ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করায় যোগী প্যাটেল নামের এক ভারতীয় নাগরিককে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন শ্রীলঙ্কার আদালত। পাশাপাশি তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে।

দীর্ঘ দিন ধরে শ্রীলঙ্কায় ব্যবসার সূত্রে থাকতেন যোগী। ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে লিজেন্ডস লিগ টি২০ প্রতিযোগিতা হয়।

সেই সময় তিনি ম্যাচ পাতানোর চেষ্টা করেছিলেন বলে প্রমাণিত হয়েছে আদালতে। সেই কারণে শ্রীলঙ্কার মাটালে শহরের একটি আদালত যোগীকে চার বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে।

যোগীর বিরুদ্ধে অভিযোগ করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক উপুল থারঙ্গা। তার মাধ্যমে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করে যোগী ম্যাচ পাতানোর চেষ্টা করেন বলে অভিযোগ।

সেই অভিযোগের পর গত বছর মার্চ মাসে যোগীকে গ্রেফতার করে আদালত। তবে মে মাসে কঠোর শর্তে জামিনে মুক্তি পান। তিনি ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশ ত্যাগ করেন তিনি।

তার আইনজীবীরা দাবি করেছেন, মৃত্যুর হুমকি পাওয়ার কারণে দেশ ছেড়েছিলেন যোগী।

বিচারক পুলিশের গোয়েন্দা বিভাগকে ইন্টারপোল ওয়ারেন্টের জন্য আবেদন করার নির্দেশ দেন। 
তার অনুপস্থিতিতে বিচার করা হয় এবং তাকে ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত থাকার জন্য ৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৮৫ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি জরিমানা করা হয়।

এ ছাড়া উপুল থারাঙ্গাকে মানহানির জন্য ২ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে যোগীকে।

২০১৯ সালে শ্রীলঙ্কার স্পোর্টস সম্পর্কিত দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী, ক্রীড়া সম্পর্কিত দুর্নীতির জন্য ১০ বছরের কারাদণ্ড এবং বড় অঙ্কের জরিমানা হতে পারে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

৯ নম্বরে ব্যাটিং করার কারণ জানালেন ধোনি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
৯ নম্বরে ব্যাটিং করার কারণ জানালেন ধোনি
মহেন্দ্র সিং ধোনি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হারা ম্যাচে ৯ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামেন চেন্নাইয়ের মহেন্দ্র সিং ধোনি। ১৬ বলে ৩০ রান করলেও চেন্নাই সুপার কিংস ম্যাচটি হারে ৫০ রানে। ধোনি যে সময় ব্যাট করতে নেমেছিলেন, সেই সময় ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছিল চেন্নাইয়ের। ফলে দল হারের পর তার ব্যাটিং পজিশন নিয়ে সমালোচনা চলছেই।

 

ধোনিকে এমন ম্যাচে কেন এত নিচে নামানো হলো এমন প্রশ্ন প্রায় সবার মনে। যেখানে আরসিবির ছুড়ে দেওয়া ১৯৭ রানের লক্ষ্য ছুঁতে হিমশিম খাচ্ছিল চেন্নাই, তখন তো দরকার ছিল এই ধোনিকেই! ম্যাচ শেষে নিজের এত নিচে ব্যাট করার কারণ খোলাসা করেছেন ধোনি।

ব্রডকাস্টার জিওহটস্টারের সাথে আলাপকালে ধোনি বলেছেন, ‘গত বছর আমার হাঁটুতে সমস্যা ছিল। তা ছাড়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্বাচনের বিষয়টাও মাথায় ছিল।

আমাদের দলে জাড্ডু (রবীন্দ্র জাদেজা) দলে ঢোকার দাবিদার ছিল। শিবম দুবে দলে ঢোকার দাবিদার ছিল। সুতরাং আপনি নিশ্চিতভাবেই ওদের একটা সুযোগ দিতে চাইবেন। আমি তো দাবিদার ছিলাম না, তাই জায়গা আটকাতে চাইনি।

ধোনি আরো বলেন, ‘ওরা ওদের কাজ যথাযথ করছে। এমনটা নয় যে প্লেয়ারদের প্রোমোট করছেন বলে ফ্র্যাঞ্চাইজি সমস্যায় পড়ছে। সুতরাং সবাই যদি নিজেদের দায়িত্ব যথাযথ পালন করে, তাহলে সমস্যা কোথায়। তা ছাড়া এটা আমার ওপর থেকে চাপও কমায়।’

তিনি আরো জানিয়েছেন, ‘ফলে এমনই ছিল চিন্তাধারাটা।

যদি ব্যাটিং ভালো না করত, রান না আসত তাহলে এখানে পরিবর্তন আসতে পারত। তবে যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যায়, যেখানে সবারই ভালো হচ্ছে তাহলে কেন (এমন সিদ্ধান্ত নেওয়া হবে) না?’

চেন্নাইয়ের পরের ম্যাচ আগামী ৩০ মার্চ, প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

মন্তব্য

ঘরোয়া ক্রিকেটে রেকর্ড গড়া ব্যাটিং করে পিএসএলে ফারহান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ঘরোয়া ক্রিকেটে রেকর্ড গড়া ব্যাটিং করে পিএসএলে ফারহান
সাহিবজাদা ফারহান।

পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা ন্যাশনাল টি২০ কাপে রেকর্ড গড়া ব্যাটিং করে তিনি নজর কেড়েছেন সাহিবজাদা ফারহান। মাত্র ৭ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৬০৫ রান করেন এই ব্যাটার। এর মধ্যে আছে ১৬২ ও ১৪৮ রানের দুটি ইনিংস। এমন অনবদ্য খেলার পুরস্কার পেলেন ফারহান।

 

ফারহান ডাক পেয়েছেন পিএসএলে। তাকে দলে ভিড়িয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক বিবৃতিতে   এই তথ্য জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ইসলামাবাদ জানিয়েছে, ‘আমাদের স্কোয়াডের ২০তম সদস্য হিসেবে শাহিবজাদা ফারহানের নাম ঘোষণায় আমরা আনন্দিত।

’ 

আরো পড়ুন
৭২ বলে ১৬২ রান, টি-টোয়েন্টিতে গেইল-ফিঞ্চের পর ফারহান

৭২ বলে ১৬২ রান, টি-টোয়েন্টিতে গেইল-ফিঞ্চের পর ফারহান

 

এর আগে জানুয়ারিতে অনুষ্ঠিত পিএসএলের দশম আসরে নিলামে কেউই আগ্রহ দেখায়নি শাহিবজাদা ফারহানকে নিয়ে। কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত 
সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে পিএসএলে দল পেলেন ফারহান।

এর আগেও ইসলামাবাদের হয়ে পিএসএলে খেলেছেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। এমনকি দ্বিতীয় আসরে তাদের শিরোপা জয়ে শাহিবজাদা ফারহানের ভূমিকা ছিল বলে উল্লেখ করেছে ফ্র্যাঞ্চাইজিটি, ‘পিএসএলের দ্বিতীয় আসরে ইউনাইটেডকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।

সম্প্রতি ন্যাশনাল টি২০ কাপ এবং ঘরোয়া ক্রিকেটে তার সবমিলিয়ে পারফরম্যান্স আবারও তার সঙ্গে পিএসএল কর্তৃপক্ষকে যোগাযোগে বাধ্য করেছে।’

আগামী ১১ এপ্রিল পর্দা উঠবে পিএসএলের দশম আসরের। সেদিন রাওয়ালপিন্ডিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে টুর্নামেন্টটি শুরু হবে। 

মন্তব্য

ব্রাজিলের চোখ গার্দিওলার দিকেও

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ব্রাজিলের চোখ গার্দিওলার দিকেও
পেপ গার্দিওলা।

কোচের পদ থেকে দোরিভালকে ছাটাইয়ের পর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখন নতুন কোচের খোঁজে। ব্রাজিলের পরবর্তী সম্ভাব্য কোচ হিসেবে আনচেলোত্তি ও হোর্হে জেসুসের নাম শোনা গেলেও এবার সে তালিকায় যুক্ত হলো আরেকটি নাম। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। 

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তির প্রতি আগ্রহ সিবিএফের।

 সিবিএফ কর্মকর্তারা তার সঙ্গে আলোচনা করেছিলেন দোরিভালকে ছাটাইয়ের আগে। যদিও আনচেলত্তির পক্ষ থেকে এমন খবর অস্বীকার করা হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী,  ব্রাজিলের তিন সম্ভাব্য কোচের তালিকায় গার্দিওলা তৃতীয় ব্যক্তি হিসেবে রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, গার্দিওলা আগে ব্রাজিলের প্রতি তার আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে ইতিহাদ থেকে তাকে আনা কঠিন হতে পারে।

৫৪ বছর বয়সী এই কোচ গেল নভেম্বরে ম্যানসিটির সঙ্গে নতুন চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ২০২৭ সাল পর্যন্ত।

ক্লাব ফুটবলে সব কিছু জয় করা এই কোচ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ইচ্ছার কথা বলেছেন নানা সময়ে। টমাস টুখেলের আগে তার ইংল্যান্ডের কোচ হওয়ার সম্ভাবনা নিয়েই আলোচনা ছিল বেশ। যদিও সে গুঞ্জন বেশি স্থায়ী হয়নি।

এরপর ম্যানচেস্টার সিটিতে নতুন চুক্তি করেন তিনি। চলতি মৌসুম শেষে আরো দুই মৌসুম দায়িত্বে থাকার কথা তার।

ব্রাজিলের কোচ হিসেবে গার্দিওলার নাম আসা এটাই প্রথম নয়। গেল নভেম্বরেও খবর বের হয় ২০২৬ বিশ্বকাপের পর সেলেসাওদের দায়িত্ব নিতে পারেন গার্দিওলা। 

ব্রাজিলের সম্ভাব্য কোচ নিয়ে আগামী কিছুদিন নানা জল্পনা শোনা যাবে নিশ্চিতভাবেই।

দেখা যাক সিবিএফ শেষ পর্যন্ত কাকে নিতে পারে।

মন্তব্য

মেসিকে নিয়ে সুখবর দিলেন মায়ামি কোচ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
মেসিকে নিয়ে সুখবর দিলেন মায়ামি কোচ

চোটের কারণে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটির স্কোয়াডে তিনি ছিলেন না লিওনেল মেসি। তবে ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরার কাছাকাছি আছেন তিনি। এরই মধ্যে মায়ামির অনুশীলনেও ফিরেছেন। 

শনিবার তাদের লড়াই ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে।

ম্যাচের আগে আশার কথা শোনালেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। ‘লিও ভালো আছে, ঠিকভাবেই সব কিছু করছে। অস্বাভাবিক কিছু না হলে ম্যাচের রোস্টারে তার নাম থাকবে।’

শুরুর একাদশে মেসিকে নামানো হবে কি না, সেটি অবশ্য নিশ্চিত করেননি কোচ।

সর্বশেষ গত ১৬ মার্চ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ের ম্যাচে খেলেছিলেন মেসি। এর পর থেকে আর মাঠে দেখা যায়নি তাকে। 

মেজর লিগ সকারে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার তিনে আছে মায়ামি। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।

মন্তব্য

সর্বশেষ সংবাদ