‘জেল থেকে বাইরে আয়া সামনে যারে পাইবে মাইরালবে’

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
‘জেল থেকে বাইরে আয়া সামনে যারে পাইবে মাইরালবে’
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকার আতঙ্কের নাম জিলানি (১৬)। সন্ত্রাসী কর্মকাণ্ডসহ হত্যাচেষ্টা, ছিনতাইসহ মাদকসহ তার নামে মোট ৮ টি মামলা রয়েছে থানায়। গত এক সপ্তাহ আগে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলাহাজতে পাঠায়। 

সোমবার তার বাবা সিদ্দিক মিয়া কারাগারে দেখতে গিয়ে তাকে নির্দেশ দিয়ে আসেন যে, ‘তরে যারা মিথ্যা মামলায় ফাঁসাইছে, হয়রানি করছে ও ৭০ পিস ইয়াবা বড়ি দিয়া আরেকটা মামলা দিছে তারারে তুই বাইর অইয়া আয়া সামনে যারে পাইবে মাইরালবে।

এর পরে হিইর‌্যা জেলে যাইবে। অয় তরে বাইর করবাম না হইলে হেইনোই থাকবে।

আরো পড়ুন
ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

 

জানা যায়, সোমবার আইনজীবী শাহজাহার কবীর সাজুর ময়মনসিংহস্থ জেলা পরিষদ মার্কেটের চেম্বারে যান সিদ্দিক মিয়া। সেখানে বিকেল সাড়ে তিনটার দিকে এমন কথা বলার সময় সিদ্দিকের ওই বক্তব্যের ভিডিও ধারন করা হয়।

সন্ধার পর এ প্রতিনিধির কাছে এসে আসে ভিডিওটি। এতে দেখা যায় আইনজীবীর সামনে বসে তিনি ক্ষিপ্ত হয়ে কারাগারে গিয়ে ছেলেকে যে নির্দেশনা দিয়েছেন তা অকপটে বলে যাচ্ছেন।

জানা যায়, জিলানীর বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের রাফিয়ার আলগী গ্রামে। বাবা সিদ্দিক মিয়া স্থানীয় বাজারে চা বিক্রি করেন।

আর মা পরের বাড়িতে কাজ করেন। একমাত্র ছেলে জিলানি স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়াকালে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিদ্যালয় থেকে বেশ কয়েকবার বের করে দেওয়া হয় তাকে।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত
ছবি: কালের কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অরক্ষিত রেলক্রসিং (লেভেল ক্রসিং) অতিক্রম করার সময় রেললাইনে ট্রাক্টর আটকে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক  আবুল কাশেম(৫৫) নিহত হয়েছেন। উপজেলার রহনপুর ইউনিয়নের হিরুপাড়া রেলক্রসিংয়ে মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে এ ঘটনাটি ঘটে।


নিহত আবুল কাশেম উপজেলার রহনপুর পৌর নুনগোলা মহল্লার নুর মোহম্মদের ছেলে। 

রহনপুর স্টেশন মাস্টার মামুনুর রসিদ বলেন, ‘রাজশাহী থেকে রহনপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ৭৭ আপ কমিউটার ট্রেনের সাথে স্টেশনের দেড় কিলোমিটার দুরে হিরুপাড়া ক্রসিং-এ  ট্রাক্টরের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাক্টর চালক কাশেম। এ সময় ট্রাক্টরটি চূর্ণ-বিচূর্ণ  হয়ে যায়। তবে যাত্রীবাহী ট্রেনটির কোন ক্ষতি হয়নি।’

রেলওয়ে পুলিশের সদর উপজেলার আমনুরা জংশন ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আইনুল হক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

ওই ক্রসিং টি অরক্ষিত, গেট ও গেটম্যান নেই। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।  

মন্তব্য

সাংবাদিক আলী হাবিবের মৃত্যুতে ঝিনাইদহ প্রেস ক্লাবের শোক

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
সাংবাদিক আলী হাবিবের মৃত্যুতে ঝিনাইদহ প্রেস ক্লাবের শোক
সংগৃহীত ছবি

বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঝিনাইদহ প্রেস ক্লাব। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন সাংবাদিক আলী হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে অফিসে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। পরে রাত পৌনে ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। 

মঙ্গলবার রাত পৌনে ১০টায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কম্পাউন্ডে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে রাতেই তার মরদেহ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পার্বতীপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। 

আলী হাবিব ১৯৬৪ সালে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট ব্যাংকার আলফাজ উদ্দীন। আলী হাবিব দৈনিক জনকণ্ঠে সম্পাদকীয় সহকারী হিসেবে যোগদান করেন ১৯৯৩ সালে।

পরে ২০০১ সাল থেকে সহকারী সম্পাদক ও ফিচার বিভাগের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। ‘রঙ্গভরা বঙ্গদেশ’ ও ‘ঝিলিমিলি’ ফিচার পাতার বিভাগীয় সম্পাদক ছিলেন। তিনি দৈনিক কালের কণ্ঠে ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন সময় কালের কণ্ঠের উপসম্পাদকীয় বিভাগে সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করতেন। 

২০২৪ সালের ৩১ জুলাই প্রকাশিত ‘এই ক্ষত সারাবে কে’ শিরোনামের উপসম্পাদকীয়তে তিনি সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া ২০২৪ সালের ৮ আগস্ট প্রকাশিত ‘তরুণরা বাংলাদেশকে শিল্প বিপ্লবের নেতৃত্বে নিয়ে যেতে পারবে’ শিরোনামের উপসম্পাদকীয়তেও তিনি তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। 

আলী হাবিবের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কালের কণ্ঠের ঝিনাইদহ জেলা প্রতিনিধি অরিত্র কুণ্ডু, সাংবাদিক নেতা এম রায়হান, নিজাম জোয়ারদার বাবলু ও মাহমুদ হাসান টিপু প্রমুখ। শোক বার্তায় আলী হাবিবের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

মন্তব্য

৩ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭ লাখ টাকা জরিমানা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
৩ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইলে তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৭ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে উপজেলার তিনটি ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধন-২০১৯) এর ৫,৭,৮ এর ৩ (ঙ) ধারা লঙ্ঘনের অভিযোগে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়। টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিচালক বিপ্লব কুমার সূত্রধর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপ্লব কুমার সূত্রধর জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধন ২০১৯) এর ৫,৭,৮ এর ৩(ঙ) ধারা লঙ্ঘনের অভিযোগে তিন ইটভাটা মালিককে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলার আনেহলা ইউনিয়নের সিংগুরিয়া এলাকার মের্সাস সুজন ব্রিকস কে ছয় লাখ, মেসার্স স্বর্ণা ব্রিকস-২ কে ছয় লাখ এবং মেসার্স সিয়াম ব্রিকসকে পাঁচ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় বন্ধ করে দেওয়া হয় ইটভাটার পরিচালনার সকল কার্যক্রম ।

তিনি বলেন, ‘পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরকম অভিযান চলমান থাকবে।

এ উপস্থিত ছিলেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

মন্তব্য

ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও লড়াই করব : শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও লড়াই করব : শহিদুল ইসলাম বাবুল
সংগৃহীত ছবি

কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘ষড়যন্ত্র শেষ হয়নি। ওয়ান-ইলেভেনের কাহিনি কিন্তু ঘুরেফিরে এখনো চলছে। এসব ছলাকলা চলবে না।’ 

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বরদাশত করা হবে না। হাসিনার বিরুদ্ধে যেমন লড়াই করেছি, প্রয়োজনে আবারও লড়াই করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব।’ এ সময় তিনি ট্রেনিং জমা দিইনি বলে হুঁশিয়ারি দেন।

 

‘আমরা বিএনপি পরিবার’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর কবিরের আয়োজনে বিএনপি নেতা মোস্তফা কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন ও মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশীদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ