জিয়াউর রহমানই স্বাধীন সংবাদপত্রের পথ অবারিত করেছেন: মুহাম্মদ আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
শেয়ার
জিয়াউর রহমানই স্বাধীন সংবাদপত্রের পথ অবারিত করেছেন: মুহাম্মদ আবদুল্লাহ
ছবি: কালের কণ্ঠ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশে স্বাধীন সংবাদপত্রের পথ অবারিত করেছেন। বাকশালী শাসনামলে সকল সংবাদপত্র বন্ধ করার পর জিয়াউর রহমান সংবাদপত্রকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করে দেন। সংবাদমাধ্যম অবারিত করে তিনিই প্রথম সংবাদপত্রের দ্বার উন্মোচন করেছেন। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে বগুড়া প্রেসক্লাবে শিক্ষার্থী বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মুহাম্মদ আবদুল্লাহ বলেন, শহীদ জিয়া ক্ষমতায় না আসলে সাংবাদিক হতে পারতাম না; সাংবাদিক নেতাও হতে পারতাম না; সর্বোপরি আজকের এই সম্মানজনক জায়গাটুকুও পেতাম না। 

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত মুক্ত স্বাধীন সাংবাদিকতা না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ গঠনে ভূমিকা রাখতে রাখতে হবে। চব্বিশের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন দেশ পেলেও আমরা এখনও ফ্যাসিবাদ মুক্ত হতে পারিনি। ফ্যাসিবাদের দোসররা গণমাধ্যমে এখনো ঘাপটি মেরে আছে।

সুযোগ পেলেই তারা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

মুহাম্মদ আবদুল্লাহ বলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট একটি সাংবাদিক কল্যাণমূলক প্রতিষ্ঠান। অসুস্থ, বেকার, অসচ্ছল ও অসুবিধাগ্রস্ত সাংবাদিকদের কল্যাণের লক্ষ্যেই কাজ করবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

সরকারের বাজেট এবং ব্যাংকে জমানো কিছু অর্থ থেকে এই অনুদান দেওয়া হয়ে থাকে। বিগত ফ্যাসিবাদী আমলে এই প্রতিষ্ঠানটিকে শুধুমাত্র দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দল, মতের ঊর্ধ্বে উঠে দেশের সকল সাংবাদিকের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। 

তিনি আরো বলেন, সাংবাদিকরা কঠিন বাস্তবতার মধ্যে জীবন যাপন করেন। কখনও এমন হয়, তার চিকিৎসার জন্য ঔষধ কেনার টাকা থাকেনা।

এ দফায় বগুড়ায় ২৩ জন সাংবাদিক ও ১৩ জন সাংবাদিক সন্তান শিক্ষাবৃত্তি পেয়েছে। সাংবাদিক সন্তানদের লেখাপড়ার জন্য মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, অনার্স ও মাস্টার্স এ পর্যন্ত পর্যায়ে দেশে ৩০৫ জন বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকে। একজন সাংবাদিক জীবনের শেষ পর্যন্ত ঢেলে দিয়ে কাজ করেছেন, সেই সাংবাদিককে যেন মাসিক ভাতার আওতায় আনা যায়, সেলক্ষ্যে কাজ চলমান রয়েছে। নীতিমালা চূড়ান্ত হয়েছে প্রায়। পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে দেড় হাজারেরও অধিক সাংবাদিককে ফুড প্যাকেট উপহার দেওয়া হয়েছে। শীঘ্রই সাংবাদিকদের জন্য ফেলোশিপের ব্যবস্থা করা হবে।

জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা মানেই ঝুঁকিপূর্ণ জীবন। তাই সাংবাদিক কেবলমাত্র একটি পেশা নয়, তারা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ সেবাদানকারি।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন বলেন, সাংবাদিকতা পেশা শারীরিক ও মানুষিক ঝুঁকিপূর্ণ পেশা। যারা বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে ৯ টা ৫ টা কাজ করেন, তার চেয়ে অনেক বেশি কাজ করেন একজন সাংবাদিক। জীবনে সর্বোচ্চ ঝুঁকি থাকলেও নেই ঝুঁকি ভাতা, নেই মানসম্মত বেতন-বোনাস। তবুও অদ্যাবধি এই দেশে সেভাবে স্বীকৃতি মিলছেনা সাংবাদিকতার।

অনুষ্ঠানের সভাপতি বগুড়া জেলা প্রশাসক (ডিসি) তার বক্তব্যে বলেন, আমরা নতুন সুন্দর যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই দেশ গড়তে সাংবাদিকদের অগ্রণী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে এবং গঠনমূলক সমালোচনা করতে হবে। সাংবাদিকদের জন্য ডাটাবেজ তৈরি করে ট্যালেন্ট হান্ট করে পুরস্কৃত করা প্রয়োজন।

বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বগুড়া প্রেসক্লাবের আহবায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মতিউল ইসলাম সাদীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক উপস্থিত ছিলেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

বাংলাদেশে অনুপ্রবেশ, দুই ভারতীয় নাগরিক আটক

বুড়িচং -ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচং -ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
বাংলাদেশে অনুপ্রবেশ, দুই ভারতীয় নাগরিক আটক
সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি। রবিবার (১৬ মার্চ) বিকেলে বিজিবির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল সাড়ে ৮টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) একটি টহল দল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৫৫/এম হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৈখলা নামক স্থান থেকে দুই ভারতীয় নগরিককে আটক করা হয়েছে। 

আরো পড়ুন
স্ত্রী-সন্তানসহ পাপনের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্ত্রী-সন্তানসহ পাপনের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

 

আটক ভারতীয় নাগরিকরা হলেন— ভারতের সিপাহীজলা মধুপুর থানার বিশালঘর পোস্ট অফিসের কোনাবন গ্রামের মৃত. ধীরেন্দ্র দেব বর্মার দুই ছেলে সঞ্জিত দেব বর্মা (৩০) ও বিমল দেব বর্মা (২৩)।

উভয়ই পাসপোর্টবিহীন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে। ফলে তাদের আটক করা হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) পরিচালক অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, পাসপোর্টবিহীন দুই ভারতীয় নাগরিক বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

চম্পার জন্য কাঁদছেন বাবু!

জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি
শেয়ার
চম্পার জন্য কাঁদছেন বাবু!
সংগৃহীত ছবি

২০১৬ সালে ঘর বেধেছিলেন জামালপুরের চম্পা খাতুন ও সুলাইমান বাবু। তাদের সংসারে দুই সন্তান। ছেলের বয়স সাড়ে ৯ বছর আর মেয়ের বয়স সাড়ে ৪ বছর। এরইমধ্যে তছনছ হয়ে গেল তাদের সংসার।

সম্প্রতি স্বামী ও দুই সন্তানকে ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন চম্পা। 

জানা যায়, জামালপুরের মেলান্দহের গৃহবধূ চম্পা খাতুন এক যুবকের হাত ধরে পালিয়ে গেছেন। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে স্বামীর বাড়ি থেকে আইনুল নামের এক যুবকের সঙ্গে বেড়িয়ে যান তিনি।

আরো পড়ুন
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে মালামাল চুরি, অতঃপর...

খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে মালামাল চুরি, অতঃপর...

 

স্থানীয়রা জানান, উপজেলার আদ্রা ইউনিয়নের গুজামানিকা এলাকার মোতালেব হোসেনের ছেলে আইনুলের সঙ্গে একই এলাকার দুই সন্তানের জননী চম্পা খাতুনের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল।

এর আগেও তাঁদের পরকীয়া সম্পর্ক নিয়ে গ্রাম্য সালিশ হয়েছে। 

গতকাল শনিবার দিবাগত রাতে ৩ টার দিকে চম্পা খাতুনকে নিয়ে পালিয়ে যান আইনুল। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে। 

স্ত্রীর এমন কাণ্ডে কাঁদছেন স্বামী সুলাইমান বাবু।

সার্বিক বিষয়ে তিনি বলেন, ‘আমার মামাতো ভাই আইনুলের সাথে তাঁর দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। এর আগেও তাঁকে কয়েকবার হাতেনাতে ধরেছিলাম। দুই সন্তানের দিকে তাকিয়ে তাকে মেনে নিয়েছি। গতকাল শনিবার রাতে সেহেরির সময় টয়লেটে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এসময় নগদ ৬০ হাজার টাকা সহ স্বর্ণলংকার নিয়ে গেছে’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বাদী থানায় এসেছিলেন।

এখনো অভিযোগ করেননি। 

প্রাসঙ্গিক
মন্তব্য

চুরি-হারানো ৮৪ মোবাইল মালিককে বুঝিয়ে দিল পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
চুরি-হারানো ৮৪ মোবাইল মালিককে বুঝিয়ে দিল পুলিশ
ছবি: কালের কণ্ঠ

হারিয়ে যাওয়া ও চুরি-ছিনতাই হওয়া ৮৪টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এ সময় প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৬৪ হাজার টাকাও প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়।

আরো পড়ুন
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে মালামাল চুরি, অতঃপর...

খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে মালামাল চুরি, অতঃপর...

 

আজ রবিবার (১৬ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া উপস্থিত থেকে প্রকৃত মালিকদের কাছে এসব মোবাইল বুঝিয়ে দেন।

এ সময় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক খালিদ হাসান ও সহকারী উপপরিদর্শক ইখলাচুর রহমান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
সাশ্রয়ী দামে আধুনিক ফার্নিচার সরবরাহ করবে সরকার : রিজওয়ানা

সাশ্রয়ী দামে আধুনিক ফার্নিচার সরবরাহ করবে সরকার : রিজওয়ানা

 

এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযোগ ও জিডির ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মোবাইলগুলো উদ্ধার করা হয় ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সহায়তায় খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

মন্তব্য

খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে মালামাল চুরি, অতঃপর...

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে মালামাল চুরি, অতঃপর...
সংগৃহীত ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য সুমন বেপারীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

সুমন বেপারী উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের মৃত ফজলুল হক বেপারীর ছেলে। 

জানা যায়, কয়েকদিন আগে উপজেলার সদর ইউনিয়নের চাড়াখালি গ্রামের বাদশা হাওলাদারের ঘরে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে ঘরের মালামাল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় বাদশা হাওলাদার বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেন। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, অচেতন করে চুরির ঘটনায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির এক সদস্যকে শনিবার রাতে গ্রেপ্তার করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ