নাটোর জেলা প্রশাসকের পুরাতন বাসভবন চত্বরের বাঁশ বাগানে মাটির নিচ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসন, সেনা-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এসব ব্যালট উদ্ধার করে।
জেলা প্রশাসন ও সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা প্রশাসকের পুরাতন ডাকবাংলো চত্বরে অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকায় মাটির নিচ থেকে ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার পাওয়া যায়।
কিছু ব্যালট পেপার বাঁশ বাগানের মধ্যে ছড়ানো-ছিটানো অবস্থায় ছিল।
সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। এগুলো মাটির নিচে চাপা দেওয়া ছিল। ব্যালট পেপারগুলোর কিছু ব্যবহৃত, কিছু অব্যবহৃত।
তবে সংখ্যা নিরূপণ করা শেষ হয়নি।
পুরাতন জেলা প্রশাসকের বাস ভবনের কেয়ার টেকার তসলিম উদ্দিন বলেন, ‘বেশ কিছুদিন আগে প্রশাসনের লোকজনের উপস্থিতিতে এই ব্যালটগুলো গর্ত করে সেখানে বস্তায় ভরে পুঁতে রাখা হয়। এর বেশি কিছু আমি জানি না।’
নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল ইসলাম বলেন, ‘ব্যালটগুলো প্রথমে আমাদের ট্রেজারিতে রাখা ছিল, যখন উপজেলা পরিষদের নির্বাচন হয়, তখন ব্যালটগুলোর রাখার জায়গা না হলে আমাদের পুরাতন বাংলোতে এনে রাখা হয়।
সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে, সে বিষয়ে আমি জ্ঞাত নই। বাকি যে ব্যালটগুলো আমাদের নির্বাচন কমিশনের টেন্ডার হয়েছে, তাদের আমরা ফেরত দিয়েছি, তারা সেটা অলরেডি মিটমাট হয়েছে।’