মাদ্রাসা ও এতিমখানায় বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
শেয়ার
মাদ্রাসা ও এতিমখানায় বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার
ছবি: কালের কণ্ঠ

বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) ১৯নং বেগুনবাড়ি ইউনিয়নের কোটাপাড়া মাদ্রাসা ও এতিমখানার ১৭ জনের হাতে ঈদ উপহার তুলে দেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। 
উপহার সামগ্রীর মধ্যে ছিলো কাপড়, টুপি, আতর, তসবি।

বসুন্ধরা শুভসংঘের উপহার পেয়ে এতিম শিশুদের ঈদের খুশি যেন পূর্ণতা পেয়েছে।

তাদের কোমল হৃদয়ে জায়গা করে নিয়েছে বসুন্ধরা শুভসংঘের বন্ধুদের আন্তরিকতা আর ভালোবাসা।

কোটাপাড়া মাদ্রাসা ও এতিমখানার  মুহতামিম হাফেজ মাহে আলম বসুন্ধরা শুভসংঘকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া শিক্ষার্থী ও এতিমদের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রত্যেক মানুষের দায়িত্ব ও কর্তব্য। আমাদের প্রিয় নবি হজরত মোহাম্মদ (সা:) শিশুকালে এতিম ছিলেন।

জন্মের পূর্বেই পিতাকে হারান। তিনি সারাটি জীবন সমাজের এতিম অসহায়দের জন্য কাজ করেছেন এবং মুমিন মুসলমানদের কাজ করার নির্দেশ দিয়েছেন। আপনাদের দেওয়া এই উপহার শিশুদের কলিজাকে শীতল করে দিয়েছে। আল্লাহ তাআ'লা নিশ্চয়ই আপনাদের উত্তম প্রতিদান দিবেন।
 

বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও পলিটেকনিক শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রাতুল হাসান বলেন, এ মাদ্রাসার শিক্ষার্থীরা আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান। তাদের জন্য ঈদ উপহার একটি বড় ধরনের মানবিক সহায়তা। এমন মানবিক কাজের পাশে থাকতে পেরে খুব আনন্দিত বোধ করছি।

বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি বলেন, ঈদ মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের ঈদ উপহার বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ।

এ সময় উপস্থিত ছিলেন কোটাপাড়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাহে আলম, মাদ্রাসার শিক্ষক হাফেজ শাহ আলম, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি, ঠাকুরগাঁও পলিটেকনিক শাখার সাবেক সাধারণ সম্পাদক মো.রাতুল হাসান, ঠাকুরগাঁও জেলা শাখার রিফাত হাসান রিমু, সাকিবুল ইসলাম রুমন প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সোনারগাঁয়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা

সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁ প্রতিনিধি
শেয়ার
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সোনারগাঁয়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা
সোনারগাঁয়ে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণা ও আলোচনাসভা। ছবি : কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৬ মার্চ) দুপুরে সোনারগাঁ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এই সভার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘের সোনারগাঁ উপজেলা শাখা। এতে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল। সভায় ২৫ মার্চ গণহত্যার তাৎপর্য ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন। এবং সম্মুখ সমরে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, শাহ আলম মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্মৃতি বর্ণনা করেন। 

আরো পড়ুন
আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

এ সময় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কম্পানীগঞ্জ এবং পৌরসভার চিলারবাগ এলাকায় পাক হানাদার বাহিনীর সঙ্গে সোনারগাঁয়ের বীর মুক্তিযোদ্ধাদের সম্মুখ সমরের স্মৃতিচারণা করে বক্তারা বলেন, সেদিন মুক্তিযোদ্ধাদের হাতে চারজন পাক আর্মি নিহত হন এবং মজনু নামে একজন মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেন।

ওই এলাকাটিতে বর্তমানে শহীদ মজনুর নামে একটি পার্ক রয়েছে। যেখানে মুক্তিযোদ্ধাদের নামসংবলিত একটি স্মৃতিস্তম্ভ আছে।

দেশ ও মানুষের কল্যাণে কাজ করা বসুন্ধরা শুভসংঘের প্রশংসা করে তারা বলেন, ‘আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি আর বসুন্ধরা গ্রুপ দারিদ্র্য ও ক্ষুধামুক্ত দেশ বিনির্মাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।’

স্মৃতিচারণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা আরো বলেন, বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

তারপর ৯ মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী ‘অপারেশন সার্চলাইট' নামে সশস্ত্র অভিযান পরিচালনা করে।

আরো পড়ুন
মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল

মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল

 

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, আব্দুল বাতেন মোল্লা, শফিকুল ইসলাম, মুনিরুজ্জামান, সিরাজুল ইসলাম রতন, সৈয়দ মোস্তফা, মোহাম্মদ হোসেন, মফিজুল ইসলাম খানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা লোকজনসহ সোনারগাঁ উপজেলা বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বগুড়ার আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পুরস্কার বিতরণের এই আয়োজন করা হয়।

আদমদীঘি সদর ইউনিয়নরে বিভিন্ন গ্রামের দুই শতাধিক শিশু চিত্রাঙ্কন, কিশোরীরা দড়ি খেলায় এবং নারীরা লুডু প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগীদের মূল্যায়ন শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারীদের নির্বাচিত করা হয়।

এরপর অংশগ্রহণকারীদের মধ্যে ১২ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। 

বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভাপতি কাওছার আলী, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান, বেডো সমৃদ্ধি কর্মসূচির সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল ও সাইফুল ইসলাম প্রমুখ।

বসুন্ধরা শুভসংঘের পরবর্তী কার্যক্রমের সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করে প্রধান অতিথি ইউএনও রুমানা আফরোজ বলেন, বসুন্ধরা শুভসংঘ নানা ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা প্রশংসার দাবিদার।

শিক্ষার্থীদের অলস সময়ে বসুন্ধরা শুভসংঘের চিত্রাঙ্কন প্রতিযোগিতা মেধা বিকাশে ভালো অবদান রাখবে।

মন্তব্য

মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল
ছবি: কালের কণ্ঠ

নরসিংদীর মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) জামিয়া ইসলামিয়া তুর্কি হামিদ মাদ্রাসা ও এতিমখানায় এই  ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আলেম-উলামা, উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরসহ নানা শ্রেণি প্রেশার মানুষ । এ সময় জামিয়া ইসলামিয়া তুর্কি হামিদ মাদ্রাসা ও এতিমখানার সভাপতি ও মাদ্রাসার হুজুররা বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।

সমাজ পরিবর্তনে ইসলামি সংস্কৃতি চর্চার উপর জোর দেন বক্তারা। এ সময় বক্তাগণ বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার সকল সদস্যদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার সভাপতি ডাক্তার সাইদুর রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় ভালো কাজে সবার সঙ্গে ছিল এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। সমাজের যুবসমাজকে বসুন্ধরা শুভসংঘের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভালো কাজে সবার পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

 

এলাকাবাসীর পক্ষ থেকে কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেন। তারা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান এবং শুভসংঘের  সঙ্গে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।  সমাজে পিছিয়ে পড়া দারিদ্র্য অসহায় জনগোষ্ঠীকে কীভাবে সাহায্য সহযোগিতা করা যায় সেই বিষয়টি তুলে ধরেন। 

মন্তব্য

গাজীপুরে ২৫ মার্চ গণহত্যা দিবসে বসুন্ধরা শুভসংঘের মোমবাতি প্রজ্বালন

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
শেয়ার
গাজীপুরে ২৫ মার্চ গণহত্যা দিবসে বসুন্ধরা শুভসংঘের মোমবাতি প্রজ্বালন
ছবি : কালের কণ্ঠ

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন ও মোমবাতি প্রজ্বালন করেছে বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় গাজীপুরের রাজবাড়ি মাঠ সংলগ্ন স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন শুভসংঘের বন্ধুরা। 

জেলা শাখার সভাপতি মো: ইমরান হোসেনের সভাপতিত্বে শুরুতে এক মিনিট নীরবতা পালনের পর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে মোমবাতি প্রজ্বালন করেন শুভার্থীরা। তারা শহীদদের আত্মত্যাগের কথাও তুলে ধরেন।

 

এ সময় সভাপতি মোঃ ইমরান হোসেন সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,  ১৯৭১ সালের ২৫ মার্চ  এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্বপরিকল্পিত ‘অপারেশন সার্চলাইটে’র নীলনকশা বাস্তবায়ন করে। বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির ওপর। সেদিনের আত্মত্যাগেই অর্জিত হয়েছে লাল-সবুজের পতাকা।

দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্যে দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তার ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে যে হত্যাযজ্ঞ চালিয়েছে আন্তর্জাতিক গণহত্যার সংজ্ঞা অনুযায়ী সেটি আন্তর্জাতিক স্বীকৃতির দাবি রাখে। এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হলে পৃথিবীর বিভিন্ন স্থানে এখনও যারা গণহত্যা ও মানবতাবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে তারা সতর্ক হবে।’

‘অপারেশন সার্চলাইট’ অভিযানের নামে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী পরিচালিত এই নারকীয় গণহত্যা আন্তর্জাতিক পর্যায়ে ‘গণহত্যা দিবস’ হিসেবে অতি দ্রুত স্বীকৃতি দেওয়ার জন্য  জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান  গাজীপুর জেলা শাখার বন্ধুরা।

 

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার শুভার্থী হারুন অর রশীদ, জেরিন, শ্যামল, মুসাফির আরিফ, জুয়েল, জোহা, জয়,  বিপ্লব হাসান, সুমাইয়া, ইমা, খাইরুল, মিজান, আকাশ প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ