নাটোরে কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ১২ ড্রাম ট্রাক জব্দ

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
নাটোরে কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ১২ ড্রাম ট্রাক জব্দ
ছবি: কালের কণ্ঠ

নাটোরের সিংড়ায় অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইট ভাটা ও বিভিন্ন জায়গায় বিক্রির অভিযোগে ১২টি ড্রাম ট্রাক জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে উপজেলার ডাহিয়া এলাকা থেকে ট্রাকগুলো জব্দ করা হয়। এ সময় ১টি এক্সকেভেটর ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক।

 

ওসি আসমাউল হক বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরো জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাহিয়া এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ভেকু মেশিন চালক ও  ড্রাম ট্রাক চালকরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১২টি ড্রাম ট্রাক ও ১টি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত

মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন– শিবচর উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার, জাজিরার কলম ঢালীকান্দির বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী।

নিহত অপর দুই আরোহীর পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন
ওসমানীয় সাম্রাজ্যে ঈদ উৎসব কেমন ছিল?

ওসমানীয় সাম্রাজ্যে ঈদ উৎসব কেমন ছিল?

 

প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজার এলাকার সড়কে বিপরীতমুখী বেপরোয়া দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে অপর দুই আরোহী মারা যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় ৪ জনের নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনার স্থানটি শিবচর-জাজিরার সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার এলাকার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

প্রাসঙ্গিক
মন্তব্য

জলঢাকায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
শেয়ার
জলঢাকায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
সংগৃহীত ছবি

নীলফামারীর জলঢাকায় ঈদ আনন্দ মেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা চলবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল এ আদেশ জারি করেছেন।

আরো পড়ুন
বৈরুতে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহ কর্মকর্তাসহ নিহত ৪

বৈরুতে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহ কর্মকর্তাসহ নিহত ৪

 

জানা যায়, বিএনপির একটি অংশ ‘জাতীয়তাবাদী শক্তি’ ব্যানারে জলঢাকা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ঈদের দিন বিকেল থেকে পাঁচ দিনের ঈদ আনন্দমেলার আয়োজন করে।

মেলার আয়োজকদের অভিযোগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলামের নেতৃত্বে মেলা কমিটির আহ্বায়ক ও জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলমগীর হোসেন, জলঢাকা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদসহ মেলা কমিটির অন্যদের ওপর হামলা ও মেলায় ভাঙচুর চালানো হয়। এ ঘটনার প্রতিবাদে আজ সকাল ১০টায় থানার মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয় মেলা আয়োজক কমিটি। 

অন্যদিকে ‘জাতীয়তাবাদী শক্তির’ ব্যানারে মেলার নামে ‘চাঁদাবাজি ও অপকর্মের’ প্রতিবাদে একই সময়ে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশের ঘোষণা দেয় উপজেলা ও পৌর বিএনপি। এতে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন
ফেসবুকে ভাইরাল ঘিবলি স্টাইল, কী কেন কিভাবে

ফেসবুকে ভাইরাল ঘিবলি স্টাইল, কী কেন কিভাবে

 

উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, জলঢাকা পেট্রলপাম্প এলাকা ও জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠসহ বিভিন্ন স্থানে একাধিক পক্ষ সভা-সমাবেশ আহ্বান করায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, এ সময় সব প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

মন্তব্য

স্বরূপকাঠিতে চুরি করতে গিয়ে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
শেয়ার
স্বরূপকাঠিতে চুরি করতে গিয়ে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

পিরোজপুরের স্বরূপকাঠিতে চুরি করতে গিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হৃদয় হালদার (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। এর আগে মঙ্গলবার ভোক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেন। 

গ্রেপ্তারকৃত হৃদয় হালদার উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাপিটানিয়া গ্রামে রতন হালদারের ছেলে।

ধর্ষণের শিকার ভুক্তভোগীর স্বামী জানান, গত ২১ মার্চ রাতে ভোক্তভোগী ও তার স্বামী ঘুমিয়ে পড়লে ঘরের পেছনে সিঁধ কেটে হৃদয় ঘরে ঢুকে টাকা ও স্বর্নালংকার নিয়ে যায়। এ সময় চুরির বিষয়টি ভোক্তভোগী গৃহবধূ দেখে ফেললে তাকে মারধোর এবং ভয়ভীতি দেখায়। এ পর্যায়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে হৃদয়। এ সময় ভোক্তভোগী গৃহবধূর স্বামীর ঘুম ভাঙলে সে ডাক চিৎকারে দেয়।

পরে এলাকাবাসীরা ছুটে এসে ভোক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর হৃদয় অনবরত জীবন নাশের হুমকি দিতে থাকায় বিষয়টি এলাকাবাসীকে জানাই ভোক্তভোগীর স্বামী। পরে সোমবার সন্ধ্যায় স্থানীয়রা হৃদয়কে আটক করে গ্রাম পুলিশ দীপেন সরকারকে খবর দেয়। পরে দীপেন সরকার থানায় খবর দিলে পুলিশ হৃদয়কে আটক থানায় নিয়ে যায়।

গ্রাম পুলিশ দীপেন সরকার বলেন, ‘ভুক্তভোগী পরিবার লোকলজ্জার ভয়ে মামলা করতেও যায়নি। কিন্তু হৃদয় প্রতিনিয়ত প্রান নাশের হুমকি দিতে থাকায় এলাকাবাসী হৃদয়কে আটক করে আমাকে খবর দিলে আমি থানায় খবর দেই। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।’

এ ব্যাপারে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান (২৫) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (১ এপ্রিল) দিয়ার কাজিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

হাবিবুর দিয়ার কাজিপুর গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে সাবমারসিবল মোটরের বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন হাবিবুর।

এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। 

তারা আরো জানায়, তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ