ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

অন্যায়কারীর জন্য বিএনপি কোনোভাবেই দায় নেবে না : ওয়াদুদ ভূইয়া

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
শেয়ার
অন্যায়কারীর জন্য বিএনপি কোনোভাবেই দায় নেবে না : ওয়াদুদ ভূইয়া
ছবি : কালের কণ্ঠ

বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, ‘আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। কোনো অন্যায়কারীর জন্য বিএনপি কোনোভাবেই দায় নেবে না।’ 

সোমবার (১৭ মার্চ) উপজেলা সদরের মেরুং ইউনিয়নের বেলছড়ি জামে মসজিদ মাঠে দীঘিনালা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনিয়ম, দুর্নীতি ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গকারী নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানান ওয়াদুদ ভূইয়া।

আরো পড়ুন
আত্মীয়-স্বজনের সঙ্গে ইফতার করলেন ব্যারিস্টার নজরুল ইসলাম

আত্মীয়-স্বজনের সঙ্গে ইফতার করলেন ব্যারিস্টার নজরুল ইসলাম

 

এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের সঙ্গে ইফতার করার জন্য আজকের আয়োজন। বিএনপি মানুষের জন্য কাজ করে, আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করলে মানুষের উন্নয়নে কাজ করা হবে। 

ইফতার মাহফিলে বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতনের কথা তুলে ধরেন। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

 

দোয়া ও ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি মো. সফিকুল ইসলামসহ এতে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর বর রাজা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত
সংগৃহীত ছবি

আনোয়ারায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে মানিক (৩২) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ সৈয়দের ছেলে।

গতকাল সোমবার রাতে পরৈকোড়া ইউনিয়ন পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পাওয়ানা টাকাকে কেন্দ্র করে রাসেল ও অপর এক যুবকের সঙ্গে নিহতের বাগবিতণ্ডা হয়।

বাগবিতণ্ডার এক পর্যায়ে রাসেল তার হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় আহত মাকিনকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টায় মৃত্যুবরণ করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘পাওনা টাকাকে কেন্দ্র করে রাসেল ও এক যুবকের হাতে মানিক নামে একজন ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে বলে শুনেছি। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

মন্তব্য

ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই : মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই : মাসুদ সাঈদী
ছবি : কালের কণ্ঠ

প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। ছাত্ররা যে জুলাই বিপ্লবে এবং ফ্যাসিস্ট সরকার পতনের জন্য বিশাল ভূমিকা পালন করেছে। সেই সম্ভাবনাকে তারা বাস্তবায়ন করতে চায়।’

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটরিয়ামে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘রাজনৈতিক দল সরকারে থাকা অবস্থায় অনেক প্রতিশ্রুতি দেয়, সরকারে যাওয়ার আগেও দেয়। কিন্তু চেয়ারে বসে সেটা পালন করে না। সেটা অতীত ইতিহাস। ছাত্ররা হয়তো অতীত ইতিহাসকে খুব ভালোভাবে মাথায় রেখেছে।

এ জন্য তারা সরকার বা যেকোনো রাজনৈতিক দলের নীতিকথার ওপর আস্থা এবং বিশ্বাস রাখতে পারছে না। তাদের দাবি আদায়ের জন্য সম্ভবত তারা দল গঠন করেছে।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী একটি বড় দল। যেখানে কোনো বিবাদ নেই, মতভেদ ও চেয়ার ভাঙাভাঙি নেই।

তার কারণ সংগঠন যাকে মনে করে তাকেই মনোনয়ন দেয়, সবাই তাই মেনেও নেয়। যে আসনে যাকে মনোনয়ন দিলে আসনটি দলকে উপহার দিতে পারবে, তাকেই দল মনোনয়ন দিয়েছে। জামায়াতে ইসলামীতে কোনো পরিবারতন্ত্রের সুযোগ নেই। সংগঠনে ব্যক্তির ইচ্ছার কোনো সুযোগ নেই।’

জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সম্পাদক সোহরাব হোসেন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক প্রমুখ।

 

এ সময় পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

নিয়ামতপুরে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
শেয়ার
নিয়ামতপুরে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা শাহজামাল (৩৬) ও মো. আব্দুর রশিদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় শাহজামাল হোসেনকে উপজেলার নিয়ামতপুর উত্তর বাজার নিজ বাড়ি থেকে এবং আব্দুর রশিদকে উপজেলার পাড়ইল ইউনিয়নের মিরাপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আরো পড়ুন
রমজান মাসে রাসুল (সা.)-এর ইতিকাফ

রমজান মাসে রাসুল (সা.)-এর ইতিকাফ

 

গ্রেপ্তার শাহজামাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলার হাজিনগর ইউনিয়নের উপরকুড়া শালবাড়ীর মৃত নবীর উদ্দিনের ছেলে। আব্দুর রশিদ উপজেলার পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও উপজেলার পাড়ইল ইউনিয়নের মিরাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

আরো পড়ুন
দুই ‘ছাত্র উপদেষ্টার’ পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের

দুই ‘ছাত্র উপদেষ্টার’ পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের

 


 
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর নিয়ামতপুরে উপজেলার পাড়ইল ইউনিয়নের বীরজোয়ান গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ও যুবদল নেতা মেহেদী হাসান বাদি হয়ে নাশকতার অভিযোগ এনে একটি মামলা করেন। ওই মামলায় নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, ঈম্বর চন্দ্র বর্মন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোতালেব হোসেন বাবরসহ ৩৭ জন ও অজ্ঞাত নামা আরো ২০০ জনকে আসামি করা হয়। ওই মামলার আসামি হিসেবে হাবিবুর রহমান ও নজরুল কাজিকে গ্রেপ্তার করা হয়। এই মামলার আসামি হাজিনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুর রহমান, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম ইতি, রসুলপুর ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর ইতি পূর্বে অন্য একটি হত্যা মামলায় ঢাকার গাজিপুরে আদালতে জামিন নিতে গেলে জামিন নামমঞ্জুর হলে তাদের জেল হাজতে পাঠানো হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মো. শাহজামাল ও আব্দুর রশিদ এই দুইজনই নাশকতা ও বিস্ফোরক আইনে মামলায় অজ্ঞাতনামা আসামি। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়।

মন্তব্য

বড় বোনের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ খাদিজা

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
বড় বোনের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ খাদিজা
নিখোঁজ খাদিজা

সুনামগঞ্জের তাহিরপুরে চার দিন ধরে নিখোঁজ রয়েছে আমিনা আক্তার খাদিজা (১৩) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রী। বড় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন খাদিজার মা। পরের দিন খাদিজা নিজ বাড়ি থেকে মায়ের কাছে যেতে বোনের বাড়ির উদ্দেশে রওনা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

 

নিখোঁজ থাকা আমিনা আক্তার খাদিজা তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মৃত শাহীন মিয়ার মেয়ে ও তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির নিয়মিত ছাত্রী।

আরো পড়ুন
মার্কিন গোয়েন্দাপ্রধানের মন্তব্য গুরুতর : পররাষ্ট্র উপদেষ্টা

মার্কিন গোয়েন্দাপ্রধানের মন্তব্য গুরুতর : পররাষ্ট্র উপদেষ্টা

 

পুলিশ ও তার পরিবার সূত্রে জানা যায়, খাদিজার মা কানন বেগম গত ১৪ মার্চ বৃহস্পতিবার তার বড় মেয়ের বাড়ি একই এলাকার শ্রীপুর গ্রামে বেড়াতে গিয়েছিলেন। এরপর ১৫ মার্চ শুক্রবার সকালে খাদিজা তার মায়ের কাছে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল। প্রতিবেশী ও নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় গ্রামের লোকজনকে সে বলেছে শ্রীপুর যাচ্ছে।

কিন্তু ওই দিন সে বোনের বাড়ি শ্রীপুরে যায়নি। তার মা বাড়ি ফিরে জানতে পারেন খাদিজা সকালে তার কাছে গিয়েছিল। কিন্তু শ্রীপুর গ্রামে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে যায়নি খাদিজা। এর পর থেকে গত চার দিন ধরে তার কোনো খোঁজখবর পাচ্ছে না পরিবার ও স্বজনরা।
এই ঘটনায় তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা কানন বেগম। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘রতনশ্রী গ্রামের এক স্কুলছাত্রী চার দিন আগে বোনের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু সে নাকি বোনের বাড়িতে যায়নি, বাড়িতেও ফেরেনি। এই ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। আমরা নানাভাবে তার খোঁজখবর নিচ্ছি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ