টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
ছবি: কালের কণ্ঠ

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুজন।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৭টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক উপজেলার হাতিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক উদ্ধব কুমার দে (৩৯) বগুড়া সদর উপজেলার দিলীপ কুমার দের ছেলে।

আরো পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মাধ্যমিকের পাঠ বন্ধের নির্দেশ

প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মাধ্যমিকের পাঠ বন্ধের নির্দেশ

 

জানা যায়, চালভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকাগামী আলুভর্তি আরেকটি ট্রাক হাতিয়া নামকস্থানে পৌঁছলে দুই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালভর্তি ট্রাক চালক মারা যান এবং আহত হন আরো দুজন। পরে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে।

যমুনা সেতু পূর্ব থানার এসআই তাহেরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহত চালভর্তি ট্রাক চালকের মরদেহ উদ্ধার এবং আহত দুজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

খুলনায় অস্ত্র-গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় অস্ত্র-গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

খুলনায় অস্ত্রগুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী হাসান হাওলাদারকে (৩২) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার (২১ মার্চ) দিবাগত গভীর রাতে নগরীর গোয়ালখালী মেইন রোডের একটি টিনশেড বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাসান হাওলাদার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের গফুর হাওলাদারের ছেলে।

শনিবার (২২ মার্চ) দুপুরে ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান খুলনা মেট্রোপলিটন পুলিশ দপ্তরে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খালিশপুরে অভিযান চালায়। এ সময় হাসান শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় একটি মামলা রয়েছে। পুলিশ টিনশেড বাসার শোবার ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার হতে ৪ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার, ১৩ রাউন্ড পিস্তলের গুলি এবং ১১ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে খলিশপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

কাজী ডাকতে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল বন্ধু; অতঃপর

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
শেয়ার
কাজী ডাকতে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল বন্ধু; অতঃপর
জেলার মানচিত্র

বিয়ে করার জন্য বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে পালিয়েছে প্রেমিকা। বন্ধুর কাছে প্রেমিকাকে রেখে প্রেমিক ডাকতে যান কাজীকে। এ সুযোগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় ওই বন্ধুই। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়ার পর অপহরণের মামলায় বর্তমানে প্রেমিক ও তার বন্ধু কারাগারে।

ঘটনাটি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের।

আরো পড়ুন
আ. লীগ নিষিদ্ধে সমাবেশের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ

আ. লীগ নিষিদ্ধে সমাবেশের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ

 

স্থানীয়রা জানায়, ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের আব্দুল কুদ্দসের ছেলে আটোরিকশা চালক হাসানের (২৯) সঙ্গে একই এলাকার ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। একপর্যায়ে হাসান ও তার প্রেমিকা পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী গত ১৭ মার্চ বন্ধু ইলিয়াস খানের (২৩) সহয়তায় বাড়ি থেকে পালায় ওই যুগল।

তারা দুজনে আসে ভান্ডারিয়া পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডে।

সেখানে হাসান তার বন্ধু ইলিয়াস খানের কাছে প্রেমিকাকে রেখে কাজী আনতে যায়। এ সুযোগে হাসান যেতে বলেছে জানিয়ে ইলিয়াস বন্ধুর প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়। এরপর হাসান চেষ্টা করেও প্রেমিকা ও বন্ধুর সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়।

গত ২১ মার্চ দুপুরে ইলিয়াস ও বন্ধুর প্রেমিকা ভান্ডারিয়া বাজারে আসলে স্বজনদের কাছে ধরা পড়ে।

আরো পড়ুন
আওয়ামী লীগের ‘চার খলিফা’ নিয়ে নাজমুলের পোস্ট

আওয়ামী লীগের ‘চার খলিফা’ নিয়ে নাজমুলের পোস্ট

 

এ ঘটনায় স্থানীয় ওয়ার্ডের চৌকিদার জামাল আকন শুক্রবার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় অপহরণের মামলা করেন। মামলার দিন রাতেই পুলিশ হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বলেন, ‘কিশোরীকে অপহরণের ঘটনায় মামলা হয়েছে। সে মামলায়  হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করে শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি
শেয়ার
চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

চাঁদপুর-লাকসাম রেললাইনে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে বাবুল হোসেন (৩০) মানসিক ভারসাম্যহীন একব্যক্তি নিহত হয়েছেন। জেলার শাহরাস্তি উপজেলার পৌরসভার দোয়াভাঙা এলাকায় শনিবার (২২ মার্চ) বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাবুল হোসেন (৩০) উপজেলার উপলতা গ্রামের শহীদ উল্লাহ’র ছেলে। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার।

 

ওসি মোাহাম্মদ আবুল বাশার জানান, রেললাইন পার হতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়েন এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুল হোসেন নামে ওই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন। এলোমেলোভাবে রেললাইনে হাঁটার সময় চলন্ত ট্রেনে কাটা পড়েন তিনি।

এসময় তার শরীর খণ্ডবিখণ্ড হয়ে যায়।

মন্তব্য

৬ ফুট লম্বা আহত অজগর উদ্ধার, চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
৬ ফুট লম্বা আহত অজগর উদ্ধার, চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৬ ফুট লম্বা আহত একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফের বনে সাপটিকে অবমুক্ত করেন বনরক্ষীরা। এতে সহযোগিতা করে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ নামে একটি সংগঠন।

শনিবার (২২ মার্চ) সকালে উপজেলার পূর্ব খইয়াছরা গ্রামের খোলা মাঠে শিশু-কিশোররা অজগরটিকে রশি দিয়ে বেঁধে রাখে।

সেখান থেকে এটিকে উদ্ধার করা হয়। সাপটি লম্বায় প্রায় ১৬ ফুট। ওজন ৩০ কেজি।

বারৈয়াঢালা রেঞ্জের বড়তাকিয়া বিট কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, গ্রামের শিশু-কিশোরের দল অজগরটি দেখতে পেয়ে রশি দিয়ে বেঁধে রাখে।

পরবর্তীতে আমাদের টিম ও বওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ নামে একটি সংগঠনের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করা হয়। অজগর সাপটি মাথায় আঘাতপ্রাপ্ত ছিল। ভেটেরিনারি সার্জনকে দেখিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুরে নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ