ছাত্রকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষক গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
ছাত্রকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষক গ্রেপ্তার
অভিযুক্ত শিক্ষক মাহাদি হাসান। ছবি : কালের কণ্ঠ

ঢাকার কেরানীগঞ্জে ১১ বছরের মাদরাসাছাত্রকে ধর্ষণচেষ্টার মামলায় মাদরাসার শিক্ষক মাহাদি হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

আজ সোমবার (১৭ মার্চ) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ থেকে মাহাদিকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারীপুরের চর মাগুরিয়া পাকদি বাসস্ট্যান্ড এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। তিনি হাসনাবাদ হাউজিং এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন এবং ওই মাদরাসার পরিচালক।

আরো পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

 

মামলার বিবরণে জানা গেছে, যাত্রাবাড়ী এলাকার প্যাকেজিং ব্যবসায়ী তার ছেলেকে গত বছর হাসনাবাদ এলাকার একটি মাদরাসায় ভর্তি করেন। মাদরাসা পরিচালক মাহাদি ছেলেটিকে তার ইচ্ছার বিরুদ্ধে বেশ কয়েকবার ধর্ষণ করেন। এতে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকেরা তাকে মাদরাসা থেকে নিয়ে গিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে থানায় অভিযোগ করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, হাসপাতালের কাগজপত্র নিয়ে থানায় এসে ছেলেটির বাবার অভিযোগের প্রেক্ষিতে মামলা করে মাহাদি হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

তাড়াশে ট্রাক্টর উল্টে চালকসহ নিহত ২

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
তাড়াশে ট্রাক্টর উল্টে চালকসহ নিহত ২
ছবি : কালের কণ্ঠ

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর উল্টে পুকুরের পানিতে পরে চালক রাকিব (২৪) ও বাবু (২৬) নামের আরেক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া-কুসুম্বী আঞ্চলিক সড়কের কুসুম্বী মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব কুসুম্বী গ্রামের আব্দুস সালাম ছেলে এবং বাবু একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে। সম্পর্কে তারা প্রতিবেশী ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাবু ও রাকিব মাটি বোঝাই দ্রুতগামী একটি ট্রাক্টর নিয়ে বিনসাড়া-কুসুম্বী আঞ্চলিক সড়ক ধরে কুসুম্বী গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে গ্রামের প্রবেশ পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কসংলগ্ন একটি পুকুরে পড়ে ডুবে যায়। সেখানে ট্রাক্টরের নিচে চাপা পরে ঘটনাস্থলেই ওই দুই যুবক নিহত হন।

পরে স্থানীয়রা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাকিব ও বাবুর মরদেহ উদ্ধার করে।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বলেন, খবর পেয়ে ইফতারের পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

গাছ কাটা দেখতে গিয়ে বাগানি নিহত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
গাছ কাটা দেখতে গিয়ে বাগানি নিহত

চট্টগ্রামের বোয়ালখালীতে গাছ কাটা দেখতে গিয়ে মাথায় গাছ পড়ে নাছের আহমেদ (৬৫) নামের এক বাগানি নিহত হয়েছেন। উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের করলডেঙ্গা পাহাড়ের লেবু বাগানে মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত নাছের আহম্মেদ উত্তর করলডেঙ্গা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি পাহাড়ি জমিতে লেবু ও সেগুন বাগান করতেন।

নিহতের ভাতিজা মো.আজিজ বলেন, ‘পাহাড়ের কিছু গাছ স্থানীয় ইউপি সদস্যের কাছে বিক্রি করা হয়েছে। ওই বাগানের গাছ কাটা দেখতে তিনি (নাছের) সকালে সেখানে যান। এরপর ওপর থেকে গাছ  তার মাথায় পড়লে গুরুতর আহত হন।’ নাছের আহম্মেদ সার্বক্ষণিক তার বাগান দেখা শুনা করতেন বলেও জানান তিনি।

গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিক মো. সোহেল বলেন, ‘বাগানের বিক্রি করা গাছ কাটার সময় মাথায় গাছ পড়ে গুরুতর আহত হন (নাছের)। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়তা দাশ হিমু বলেন, ‘বিকেল ৩টার দিকে নাছের নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।’
 

মন্তব্য

রামগড়ে শিক্ষার্থীকে অপহরণচেষ্টা, গ্রেপ্তার ২

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
শেয়ার
রামগড়ে শিক্ষার্থীকে অপহরণচেষ্টা, গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

খাগড়াছড়ির রামগড়ে শিক্ষার্থী অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) তৈচালাপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন তৈচালাপাড়া এলাকার মৃত কালী কুমার ত্রিপুরার ছেলে রাজু ত্রিপুরা (৪২) এবং মাধু মিয়ার ছেলে বাবুল মিয়া মুন্না (২৬)। 

অপহৃতের পরিবার জানায়, রবিবার সকাল ৮টার দিকে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১ বছর বয়সী ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে যায়।

অটোরিকশায় যাওয়ার সময় তাকে স্কুল গেটে না নামিয়ে অন্যত্র নিয়ে যায় অপহরণকারীরা। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় তারা।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, ভুক্তভোগীর অভিভাবক আটক দুই ব্যক্তির নামে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় এজাহার দায়ের করে। বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

লাশ নিয়ে ফিরছিল স্বজনরা, বিদ্যুতের খুঁটিতে গাড়ির ধাক্কায় আহত ৫

নীলফামারী প্রতিনিধি
নীলফামারী প্রতিনিধি
শেয়ার
লাশ নিয়ে ফিরছিল স্বজনরা, বিদ্যুতের খুঁটিতে গাড়ির ধাক্কায় আহত ৫

হাসপাতাল থেকে স্বজনের মরদেহ বাড়িতে নেওয়ার সময় লাশবাহী গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মন্থনা এলাকায় এ ঘটনা ঘটে। লাশ বহনকারী গাড়িটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নীলফামারীর দিকে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের মজিবর মেম্বার পাড়া গ্রামের আজিজার রহমান (৬৫) নামের এক ব্যক্তি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার মৃতদেহ স্বজনরা ভাড়া করা গাড়ি করে রংপুর থেকে নিজ বাড়িতে নিয়ে আসছিলেন। পথে কিশোরগঞ্জ উপজেলার মন্থনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে ঘাড়িটির। এতে ওই গাড়ির চালক রনি ইসলামসহ (৩০) শাহজাহান (২৮), আবু মুছা (৩৫), নুর জামান (৪৫) ও বাবুল হোসেন (৬৫) নামক চার স্বজন গুরুত্বর আহত হন।

খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

সন্ধ্যায় সেখান থেকে তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ওই গাড়িতে বহনকারী লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ