কালাইয়ে আশ্রয়ণের ঘরে তালা, প্রকৃত ভূমিহীনরা বঞ্চিত

কালাই উপজেলা প্রতিনিধি
কালাই উপজেলা প্রতিনিধি
শেয়ার
কালাইয়ে আশ্রয়ণের ঘরে তালা, প্রকৃত ভূমিহীনরা বঞ্চিত
ছবি: কালের কণ্ঠ

জয়পুরহাটের কালাইয়ে আশ্রয়ণ প্রকল্পের অধীনে নির্মিত সরকারি ঘরগুলোর বেশিরভাগই ফাঁকা পড়ে রয়েছে। দরজায় ঝুলছে তালা, আশপাশে আগাছায় ভরে গেছে। প্রকৃত ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ করা হলেও বাস্তবে তা ব্যবহার হচ্ছে না। বরাদ্দপ্রাপ্ত অনেকেই সেখানে বসবাস করছে না, কেউ কেউ ঘর ভাড়া দিয়েছে, আবার কেউ ঘর বিক্রিও করে ফেলেছে।

ফলে প্রকল্পটি মূল উদ্দেশ্য হারিয়ে দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার হয়েছে।

২০১৮ সালে কালাইয়ে আশ্রয়ণ প্রকল্পের কাজ শুরু হয়। ২০২০-২১ অর্থবছরে চার দফায় মোট ১৭৮টি আধা-পাকা ঘর নির্মাণ করা হয়। প্রতিটি ঘরের জন্য ব্যয় হয় প্রায় দুই লাখ টাকা।

সুবিধাভোগীদের জন্য প্রতিটি ঘরের সঙ্গে দুই শতক সরকারি খাস জমিও বরাদ্দ দেওয়া হয়, যাতে তারা স্বাবলম্বী হতে পারেন। ঘরগুলোর অবকাঠামোর মধ্যে ছিল দুটি কক্ষ, একটি রান্নাঘর, একটি শৌচাগার, বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। 

সরকারি উদ্যোগটি দুর্নীতি ও অব্যবস্থাপনার কবলে পড়ে প্রকৃত ভূমিহীনদের পরিবর্তে রাজনৈতিক পরিচিত ও সুপারিশপ্রাপ্তদের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

ফলে অনেকেই সেখানে থাকছে না বরং নিজেদের আসল বাড়িতে ফিরে গেছে কিংবা ঢাকাসহ অন্যান্য শহরে কাজের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর ফাঁকা, অনেক ঘরে মাকড়সার জাল জমেছে, বারান্দা ময়লা-আবর্জনায় ভরে গেছে। কিছু বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি মাসে দুই-একবার এসে ঘর পরিষ্কার করে ফিরে যান নিজেদের স্থায়ী ঠিকানায়। 

মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম আশ্রয়ণ প্রকল্পে ১৪টি ঘরের মধ্যে ৮টি তালাবদ্ধ। কাঁটাহার আদর্শ গ্রামে বরাদ্দকৃত ৫৮টি ঘরের মধ্যে অন্তত ২৭টি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ পড়ে আছে।

 

স্থানীয়দের অভিযোগ, যে-সব সুবিধাভোগী প্রকল্পে থাকতে রাজি নন, তাদের মধ্যে অনেকেই ঘর ভাড়া দিয়েছেন কিংবা বিক্রি করে দিয়েছেন। উদয়পুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পেও ৩৫টি ঘরের মধ্যে ১৮টি ঘর ফাঁকা পড়ে আছে। জিন্দারপুর বাদাউচ্চ আদর্শ গ্রামে ১০টি ঘরের মধ্যে ৬টি ফাঁকা, শ্রীপুর গ্রামে ১০টি ঘরের মধ্যে ৪টিতে তালা ঝুলছে। পুনট ইউনিয়নের ১৫টি ঘরের মধ্যে ৭টিতেই কেউ থাকছে না।

অনুসন্ধানে আরো দেখা গেছে, বরাদ্দ পাওয়া কিছু ঘর অবৈধভাবে বিক্রি বা ভাড়া দেওয়া হয়েছে। বানপুকুর আশ্রয়ণ প্রকল্পে সেলিনা বিবি ও রাজিয়া খাতুন তাদের ঘর ৭৫ হাজার টাকা করে বিক্রি করেছেন। মোছা. শিউলী বেগম তার ঘর ৫০ হাজার টাকায় মাজেদা বিবির কাছে বিক্রি করেছেন। জিন্দারপুর আদর্শ গ্রামে শিল্পী আক্তার ও মজনু মিয়া বরাদ্দ পাওয়া ঘরে থাকেন না, তবে নিয়মিত বিদ্যুৎ বিল দিয়ে মালিকানা ধরে রেখেছেন। কিছু ব্যক্তি সরকারি ঘর দখলে রেখে সেখানে গবাদিপশু পালন করছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রকৃত ভূমিহীনদের বরাদ্দ না দিয়ে রাজনৈতিক সুপারিশের ভিত্তিতে অনেক সচ্ছল ব্যক্তিকে ঘর দেওয়া হয়েছে, যাদের নিজেদের জমি ও বাড়ি রয়েছে। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ভূমিহীন ও গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই করে দেওয়া কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এ ছাড়া প্রকল্প এলাকায় উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার অভাব থাকায় অনেকেই সেখানে থাকতে চান না।

এই অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান জানান, বিগত সরকারের সময়ে এই বরাদ্দ দেওয়া হয়েছিল এবং কিছু অনিয়মের অভিযোগও পাওয়া গেছে। যারা ঘর পেয়েও সেখানে বসবাস করছেন না, তাদের বরাদ্দ বাতিল করে প্রকৃত ভূমিহীনদের জন্য নতুনভাবে বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া যারা সরকারি ঘর বিক্রি বা ভাড়া দিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত

চট্টগ্রামের বাকলিয়ার এক্সেসেস রোডে দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত হয়েছেন। শনিবার দিনগত রাত ২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নিহতরা হলেন-  মনির ও মো. আবদুল্লাহ। আহত ব্যক্তির নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ২টা ২০ মিনিটের দিকে নতুন ব্রিজ এলাকা থেকে একটি প্রাইভেট কার আসে। অপরদিকে বাকলিয়া থেকে মোটরসাইকেলযোগে আরেক পক্ষ এসে প্রাইভেট কারকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় প্রাইভেট কার থেকেও পাল্টা গুলি ছোড়া হয়।
 
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা কালের কণ্ঠকে বলেন, রবিবার রাতে বাকলিয়া এক্সেসেস রোড সংলগ্ন এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুইজন আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

তিনি বলেন, কারা কেন গুলি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

জানখুর-দশলাল মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জানখুর-দশলাল মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
সংগৃহীত ছবি

জানখুর-দশলাল মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের জানখুর পাড়ায় ৫০ পরিবারের মাঝে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ফাউন্ডেশনের সভাপতি নাজমুস সাকিব খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখাহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিসেস মৌলুদা মন্ডল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুর রশিদ ।

এ ছাড়া ফাউন্ডেশনের উপদেষ্টা ফরিদুল ইসলাম তারা মন্ডল, উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান সাজু মন্ডল ও মফিদুল ইসলাম পারভেজ মন্ডল উপস্থিত ছিলেন।

ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি গোলাপ মন্ডল, সহ-সভাপতি মাসুম পারভেজ সরকার, সহ-সভাপতি মেহেরুল ইসলাম, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি রিমন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আরশাদ রহমান শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুর রহমান আমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাব্বি।

সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আলম সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মোজাইদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদ হাসান, অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহ অর্থ বিষয়ক সম্পাদক শাফিউল ইসলামসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

মন্তব্য

চুরি-ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে : র‍্যাব

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
চুরি-ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে : র‍্যাব
সংগৃহীত ছবি

চুরি-ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেই জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে র‍্যাব।

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকায় চেকপোস্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি কার্যক্রম পর্যবেক্ষণ শেষে এসব তথ্য জানান তিনি। 

আরো পড়ুন
জয়পুরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে ইফতার মাহফিল পণ্ডের অভিযোগ

জয়পুরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে ইফতার মাহফিল পণ্ডের অভিযোগ

তিনি বলেন, পুরো রমজান মাস জুড়েই র‍্যাব তৎপর ছিল, এই কার্যক্রম ও চেকপোস্ট ঈদ পরবর্তী সময়ে অব্যাহত থাকবে। বিশেষ করে ঈদের পর বিনোদন কেন্দ্রগুলোতে নারী ও শিশুদের একটা ভিড় থাকে সেই সময়ও যেন অপরাধীরা কোনো অপরাধ তৎপরতা পরিচালনা করতে না পারে, প্রতিটি বিনোদন কেন্দ্রে সজাগ দৃষ্টি রাখছে র‍্যাব।

 

র‍্যাব মহাপরিচালক বলেন, ঈদসহ যেকোনো উৎসবে এলেই অপরাধীরা তৎপর হয়ে ওঠে। অপরাধ তৎপরতা রোধে এলিট ফোর্স র‍্যাব সবসময়ই কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দেশের বিভিন্ন জায়গায় সড়ক মহাসড়কে টহল ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম করে আসছে। 

র‍্যাব মহাপরিচালক আরো বলেন, পুরো রমজান মাসজুড়ে অনেক অপরাধীকে র‍্যাব আইনের আওতায় নিয়ে এসেছে।

যে কারণে এবার ঈদ মৌসুমে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কসহ তেমন ছিনতাই চুরি ডাকাতির ঘটনা ঘটেনি। ঈদের আগে এবং পরে একইভাবে র‍্যাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা সিলেট মহাসড়কসহ সব জায়গায় তাদেরই তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখবে। 

আরো পড়ুন
কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেপ্তার ২

কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেপ্তার ২

এ সময় র‍্যাব ১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

জয়পুরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে ইফতার মাহফিল পণ্ডের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি
শেয়ার
জয়পুরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে ইফতার মাহফিল পণ্ডের অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখার আয়োজিত ইফতার মাহফিল পণ্ড করার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) পাঁচবিবি পৌর শহরের দানেজপুর মহল্লার সোহেল রানা বাদী হয়ে এই মামলা করেন। 

আসামিরা হলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি মো. ডালিম হোসেন (৫৫), জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন (৩৭) ও পাঁচবিবি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আপেলকে (৩৬) আসামি করা হয়। এ ছাড়া ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

আরো পড়ুন
সুনামগঞ্জে নৌকা ডুবে ৫ জনের মৃত্যু

সুনামগঞ্জে নৌকা ডুবে ৫ জনের মৃত্যু

শিখা বলেন, ‘আমার সংগঠন ‘শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শনিবার খুব বড় পরিসরে একটি ইফতার মাহফিলের আয়োজন করতে চেয়েছিলাম। শুক্রবার দানেজপুর ডিগ্রি কলেজ মাঠে ডেকোরেশন করে রান্নার আয়োজন চলছিল। রাত সাড়ে ১০টার দিকে ডালিমের নেতৃত্বে শামীম, উপজেলা ছাত্রদলের ফয়সালসহ বিপুল সংখ্যক লোকজন অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দেখভালের দায়িত্বে থাকা ফারুক হোসেনকে মারধর করেন। পরে ডেকোরেটরের জিনিসপত্র ভাঙচুর করে তাতে আগুন ধরে দেন তারা।

 

তিনি আরো বলেন, এ সময় পাঁচটি গরু, একটি জবাই করা গরুর মাংস, তেল ও মসলা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ডালিম হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে পাঁচবিবির নিহত ছাত্র বিশাল হত্যা মামলার আসামি শিখা গোপনে ইফতার পার্টি করতে চেয়েছিলেন। এটি জানার পর বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে শুক্রবার রাতে ইফতার মাহফিলের আয়োজন পণ্ড করে দিয়েছে।

এ সময় আমি ছিলাম না। তারপরও আমাকেসহ বিএনপির নেতাদের আসামি করা হয়েছে।'

আরো পড়ুন
কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেপ্তার ২

কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেপ্তার ২

শামীম বলেন, শিখা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ দুটি মামলার আসামি। তিনি গোপনে ইফতার মাহফিলের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছিলেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, এ ঘটনায় বিএনপির তিন নেতাসহ অজ্ঞাত ১৫০-২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো পড়ুন
প্রায় শতভাগ কারখানার বেতন-বোনাস পরিশোধ

প্রায় শতভাগ কারখানার বেতন-বোনাস পরিশোধ

মন্তব্য

সর্বশেষ সংবাদ