ভূরুঙ্গামারীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ভূরুঙ্গামারীতে যুবলীগ নেতা গ্রেপ্তার
ছবি : কালের কণ্ঠ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান তৌফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা সদরের ওয়াল্টন প্লাজার সামনে থেকে বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ওয়াল্টন প্লাজার সামনে থেকে তৌফিকুর রহমান তৌফিককে গ্রেপ্তার করা হয়।

তিনি গত ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার উপর হামলা ঘটনায় করা মামলায় এজাহার নামীয় আসামি এবং অপর একটি মামলায় অজ্ঞাতপরিচয় আসামি। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

ওসি আল হেলাল মাহমুদ জানান, আসামিকে কুড়িগ্রাম কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সহকর্মীকে মারধরের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
সহকর্মীকে মারধরের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে এক শ্রমিককে মারধরের প্রতিবাদ ও বিচারসহ ১২ দফা দাবিতে দেড় ঘণ্টারও বেশি সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। আজ শনিবার দুপুর দেড়টা থেকে উপজেলার নয়নপুর এলাকায় এক্সিস নিটওয়্যার লিমিটেড কারখানার প্রায় দুই হাজার শ্রমিক এ অবরোধে অংশ নেয়। ওই সময় মহাসড়কে তারা বিক্ষোভ করে।

পরে বিকেল প্রায় পৌনে তিনটার দিকে সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থল পৌঁছে ‘দোষী’ ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।

আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকরা জানায়, মোশারফ হোসেন নামে একজন অপারেটর অসুস্থতার কারণে কয়েকদিন অনুপস্থিত ছিলেন। সুস্থ হওয়ার পর আজ তিনি কাজে ফেরেন। সকাল ১১টার দিকে প্রকৃতির ডাকে শৌচাগারে গিয়েছিলেন। শৌচাগারে সময় বেশি কাটানো হয়েছে বলে অভিযোগ তুলে সুপারভাইজার আল আমিনকে গালাগাল করেন।

একপর্যায়ে তাকে মারধর করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ওই এলাকার তানিয়া হাসপাতালে নিয়ে যায় সহকর্মীরা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ খবর ছড়িয়ে পড়লে কারখানাটির সুপারভাইজার আল আমিনের শাস্তির দাবিতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

তারা একযোগে কর্মবিরতি ঘোষণা করে কারখানার ভেতর বিক্ষোভ করছিল। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়।

আান্দোলনে অংশ নেওয়া ইমন, দেলোয়ার ও খায়রুল জানান, সেখানে তারা ১২ দফা দাবি তুলে অবিলম্বে তা বাস্তবায়নের দাবি করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ ও নানা স্লোগান দিচ্ছিল। খবর পেয়ে সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থল পৌঁছান।

মাওনা মহাসড়ক (হাইওয়ে) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘শ্রমিকরা যে দাবিগুলো করেছে তা নিয়ে আলোচনা করার আশ্বাস দেওয়া হলে বিকেল পৌনে তিনটার দিকে তারা (শ্রমিক) মহাসড়ক থেকে সরে যায়। এছাড়া একজন শ্রমিককে মারধর করার ঘটনায় ‘দোষী’ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।’

মন্তব্য

নান্দাইলে মরা গরুর মাংসের পর ঈশ্বরগঞ্জে রোগাক্রান্ত গরু জব্দ

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
নান্দাইলে মরা গরুর মাংসের পর ঈশ্বরগঞ্জে রোগাক্রান্ত গরু জব্দ
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লাম্পিং স্ক্রীন জিজিস (এলএসডি) ভাইরাস আক্রান্ত একটি ষাঁড় গরু জবাইয়ের সময় জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২২ মার্চ) রাতে মাইজবাগ বাসস্ট্যান্ড থেকে গরুটি জব্দ করা হয়। এর আগে ১৬ মার্চ নান্দাইলের কানুরামপুরে মরা গরুর মাংস জব্দ করা হয়। 

জানা গেছে, মাইজবাগ বাসস্ট্যান্ড এলাকাতেই ছয়টি গরুর মাংস বিক্রির দোকান রয়েছে।

এখান থেকে প্রতিদিন শত শত লোক মাংস ক্রয় করে। এ ছাড়া নান্দাইলের বিভিন্ন জায়গায় রয়েছে কমপক্ষে ১০টি দোকান রয়েছে। সবার ধারণা ছিল, এই সব স্থানে ভালো মানের গরুর মাংস বিক্রি হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসের চিকিৎসক বাবলু মিয়া জানান, শনিবার রাত ২টার দিকে মাইজবাগ বাজারের গিয়ে জিয়াউর রহমানের মাংসের দোকানের পিছন থেকে একটি বড় ষাঁড় গরু জব্দ করা হয়।

পরীক্ষা-নিরীক্ষার করে জানা গেছে, ওই গরু এলএসডি ভাইরাসে আক্রান্ত।

ঈশ্বরগঞ্জ প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুব আলম জানান, গরু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষার করা বাধ্যতামূলক। কিন্তু কেউ তা করছেন না। এখন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ জানান, প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা বলে ওই মাংস বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের নৌকা ডুবি, জীবিত উদ্ধার ২৫

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
শেয়ার
অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের নৌকা ডুবি, জীবিত উদ্ধার ২৫
সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ২৫ জনকে উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (২১ মার্চ) রাত আড়াইটায় দিকে উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া এলাকার সমুদ্রে এ ঘটনা ঘটে বলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান।

আরো পড়ুন
সুন্দরবনে ২২ বছরে ২৫ বার আগুন

সুন্দরবনে ২২ বছরে ২৫ বার আগুন

 

টেকনাফ সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বলেন, ‘স্থানীয় জেলেদের মাধ্যমে শুনেছি, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বহনকারী একটি নৌকা ডুবেছে।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘রাতে সাগরে নৌকাটি ভাসতে দেখেন বিজিবির এক সদস্য। তখন স্থানীয় একজনের নৌকা নিয়ে বিজিবি সদস্য রোহিঙ্গাদের নৌকাটি থামানোর সংকেত দেন। এ সময় উত্তাল সাগরের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। তাদের চিৎকারে নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় জেলে ও বিজিবি।

বাকিদের খোঁজে অভিযান চলছে।’

শাহপরীর দ্বীপ মাঝের পাড়া নৌকার মালিক মো. আমিন বলেন, ‘মাঝরাতে সাগরে রোহিঙ্গা বহনকারী নৌকা ধরতে যাওয়ার কথা বলে বিজিবির সদস্য আমার নৌকাটি নিয়ে যান। পরে রোহিঙ্গা বহনকারী নৌকাটি কূলে নিয়ে আসার পথে সাগরে ঢেউয়ের স্রোতে ডুবে যায়। এতে ২৫ জনের মত রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাটের পাহারাদার আবদুল মান্নান জানান, “রোহিঙ্গাবাহী নৌকা কূল ঘেঁষে যাওয়ার সময় টহলরত বিজিবির সদস্যরা দেখতে পান। তখন ঘাট থেকে একটি নৌকা নিয়ে তাদের আটকে দেয়। তারপর কীভাবে রোহিঙ্গাবাহী ট্রলার ডুবে যায় সেটা জানি না। তবে এ ঘটনায় ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের খুঁজতে ঘাটের একাধিক নৌকায় সাগরে তল্লাশি চালাচ্ছেন জেলেরা।

আরো পড়ুন
আ. লীগ নিষিদ্ধে সমাবেশের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ

আ. লীগ নিষিদ্ধে সমাবেশের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ

 

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ‘মায়ানমার থেকে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে এখন পর্যন্ত শিশুসহ ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের জন্য অভিযান চলছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘রোহিঙ্গা বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

মন্তব্য

মনোহরদীতে যুবকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
শেয়ার
মনোহরদীতে যুবকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদীতে একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত আজিজুর রহমান উপজেলার কৃষ্ণপুর গোলমামুদ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের জাহেদ আলীর ছেলে। এ ঘটনায় শুক্রবার (২১ মার্চ) রাতে মনোহরদী থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে।

আরো পড়ুন
যেসব কারণে ইতিকাফ ভঙ্গ হয়

যেসব কারণে ইতিকাফ ভঙ্গ হয়

 

মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মেয়েকে বাড়িতে রেখে বাবা-মা ঈদের কেনাকাটা করতে চালাকচর বাজারে আসে। এ সুযোগে প্রতিবেশী আজিজুর মেয়েকে ফুঁসলিয়ে বাড়ির পাশের কলাবাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনাটি লোক মারফত জানতে পেরে বাবা-মা দ্রুত বাড়িতে এসে মেয়েকে জিজ্ঞেস করলে সে স্বীকার করে।

পরদিন শুক্রবার রাতে মেয়েটির মা বাদী হয়ে মনোহরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার জানান, নির্যাতনের শিকার শিশুকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ