সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর উল্টে পুকুরের পানিতে পরে চালক রাকিব (২৪) ও বাবু (২৬) নামের আরেক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া-কুসুম্বী আঞ্চলিক সড়কের কুসুম্বী মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব কুসুম্বী গ্রামের আব্দুস সালাম ছেলে এবং বাবু একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে। সম্পর্কে তারা প্রতিবেশী ভাই।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাবু ও রাকিব মাটি বোঝাই দ্রুতগামী একটি ট্রাক্টর নিয়ে বিনসাড়া-কুসুম্বী আঞ্চলিক সড়ক ধরে কুসুম্বী গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে গ্রামের প্রবেশ পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কসংলগ্ন একটি পুকুরে পড়ে ডুবে যায়। সেখানে ট্রাক্টরের নিচে চাপা পরে ঘটনাস্থলেই ওই দুই যুবক নিহত হন।
পরে স্থানীয়রা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাকিব ও বাবুর মরদেহ উদ্ধার করে।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বলেন, খবর পেয়ে ইফতারের পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।