নাটোরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার মামলায় বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম ফজলুল হকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল-আমিন এ আদেশ দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে করা মামলায় ফজলুল হকের জামিন আবেদন করেন তার আইনজীবী সোহেল রানা। জামিনের বিরোধিতা করেন জেলার সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমীন তালুকদারসহ উপস্থিত অন্য আইনজীবীরা।
সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমিন তালুকদার টগর আদালতকে বলেন, আসামি একজন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা হওয়া সত্ত্বেও পুলিশি হেফাজতে থাকা অবস্থায় সন্ত্রাসী কায়দায় সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দিয়ে হামলা করেছেন। এই আসামি জামিনে মুক্তি পেলে নাটোরের সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হবে। শুনানি শেষে আদালত ফজলুল হকের জামিনের আবেদন নামঞ্জুর করেন।
১১ মার্চ নারী নির্যাতন মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত ফজলুল হককে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
তাকে কোর্ট হাজতে নেওয়ার পথে গণমাধ্যমকর্মীরা ভিডিও ধারণের সময় তাদের ওপর হামলা করেন ফজলুল হক। এ সময় তিনজন ক্যামেরাপারসন আঘাতপ্রাপ্ত হন।
এ ঘটনায় কাউছার আহমেদ সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিত করাসহ ভিডিও ক্যামেরা ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগে মামলা করেন। এ মামলায় মঙ্গলবার আদালতে হাজির হয়ে তার জামিনের আবেদন করেন ফজলুল হকের আইনজীবী সোহেল রানা।
কিন্তু আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী সোহেল রানা বলেন, আসামিপক্ষ আবারও জামিনের আবেদন করবে।
নাটোর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমীন তালুকদার বলেন, আদালত উভয় পক্ষের শুনানি চলাকালে বাদীর উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং ভিডিও চিত্র দেখে জামিন নামঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ এই আদেশে সন্তুষ্ট।