরাদ্দ বাতিল করে প্রকৃত ভূমিহীনদের জন্য নতুনভাবে বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া যারা সরকারি ঘর বিক্রি বা ভাড়া দিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।