চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার সানি দেওলের। একটা সময় নিয়মিত পর্দায় দেখা গেলেও এখন অনেকটাই অনিয়মিত। মাঝেমধ্যে হাজির হন পর্দায়। বলিউড নিয়ে বেশ হতাশ অভিনেতা, এবার তিনি বলিউড ছাড়তে চান বলে জানালেন।
চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার সানি দেওলের। একটা সময় নিয়মিত পর্দায় দেখা গেলেও এখন অনেকটাই অনিয়মিত। মাঝেমধ্যে হাজির হন পর্দায়। বলিউড নিয়ে বেশ হতাশ অভিনেতা, এবার তিনি বলিউড ছাড়তে চান বলে জানালেন।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার নতুন ছবি ‘জাট’-এর টিজার। আপাতত ছবিটির প্রচারণা নিয়েই ব্যস্ত তিনি। এই সিনেমার প্রচারে এসে বলিউড নিয়ে মন্তব্য করেন সানি দেওল।
গত বছর বলিউডের একাধিক বড় বাজেটের ছবি ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় অভিনেতা বলেন, ‘আমি মুম্বাইয়ের প্রযোজকদের বলব দক্ষিণী প্রযোজকদের থেকে ছবি বানানোর কৌশল শিখতে। আমি এই ছবির দক্ষিণী প্রযোজকদের সঙ্গে কাজ করে খুবই খুশি।’
এর সঙ্গে ‘গদর’ অভিনেতা জানান, প্রযোজকের সঙ্গে পরবর্তী ছবি নিয়েও তিনি একপ্রস্থ কথা বলেছেন।
বলিউডে একের পর এক ছবি কেন সাফল্যের মুখ দেখছে না, এমন প্রশ্নের উত্তরে সানি দেওল বলেন, ‘আগে পরিচালকরা গল্প শোনাতেন। সেটা পছন্দ হলে প্রযোজকরা ছবিটি তৈরি করতেন। কিন্তু এখন করপোরেট সংস্কৃতি এসে সব কিছু ঘেঁটে গেছে। এর শিকার হচ্ছেন প্রত্যেকটা পরিচালক।
সানির মতে, যেকোনো ছবির সাফল্য নির্ভর করে তার গল্পের ওপর।
সম্পর্কিত খবর
ঘড়ির কাঁটা বারোটা বাজার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। কারণ আজ ঢালিউডের এই শীর্ষ নায়কের জন্মদিন। ভক্ত, অনুরাগী, সহশিল্পী ও শোবিজ অঙ্গনের মানুষদের ভালোবাসায় সিক্ত হওয়া এই তারকাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী।
ভালোবেসে পর্যায়ক্রমে অপু বিশ্বাস ও শবনম বুবলী বৈবাহিক সম্পর্কে জড়ান শাকিব খান।
তাই তো এবারও জন্মদিনের প্রথম প্রহরে শাকিবকে শুভেচ্ছা জানান অপু ও বুবলী।
এর কিছুক্ষণ পরই সাবেক স্বামীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে পোস্ট দিয়েছেন শবনম বুবলীও। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে শাকিব খানের স্থিরচিত্র দিয়ে একটি ফটোকার্ড বানিয়ে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন শাকিব খান, বাংলা চলচ্চিত্রজগতের মহারাজা।
১৯৯৯ সালে সোহানুর রহমান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমা দিয়ে ঢালিউডে পা রাখেন শাকিব খান। এখন পর্যন্ত অভিনয় করেন কয়েক শতাধিক সিনেমায়। ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি হন অপু বিশ্বাস। এর পর থেকে তারা টানা ছবিতে অভিনয় করতে থাকেন।
অন্যদিকে ২০১৬ সালে ‘বসগিরি’ ছবি দিয়ে শাকিব খানের সঙ্গে জুটি হন শবনম বুবলী। এর পর তারা একসঙ্গে ডজনখানেক ছবিতে অভিনয় করেন। ২০২৩ সালে এই দুই তারকার সর্বশেষ চলচ্চিত্র ‘লিডার: আমিই বাংলাদেশ’ মুক্তি পায়।
‘নিশানের ফাঁসি চাই’, ‘নিশানের ফাঁসি চাই’—এমন স্লোগানে মুখর চারপাশ। একটি পুলিশের গাড়িকে ভিড় করে আছে সাংবাদিকরা। এমন সময়ে
কয়েদির পোশাকে হাতকড়া পরে পুলিশের গাড়ি থেকে নামলেন নিশান। এ তো ‘দাগি’ সিনেমার নিশান চরিত্র অর্থাৎ আফরান নিশো।
এমন এক অভিনব পরিকল্পনায় সিনেমার প্রচার করলেন টিম, কয়েদির বেশে নিশো হাজির হলেন ‘দাগি’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ মাধ্যমের সামনে।
২৭ মার্চ বিকেলে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন। আয়োজনে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড–এর ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল, সহ–প্রযোজক চরকি–এর সিইও রেদওয়ান রনি, নির্মাতা শিহাব শাহীন, অভিনয়শিল্পী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, মনিরা মিঠু, সংগীতশিল্পী মাশা ইসলাম, জেফার রহমান, কবি–ঔপন্যাসিক–গীতিকার সাদাত হোসাইন।
এসময় সংবাদ সম্মেলন শুরুর আগে মঞ্চে নিশোর হাতকড়া খুলে দেন নির্মাতা শিহাব শাহীন।
এদিন উন্মুক্ত হয় সিনেমাটির ট্রেলার।
১৯ বছর আগে মুক্তি পাওয়া কৃষ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই। ধাপে ধাপে তিন কিস্তি এসেছে এবং সেগুলো দর্শকের মন জয় করে নিয়েছে। এর পর থেকেই তারা অপেক্ষা করছেন ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ কিস্তি ‘কৃষ ৪’ এর। এরমধ্যে সিনেমাটি নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছিল।
এবার চমকপ্রদ খবর হলো, ‘কৃষ ৪’ পরিচালনা করবেন ফ্র্যাঞ্চাইজিটির মূল নায়ক হৃতিক রোশন। এই সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই অভিনেতা। এমনটা নিশ্চিত করেছেন তার বাবা ও নির্মাতা রাকেশ রোশন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রাকেশ রোশন লিখেন, ‘ডুগু ২৫ বছর আগে আমি তোমাকে একজন অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম, এবং আজ আবার ২৫ বছর পর দুই চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়া এবং আমি তোমাকে পরিচালক হিসেবে লঞ্চ করছি আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ছবি ‘কৃষ ৪’-কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুভকামনা এবং আশীর্বাদসহ এই নতুন অবতারে তোমাদের সকলের সাফল্য কামনা করছি!’
সম্প্রতি এক পোর্টালে কথোপকথনে এই প্রবীণ পরিচালক বলেন, ‘আমি আমার ছেলে হৃতিক রোশনের হাতে ‘কৃষ ৪’-এর পরিচালক হওয়ার দায়িত্ব অর্পণ করছি, যিনি এই ফ্র্যাঞ্চাইজিটি শুরু হওয়ার পর থেকে আমার সাথে বেঁচে আছেন, শ্বাস নিয়েছেন এবং স্বপ্ন দেখেছেন। পরবর্তী দশকগুলিতে দর্শকদের সাথে কৃষের যাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হৃতিকের একটি স্পষ্ট এবং অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী দৃষ্টিভঙ্গি রয়েছে।’
হৃতিকের কৃতিত্বের জন্য তিনি গর্বিত উল্লেখ করে তিনি আরো বলেন, কৃষ বিশ্বজুড়ে দর্শকদের বিনোদন দিয়েছেন এবং হৃতিক এখন এই সুপারহিরো গল্পের পরবর্তী অধ্যায়গুলি প্রকাশ করবেন এবং বহু বছর আগে আমার তৈরি দৃষ্টিভঙ্গিকে আরও উচ্চতায় নিয়ে যাবেন।
জানা গেছে, ‘কৃষ ৪’ বর্তমানে প্রাক-প্রযোজনা পর্যায়ে রয়েছে। ২০২৬ সালের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। হৃতিক রোশন বা রাকেশ রোশন কেউই এখনো অন্য কোনো প্রজেক্ট নিশ্চিত করেননি।
রুনা লায়লা একজন সরল কিন্তু দৃঢ়চেতা নারী। সরকারি বিদ্যুৎ অফিসে চাকরি করে রুনা। তার জীবন এক ভয়াবহ মোড় নেয় যখন সে অফিসে টাকা ভর্তি এক লুকানো বা্ক্স পায়। আকাঙ্ক্ষা এবং লোভের বশবর্তী হয়ে বিপজ্জনক পরিণতির কথা ভেবে সে বাক্সটা নিয়ে নেয়।
৭ পর্বের ব্ল্যাক কমেডি জনরার সিরিজ ‘জিম্মি’-তে আশফাক নিপুন এমনই এক রুনা লায়লার গল্প দেখিয়েছেন। আজ ২৮ মার্চ, শুক্রবার হইচই-তে মুক্তি পেয়ে গেছে সিরিজটি।
সিরিজটির মুখ্য চরিত্রে অর্থাৎ রুনা লায়লা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
এই সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিবলু, মুনিরা বেগম মিমি, শাহাদত শিশির সহ আরও অনেকে।