হবিগঞ্জ রেজিস্ট্রি অফিস ও সাবরেজিস্ট্রি অফিস এখন অরক্ষিত। হবিগঞ্জ শহরতলির পশ্চিম ভাদৈ গ্রামে অবস্থিত এই অফিসের সন্ধ্যার পর নেমে আসে ভূতুড়ে অন্ধকার। মাদক কারবারিদের আখড়া বসে সেখানে। অফিসের টিউবওয়েল, পাইপ ও রড কেটে বিক্রি করে মাদক কারবারিরা।
অরক্ষিত হবিগঞ্জ রেজিস্ট্রি অফিস
নৈশপ্রহরীকে হত্যার পর এবার অফিস তছনছ
হবিগঞ্জ প্রতিনিধি

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে জেলা রেজিস্ট্রি অফিস ও সাবরেজিস্ট্রি অফিসের তালা ভেঙে তছনছ করা হয়েছে। তবে কিছু খোয়া যায়নি বলে জানান হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার আবুল কাশেম।
তিনি জানান, শুক্রবার রাতে তার অফিসের গ্রিল কেটে সম্ভবত কোনো বাচ্চাকে ভেতরে প্রবেশ করিয়ে দরজা খোলানো হয়। কার গ্রিলের কাটা অংশ ছিল ছোট। পরে জেলা রেজিস্ট্রারের ড্রয়ার ভাঙে। কিন্তু ড্রয়ারের ভেতর থাকা ল্যাপটপ অক্ষত রয়েছে।
আবুল কাশেম আরো জানান, চোরেরা রেকর্ড রুমের তালা ভাঙার চেষ্টা করে। কিন্তু তালা ভাঙতে পারেনি।
এদিকে গত ৩ ফেব্রুয়ারি রাতে হবিগঞ্জ সাবরেজিস্ট্রার অফিসের নাইট গার্ড সবুর আলীর মরদেহ পাওয়া যায়। এই ঘটনাকে ছাদ থেকে পড়ে মৃত্যু বলে প্রচার করা হলেও সাবরেজিস্ট্রার আবুল কাশেম এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেন। তিনি বলেন, মাদকসেবীদের চুরি করতে দেখে ফেললে সবুর আলীকে হত্যা করা হয়। ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হওয়ার মতো তার অবস্থা ছিল না।
এ ছাড়া ২ বছর পূর্বে জেলা রেজিস্ট্রার অফিসের রেকর্ড রুম থেকে একটি পুরনো দলিলের ভলিউমের পাতা চুরির ঘটনা ঘটেছিল। এ ব্যাপারে সাবেক সাবরেজিস্ট্রার শংকর কুমার ধর একটি মামলা করেছিলেন।
হবিগঞ্জ সদর মডেল থানার আলমগীর কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত খবর

ঈশ্বরদীতে কক্ষে অবরুদ্ধ তিন ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রায় দুই ঘণ্টা ইউনিয়ন পরিষদ কক্ষে অবরুদ্ধ রেখে পতিত আওয়ামী সমর্থিত তিনি ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন— উপজেলার নওদাপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে ও দাশুড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার ফিরোজ হোসেন বাকী (৬২)। তিনি দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক।
অপরজন হলেন— খালিশপুর পশ্চিম পাড়া এলাকার নবাব আলী খানের ছেলে ও দাশুড়িয়া ইউপির ৬ ওয়ার্ড মেম্বার মো. আলাউদ্দির (৫৬)। তিনি দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, তারা তিনজনই আওয়ামী লীগ নেতা।
শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদারসহ তারা পরিষদে আসতেন না। তাদের বেতনসহ দাপ্তরিক কাজের জন্য আজ দুপুর ১২টার দিকে পরিষদে আসেন। তাদের দেখে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা পরিষদে এসে তাদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে।
ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে বিধীমোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।

প্রশ্নপত্রের ছবি তোলায় অধ্যক্ষকে ৭ দিনের কারাদণ্ড
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি মাদরাসায় পরীক্ষার সময় প্রশ্নপত্রের ছবি তোলার অভিযোগে এক অধ্যক্ষকে ২০০ টাকা জরিমানাসহ ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৭ এপ্রিল) উপজেলার মঙ্গলবাড়ীয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত সুপারের (অধ্যক্ষ) নাম আব্দুল হালিম। তিনি উপজেলার চকদিগা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার।
জানা যায়, ওই কেন্দ্রে দাখিলের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলছিল। পরীক্ষার সময় আব্দুল হালিম বিনা অনুমতিতে একটি কক্ষে প্রবেশ করে নিজের মুঠোফোনে এক পরীক্ষার্থীর প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে বেরিয়ে যাওয়ার সময় কর্তব্যরত কয়েকজন শিক্ষক তাকে হাতেনাতে আটক করেন।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এই কারাদণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার বলেন, দাখিল পরীক্ষা চলাকালে বিনা অনুমতিতে কক্ষে প্রবেশ করে এক পরীক্ষার্থীর প্রশ্নপত্রের ছবি তোলার অপরাধে ওই সুপারকে ২০০টাকা জরিমানাসহ ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বেতাগীতে মানববন্ধন
আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
বেতাগী (বরগুনা) প্রতিনিধি

মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেপ্তার ও সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনার বেতাগীতে মানববন্ধন হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় বেতাগী উপজেলার প্রেসক্লাব চত্বরে আমার দেশ পাঠকমেলা আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, ‘মাহমুদুর রহমান কেবলমাত্র একজন সম্পাদক ও প্রকাশক নন। তিনি আজকের বাংলাদেশের সময়ের কষ্টিপাথরে যাচাই করা একজন খাঁটি দেশপ্রেমিক।
‘যারা বাংলাদেশে পুনরায় হাসিনার ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, যারা চায় ভারতের তাঁবেদারি ব্যবস্থা পুনরায় কায়েম করতে, মোস্তফা কামাল তাদেরই অগ্রজ প্রতিনিধি। আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে মামলা করার এ কথার সত্যতা প্রমাণ দেয়।’
কর্মসূচিতে পাঠকমেলার উপজেলা সভাপতি শাওনের সভাপতিত্বে বক্তব্য দেন বেতাগী উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফারুক হোসেন খোকন, বেতাগী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম পান্না, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান জুয়েল, যুবনেতা জাহিদুল ইসলাম সাদ্দাম, পৌর মৎস্যজীবী দল সভাপতি আ. মালেক খাঁন।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান ডব্লিউ, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন খান, বেতাগী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক মো. শাহাদাৎ হোসেন মুন্না, দৈনিক রূপালী বাংলাদেশ বেতাগী উপজেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি সজল মাহমুদ, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি সুজন, সাংবাদিক ইমরানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হারুনুর রশিদ (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। রবিবার (২৭ এপ্রিল) বনুয়াপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
হারুনুর দৌলতপুর ইউনিয়নের বনুয়াপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।
নিহতের পরিবার সূত্র জানায়, হারুনুর বৈদ্যুতিক শক খাওয়ার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে।

আজ পর্যন্ত অবৈধ এক টাকা স্পর্শ করিনি : সারজিস আলম
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই হারুনুরের মৃত্যু হয়েছে। প্রাথমিক সুরক্ষার অভাব এবং অসাবধানতাই এই মর্মান্তিক ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।

প্রাইভেট কারে এসে ছিনতাই, টেনেহিঁচড়ে নিয়ে গেল নারীকে