বিশ্বে অসংক্রামক রোগগুলোর মধ্যে ডায়াবেটিস অন্যতম। বাংলাদেশে প্রায় তিন কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তাদের অনেকেরই পায়ে ঘা বা গ্যাংগ্রিন হয়। তখন পা কেটে ফেলা ছাড়া উপায় থাকে না।
বিশ্বে অসংক্রামক রোগগুলোর মধ্যে ডায়াবেটিস অন্যতম। বাংলাদেশে প্রায় তিন কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তাদের অনেকেরই পায়ে ঘা বা গ্যাংগ্রিন হয়। তখন পা কেটে ফেলা ছাড়া উপায় থাকে না।
মহামারিতে কভিড রোগীর বিছানার জন্য তৈরি করেছেন নেগেটিভ প্রেসার আইসোলেশন ক্যানোপি, যাতে রোগী থেকে জীবাণু চিকিৎসক, নার্স বা অন্যদের মধ্যে সংক্রমিত হতে না পারে। বিশ্বে এ ধরনের ডিভাইস এই প্রথম। যন্ত্রটি সারা বিশ্বে সমাদৃত হবে বলে আশা করছেন অধ্যাপক রব্বানী।
আবার দগ্ধ রোগীদের ত্বকে বাইরের জীবাণু ঢুকে যেন সংক্রমণ ঘটাতে না পারে, এ জন্য উদ্ভাবন করেছেন পজিটিভ প্রেসার আইসোলেশন ক্যানোপি।
অধ্যাপক রব্বানীর ডিজাইন করা এবং নিজ হাতে তৈরি আরেকটি যন্ত্রের নাম ইএমজি ও নার্ভ কনডাকশন। স্নায়বিক রোগ নির্ণয়ে দেশে তৈরি প্রথম কম্পিউটারভিত্তিক যন্ত্র এটি। এ জন্য আগে রোগীকে বিদেশে যেতে হতো।
দেশের কাজে এসব উদ্ভাবন : অধ্যাপক রব্বানীর প্রতিষ্ঠান বাইবিট উদ্ভাবিত স্বাস্থ্যসেবাসংক্রান্ত এমন ১৫টির যন্ত্র আছে বাজারে।
অধ্যাপক রব্বানীর মতে, দেশের বিজ্ঞানী ও প্রকৌশলীরা নিজস্ব জ্ঞান ও দক্ষতায় যদি এসব যন্ত্র দেশেই তৈরি করেন, তবেই এই সমস্যার সমাধান মিলবে। এ লক্ষ্যে তাঁর নেতৃত্বে কাজ করছেন একদল গবেষক।
স্কুলে থাকতেই রেডিও : অধ্যাপক রব্বানীর জন্ম ১৯৫০ সালে, ফরিদপুরে। আট ভাই-বোনের মধ্যে তিনি সপ্তম। বাবার চাকরির সুবাদে সপ্তম শ্রেণি পর্যন্ত পাঁচটি জেলার স্কুলে পড়তে হয়েছে। ১৯৬৩ সালে ফরিদপুর জিলা স্কুল থেকে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে, বিজ্ঞান মেলায় অংশ নিতে। ফেরার পথে ডায়োড ও ট্রানজিস্টর কিনে নিয়ে গেলেন। সেগুলো দিয়ে কিছুদিনের মধ্যেই বানালেন রেডিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানে স্নাতক শেষে স্নাতকোত্তর করেছেন ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় থেকে।
‘তোমারটি কাজে আসবে’ : ১৯৭৩ সালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুলে (এখনকার কলেজ) শিক্ষকতা করেছেন কয়েক মাস। এরপর কমনওয়েলথ বৃত্তি নিয়ে পিএইচডি করতে যান যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে। তাঁর কাজ দেখে পিএইচডি সুপারভাইজার বলেছিলেন, ‘অনেক থিসিস কেবল লাইব্রেরির শেলফে পড়ে থাকে, তোমারটি কাজে আসবে।’
চাইলেই থাকতে পারতেন : পিএইচডির পর বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে অফার পেয়েছিলেন। কিন্তু নিজের অর্জিত প্রযুক্তির জ্ঞান দেশের মানুষের কাজে লাগাবেন বলে ফিরলেন স্বদেশে। যুক্তরাজ্যে থাকার সময় খেয়াল করলেন, ইংল্যান্ডের প্রায় বেশির ভাগ মানুষই উদ্ভাবক। তারা যেকোনো সমস্যা প্রযুক্তি দিয়ে সমাধান করে। ড. রব্বানীও বুঝতে পারেন, দেশের মানুষের জীবনমানের উন্নতি ঘটাতে যথাযথ প্রযুক্তি দরকার। ১৯৭৮ সালে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে। গোড়া থেকেই ডাক্তারদের সঙ্গে মিলে কাজ করতেন। ড. রব্বানী বলেন, ‘সব সময় চিন্তা করেছি আমাদের গবেষণা যেন দেশের মানুষের কাজে আসে।’
সমস্যায় পড়লেন, সমাধানও দিলেন : একবার বিদ্যুতের ভোল্টেজের অস্বাভাবিক ওঠানামার কারণে ড. রব্বানীর বাসার সব যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। বাজারে এমন যন্ত্র পেলেন না, যেটি ২২০ ভোল্টেজের ওপরে উঠলে প্রটেকশন দিতে পারে। তখন তিনি ভোল্টগার্ড নামে নিজে একটি যন্ত্র ডিজাইন করলেন। কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বললেন। কিন্তু কেউ আগ্রহ দেখাননি। ১৯৮৯ সালে দুজন ছাত্রকে নিয়ে এটি বানিয়ে বিক্রি করা শুরু করেন।
১৯৮৮ সালে বানালেন দেশের প্রথম কম্পিউটার ও ইলেকট্রনিকভিত্তিক ইএমজি-নার্ভ কন্ডাকশন ডিভাইস নামে স্নায়বিক রোগ নির্ণয়ের একটি জরুরি মেডিক্যাল যন্ত্র। এ জন্য যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তাঁকে প্রয়োজনীয় জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে সহায়তা করেন। ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত এসব সামগ্রী তৈরি ও তার বাণিজ্যিক বিতরণের উদ্যোগ নিয়ে সফলও হন। স্বাস্থ্যসেবায় পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকসের ব্যবহার নিয়ে গবেষণাও চলতে থাকে। এ বিষয়ে তাঁর দুটি উদ্ভাবন আন্তর্জাতিক মহলে পরিচিতি লাভ করে। কিন্তু তিনি কোনো পেটেন্ট নেননি। তাঁর ভাষায়, ‘বিশ্বে আজ যে বৈষম্য, এর মূলে আছে পেটেন্ট।’
২০০৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বায়োমেডিক্যাল ফিজিকস অ্যান্ড টেকনোলজি’ বিভাগ প্রতিষ্ঠা করেন। শিক্ষার্থীদের মধ্য ১০ জন উদ্যমী তরুণ গবেষক তাঁর দর্শনে উদ্বুদ্ধ হয়ে তাঁর সঙ্গে যোগ দেন। এ পর্যন্ত শতাধিক ছাত্র তাঁর অধীনে এমএসসি সম্পন্ন করেছেন। পিএইচডি করেছেন আটজন।
মালিকানাবিহীন বাইবিট : নিজেদের উদ্ভাবিত স্বাস্থ্য সহায়ক যন্ত্রপাতি বাণিজ্যিকভাবে তৈরি ও বিতরণের লক্ষ্যে ২০১৩ সালে প্রতিষ্ঠা করেন বাইবিট লিমিটেড। স্লোগান, ‘মানুষের জন্য প্রযুক্তি’। এটি করেছেন ব্যতিক্রমী এক ধারায়—বাইবিটের কোনো মালিক নেই। কেউ এর মুনাফা নিতে পারবে না। এখন অধ্যাপক রব্বানীর অধীনে কাজ করছেন ১০ জন।
ছাত্রদের নিয়ে অধ্যাপক রব্বানী বানিয়েছেন ডিজিটাল ইসিজি যন্ত্র। এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন হাসপাতালে চলেছে কোনো সমস্যা ছাড়া।
পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড (পিইএমএফ) প্রযুক্তি ব্যবহার করে ইলেকট্রো হেলথ নামের একটি যন্ত্র বানিয়েছে অধ্যাপক রব্বানী ও তাঁর দল। এটি কোমর, ঘাড় ও হাঁটুর ব্যথা নিরাময় করে। রোগীর শরীরের নির্দিষ্ট স্থানে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে, তাতে ব্যথা নিরাময়ে শরীরের নিজস্ব ব্যবস্থাগুলো উদ্দীপ্ত হয়।
হাত-পায়ের অতিরিক্ত ঘাম থেকে মুক্তির জন্য আছে বৈদ্যুতিক আইন্টোফোরেসিস যন্ত্র ‘অ্যান্টিসোয়েট’। গত জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে শতাধিক মানুষকে ফ্রি সেবা দেওয়া হয়েছে এই যন্ত্র দিয়ে।
চিকিৎসকদের প্রতিরক্ষার জন্য তাঁরা বানিয়েছেন পেশারাইজড এয়ার পিউরিফাইং রেসপিরেটর, যেটি দিয়ে পরে তিনি সংক্রামক রোগীদের চিকিৎসা দিতে পারবেন নিশ্চিন্তে। এ ছাড়া সংক্রামক ভাইরাস ও জীবাণু নিষ্ক্রিয় করার জন্য বানিয়েছেন আলট্রাভায়োলেট রুম স্টেরিলাইজার। কয়েক মিনিট এটি ব্যবহার করে ঘরকে নিরাপদ করে নেওয়া যাবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষা গবেষণাগারের জন্যও যন্ত্র তৈরি করে দিয়েছে বাইবিট।
টেলিমেডিসিন কার্যক্রম : গ্রামের মানুষের জন্য অধ্যাপক রব্বানীর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিকস অ্যান্ড টেকনোলজি বিভাগ ২০১৫ সালে শুরু করে অ্যাডভান্সড টেলিমেডিসিন কার্যক্রম। শহরের ডাক্তারদের সঙ্গে ভিডিও কনসালটেশন উন্নত করার জন্য নিজস্ব প্রযুক্তির মাধ্যমে তৈরি করেছেন ডিজিটাল স্টেথোস্কোপ ও ইসিজি। যন্ত্র দুটির মাধ্যমে রোগীর হৃিপণ্ড বা ফুসফুসের শব্দ এবং ইসিজি ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যেকোনো অঞ্চলে থাকা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চলে যায়।
অধ্যাপক রব্বানীর দল ২০১৭ সালে জেনেভায় ডঝওঝ অধিত্ফ এবং ২০১৮ সালে কলম্বোতে কমনওয়েলথ ডিজিটাল হেলথ অ্যাওয়ার্ড লাভ করে।
স্বীকৃতিও মিলেছে : স্বীকৃত বৈজ্ঞানিক জার্নালে ১৩০টির বেশি প্রকাশনা আছে অধ্যাপক রব্বানীর। কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ একাডেমি অব সায়েন্স থেকে ফেলোশিপ পেয়েছেন দুবার। পেয়েছেন ইউজিসি অ্যাওয়ার্ডও। বাংলাদেশ মেডিক্যাল ফিজিকস অ্যাসোসিয়েশন থেকে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। অধ্যাপক রব্বানী বললেন, ‘আমাদের দেশে দরিদ্র মানুষের সংখ্যা অনেক। বিপুলসংখ্যক দরিদ্র মানুষের জন্য অনেক সময়ই চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হয় না। তাদের কথা মাথায় রেখেই কাজ করছি আমরা।’
সম্পর্কিত খবর
সাম্প্রতিক নানা ইসু্য সামনে রেখে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল শুক্রবার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা চৌকি বসানো হয়। সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্তক অবস্থানে ছিল যৌথ বাহিনী। প্রস্তুত ছিল পুলিশের রায়টকারসহ বিশেষ সরঞ্জাম।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান বলেন, চলমান মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে—এমন আশঙ্কায় সামগ্রিক পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি হিসেবে রাজধানীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
বায়তুল মোকাররম ঘিরে সর্তকতা : গতকাল সকাল থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনের এলাকায় সেনাবাহিনী, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, এপিসি মোতায়েন ছিল আশপাশের এলাকায়।
এ সময় পল্টনে তোপখানা রোডের আশপাশের বিভিন্ন মোড়ে যৌথ বাহিনীকে সতর্ক অবস্থান নিতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, ফিলিস্তিনে ইসরায়েলের হামলাসহ বিভিন্ন দেশে মুসলিমদের নিপীড়নের প্রতিবাদে বিভিন্ন ইসলামী দল ও সংগঠন ঢাকায় বিক্ষোভের ডাক দিয়ে সড়ক অবরোধ করলে এ ব্যবস্থা নেওয়া হয়।
এরই মধ্যে জুমার নামাজের পর মসজিদটির বাইরে লোকজনকে কালো পতাকা হাতে মিছিলসহ ফিলিস্তিনে হামলার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কারো কারো হাতে ফিলিস্তিনসহ বিভিন্ন পতাকা ছিল।
খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিচার দাবি করেছে। দলটির নেতারা বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেন।
অন্যদিকে নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের পূর্ব পাশে সমাবেশ শুরু করে হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পল্টন মোড়ে রাখা হয়েছে ডিএমপির জলকামান, এপিসি কার ও দুটি প্রিজন ভ্যান। বায়তুল মোকাররম মসজিদের প্রবেশমুখে অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
প্রসঙ্গত, পূর্বঘোষণা অনুযায়ী বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল করবে; এ ছাড়া ছাত্রশিবির ও জামায়াতের সদস্যরা মসজিদ এলাকায় উপস্থিত আছেন- এই খবরে এলাকায় উত্তেজনা ছড়ায়।
বায়তুল মোকাররম মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেন পুলিশ সদস্যরা। এ ছাড়া সাদা পোশাকে ও ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) বিপুলসংখ্যক সদস্যকে জ্যাকেট পরে অবস্থান করতে দেখা গেছে।
এ বিষয়ে মাঠ পর্যায়ের কোনো পুলিশ সদস্য মন্তব্য করতে রাজি হননি।
অন্যান্য এলাকায় সতকর্তা : গতকাল বায়তুল মোকাররমের উত্তর গেট, প্রেস ক্লাব, পল্টন, হাইকোর্ট, সার্ক ফোয়ারার সামনে সর্তক অবস্থানে থাকতে দেখা যায় যৌথ বাহিনীর সদস্যদের। এ সময় মুসল্লি ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছিল। কাউকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করতেও দেখা গেছে। এ ছাড়া নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যরা অবস্থান করছিলেন। জাতীয় প্রেস ক্লাব ও শাহবাগ মোড়ে ছিল পুলিশের অবস্থান।
এর বাইরে গুলশান, উত্তরা, মিরপুর, রমনা, পুরান ঢাকা ও মতিঝিলের বিভিন্ন এলাকা এবং রামপুরা টিভি স্টেশনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনার সামনের নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখা গেছে সকাল থেকেই।
এর আগে গত বৃহস্পতিবার ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে ছিল মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করে।
গাজায় নির্যাতিত মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও ভারতে মুসলিমদের ওপর আগ্রাসনের প্রতিবাদে গতকাল শুক্রবার রাজধানীসহ সারা দেশে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন ইসলামী সংগঠন, ধর্মপ্রাণ মুসল্লি, সিপিবি ও বাসদ।
গতকাল দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম। সমাবেশে সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, ‘পৃথিবীর মানচিত্র মুসলমানদের রক্তে রঞ্জিত করা হচ্ছে। ভারত ও ইসরায়েল যৌথভাবে মুসলিম নিধন করছে।
মামুনুল হক বলেন, ‘বিশ্ব সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আমাদের আহ্বান, দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়া হোক। ফিলিস্তিন মুক্ত করতে বিশ্বে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে আরব লিগ ও ওআইসিসহ মুসলমানদের সব সংগঠনকে আমরা আহ্বান জানাই।’
তিনি বলেন, ‘ফিলিস্তিন ইস্যুর পাশাপাশি ভারতের মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলার পাঁয়তারা চলছে।
সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবিব। এ ছাড়া বক্তব্য দেন যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, নায়েবে আমির আহমাদুল কাসেমী প্রমুখ।
গণহত্যার বিচার দাবি করেছে সিপিবি ও বাসদ
যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে সম্প্রতি ফিলিস্তিনের গাজা, খান ইউনিসসহ বিভিন্ন স্থানে জায়নবাদী ইসরায়েলি বাহিনীর দ্বারা পরিচালিত নির্বিচার হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।
গতকাল সকালে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে রাজধানীর পুরানা পল্টন মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ নেতারা।
বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর দ্বারা সংঘটিত এই গণহত্যার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ ও তার আরব সহযোগীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাসদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
নেতারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধ, দেশে দেশে পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ সৃষ্ট সব যুদ্ধ এবং যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে বিশ্ববাসীকে প্রতিবাদ প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গাজায় মানবিক সংকট মোকাবেলায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তাঁরা।
এ ছাড়া চট্টগ্রামে হেফাজতে ইসলাম, সিলেটে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হেফাজতে ইসলাম, গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবির, ঝালকাঠির নলছিটিতে ধর্মপ্রাণ মুসল্লিরা, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বদলীয় ইসলামী ছাত্রঐক্য পরিষদ, টাঙ্গাইলে ছাত্রশিবির, পঞ্চগড়ে ঈমান আকিদা রক্ষা কমিটি, চাঁদপুরে বিভিন্ন রাজনৈতিক দল, গোপালগঞ্জে ওলামা পরিষদ, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তৌহিদী মুসলিম জনতা, চুয়াডাঙ্গার দামুরহুদায় দর্শনা প্রেস ক্লাব, বগুড়ার ধুনটে সর্বস্তরের তৌহিদী জনতা, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধর্মপ্রাণ মুসল্লিরা, দিনাজপুরের হিলিতে তৌহিদী জনতা, গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন ইসলামী সংগঠন, কুমিল্লার মুরাদনগরে হেফাজতে ইসলাম, জয়পুরহাটের আক্কেলপুরে তৌহিদী জনতা, মাদারীপুরের শিবচরে পৃথকভাবে ইসলামী ছাত্রশিবির ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজবাড়ীতে সাধারণ মুসলিম সমাজ ও শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালিত হয় বলে কালের কণ্ঠর সংশ্লিষ্ট নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কোনো কথা হচ্ছে না। ছাত্র-জনতার গণহত্যায় দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারপ্রক্রিয়া শেষে আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। যদি জনগণ তাদের ক্ষমা করে তাহলে আমাদের (আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া) কোনো আপত্তি নেই।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদরাসাসংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার দাবি করে রুহুল কবীর রিজভী বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিতে এখন যে নেতৃত্বে আসবে, সে যদি ছাত্র হত্যা, অপরাধ, অর্থ লোপাট ও টাকা পাচার না করে থাকে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না?’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না এমন প্রশ্ন উঠছে। অথচ এই প্রশ্ন উঠছে না, যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার হবে কি না? কারা এই কাজ করেছে, এটা কি মানুষ দেখেনি? যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচার হতেই হবে। আর কোনো ফ্যাসিবাদের উত্থান যেন না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপি শাখার আহ্বায়ক আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের একটি গোষ্ঠী ৫ আগস্টের পর সংস্কারের কথা বলছে। কিন্তু গত ছয় মাসে দৃশ্যমান কোনো সংস্কার দেখা যায়নি। দেশের কোথাও স্থিতিশীলতা নেই। এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।
অনুষ্ঠানে মহানগর উত্তর বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর, কফিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ইচ্ছা বা পরিকল্পনা বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘আমরা কবে থেকে জার্মানি, ইতালির চেয়ে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক।’
ফেসবুকে আরেক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে—এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না।
আসিফ লিখেছেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বারবার বলছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে। আমি নিশ্চয়তা দিতে চাই সরকার এই কথা রাখবে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।’
তিনি লিখেন, ‘গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে ইউএন (জাতিসংঘের) রিপোর্টের মাধ্যমে স্বীকৃত।