ঢাকা, শনিবার ২৯ মার্চ ২০২৫
১৪ চৈত্র ১৪৩১, ২৮ রমজান ১৪৪৬

আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে আ. লীগ সমর্থিত ৫ চেয়ারম্যান জেলহাজতে

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি
শেয়ার
আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে আ. লীগ সমর্থিত ৫ চেয়ারম্যান জেলহাজতে
সংগৃহীত ছবি

চাঁদপুরে আদালতে আত্মসমর্পণ করতে এসে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ৫ চেয়ারম্যানকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে জেলা ও দায়রা জজ শামছুন্নাহারের আদালতে চাঁদপুর সদর উপজেলার আওয়ামী লীগ সমর্থিত এই ৫ চেয়ারম্যান আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এসময় শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই ৫ চেয়ারম্যান হলেন- শাহ মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিক উল্লাহ পাটোয়ারী, মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পাটোয়ারী, হানারচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার রাঢী এবং আশিকাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন।

উল্লেখ্য, ৫ চেয়ারম্যান এর আগে হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অগ্রিম জামিনে ছিলেন। সেই জামিনের সময় শেষ হয় মঙ্গলবার। এরপরই জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

প্রসঙ্গত, গতবছরের জুলাই আন্দোলনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়ি ভাঙচুর এবং সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সেই সব মামলায় এই ৫ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও জড়িত রয়েছেন। এমন তথ্য জানিয়েছেন, চাঁদপুর জজ আদালতের পিপি কোহিনূর রশিদ। 

মন্তব্য

সম্পর্কিত খবর

বোনের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
শেয়ার
বোনের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের
ছবি: কালের কণ্ঠ

ঝিনাইদহের মহেশপুরে বোনের বাড়ি বেড়াতে এসে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইউসুফ আলী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে উপজেলার আজমপুর গ্রামের আনোখালি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী গ্রামের আব্দুর সোবহান পটুয়ারির ছেলে। 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে ঘুগরী পান্তাপাড়া গ্রামের সোহবান পাটুয়ারীর ছেলে ইউসুফ আলী আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামে বোনের বাড়ি বেড়াতে যাচ্ছিল।

সেসময় আজমপুর গ্রামের আনুখালির মাঠের একটি খেজুর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে নিহত হন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ উদ্দিন মৃধা জানান, সড়ক দুর্ঘটনায় ইউসুফ আলী নামের একজন মোটরসাইকেল চালক নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

কালের কণ্ঠের প্রতিবেদন দেখে ‘ঈদ উপহার’ নিয়ে প্রতিবন্ধী ওমরের বাড়িতে ইউএনও

সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
কালের কণ্ঠের প্রতিবেদন দেখে ‘ঈদ উপহার’ নিয়ে প্রতিবন্ধী ওমরের বাড়িতে ইউএনও

সম্প্রতি ‘আজান হলেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মসজিদে যান প্রতিবন্ধী জাবেদ ওমর’ শিরোনামে দৈনিক কালের কণ্ঠের অনলাইন ও ডিজিটাল সংস্করণে প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন দেখে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামের প্রতিবন্ধী জাবেদ ওমরের বাড়িতে ঈদ উপহার নিয়ে যান লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।

তবে এ সময় প্রতিবন্ধী জাবেদ ওমর বাড়িতে ছিলেন না। তিনি দোশারীচোঁ উত্তরপাড়া জামে মসজিদের সামনে জোহরের আজানের অপেক্ষায় বসেছিলেন।

ইউএনও মসজিদের সামনে গিয়ে প্রতিবন্ধীর সঙ্গে দেখা করেন। তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তাকে ঈদ উপহার দেন। 

প্রতিবন্ধী জাবেদ ওমরের বাবা জাফর আহমেদ বলেন, ‘আমি একজন ক্ষুদ্র চা দোকানি। ৪ সন্তানের মধ্যে সবার বড় জাবেদ ওমর।

জন্ম থেকেই সে প্রতিবন্ধী। আমার ছেলে ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে। আগে হামাগুড়ি দিয়ে চলত, এখন আস্তে আসতে হাঁটতেছে। ইউএনও স্যার ঈদ উপহার নিয়ে আমাদের বাড়িতে এসেছেন।
স্যারকে ধন্যবাদ। আশা করি, সরকারি উপহারের খাদ্যে এবার আমাদের ঈদ ভালো কাটবে।’

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, ‘কালের কণ্ঠের অনলাইন ও ডিজিটাল সংস্করণের প্রতিবেদন দেখে প্রতিবন্ধী জাবেদ ওমরের নাম-ঠিকানা জানতে পেরেছি। প্রতিবন্ধী হয়েও মসজিদে গিয়ে নিয়মিত জামায়াতে নামাজ পড়ার খবরে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য ঈদ উপহার নিয়ে তার বাড়িতে এসেছি।

আগামীতে সরকারি সব সুবিধা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।’ 

তিনি আরো বলেন, ‘প্রতিবন্ধী ছাড়াও আমি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। বিশেষ করে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ মেহেদী হাসান শুভর হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দিয়েছি।’

মন্তব্য

অতিরিক্ত মদ্যপানে মাতলামি, পিটুনিতে তরুণের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
অতিরিক্ত মদ্যপানে মাতলামি, পিটুনিতে তরুণের মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে অতিরিক্ত মদ্যপানে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির নাম মো. রুবেল মিয়া (২৫)। তিনি উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম এলাকার মো. আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সুত্র ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে রুবেল জনৈক মধুর বাড়িতে বসে অনেকের সঙ্গে মদ পান করছিলেন। এ সময় অতিরিক্ত মদ খেয়ে বেসামাল হয়ে পড়লে নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই সময় বাড়ির মালিক মধু মিয়ার ছেলেরা বুধবার রাতে নিজেরাই তাদের পিটিয়ে জখম করে। এতে রুবেল ও মানিক মিয়া নামে দুজন আহত হয়ে মাটিতে পড়ে থাকেন।

পরে রুবেলকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। প্রাথমিক চিকিৎসা অবস্থায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি মারা যান।

রুবেলের মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে নিহতের চাচা আব্দুল মন্নান জানান, রুবেল সব সময় মদ পান করতেন। গত বুধবার রাতে অতিরিক্ত মদ খেয়ে মাতলামি করলে মুধুর বাড়িতে হামলার ঘটনা ঘটে।

এতে রুবেল আহত হয়েছিলেন। পরে বাড়িতে আনার পর পরদিন দুপুরে মারা যান। 

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটির খোঁজ নেওয়া হচ্ছে।

মন্তব্য

মির্জাগঞ্জে সেনা সদস্য সেজে প্রতারণার অভিযোগে যুবক আটক

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি
মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি
শেয়ার
মির্জাগঞ্জে সেনা সদস্য সেজে প্রতারণার অভিযোগে যুবক আটক

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঈদের কেনাকাটা করতে গিয়ে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে কামরুল ইসলাম (১৯) নামের এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। উপজেলার সুবিদখালী নান্নু শপিং কমপ্লেক্সের শেফা ফ্যাশন দোকান থেকে বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে। 

আটক কামরুল ইসলাম (১৯) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার সোরা গ্রামের মৃত. মুনসুর আলী সানার ছেলে।

শেফা ফ্যাশনের স্বত্বাধিকারী সেনাবাহিনীর করপোরাল (অব.) মো, নাসির উদ্দীন বলেন, ‘বুধবার সন্ধ্যায় কামরুল ইসলাম (১৯) সেনাবাহিনীর পোশাকের আদলে একটি টি-শার্ট পরা অবস্থায় আমার দোকানে এসে তিনটি প্যান্ট ও টি-শার্ট পছন্দ করেন।

আমি দোকানের বাহিরে থাকায় দোকান পরিচালনায় থাকা আমার ছোট ভাই সেনাবাহিনীর সার্জেন্ট (অব.) মিজানুর রহমান ও বিক্রয়কর্মীরা মূল্য চাওয়ার পর তিনি মূল্য বেশি চাওয়ার অজুহাতে উত্তেজিত হয়ে ওঠেন। পরে নিজেকে সেনাবাহিনীর সদস্য (সৈনিক) পরিচয় দিয়ে বাগবিতণ্ডা শুরু করেন। খবর পেয়ে আমি দোকানে গিয়ে সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়া কামরুল ইসলামের নিকট তার বর্তমান কর্মস্থল ও প্রশিক্ষণ কেন্দ্র জানতে চাওয়াসহ পরিচয়পত্র দেখতে বললে তিনি পুনরায় উত্তেজিত হয়ে ওঠেন। তিনি পরিচয়পত্র দেখাতে না পারায় এবং তার আচরণে সন্দেহ হওয়ায় স্থানীয় মির্জাগঞ্জ সেনা ক্যাম্প ও মির্জাগঞ্জ থানায় খবর দিলে সেনাবাহিনী সদস্যরা ও মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার ঘটনাস্থলে পৌঁছে কামরুলকে আটক করেন।

এ ঘটনায় শেফা ফ্যাশনের মালিকের ছোট ভাই সেনাবাহিনীর সার্জেন্ট (অব.) মিজানুর রহমান বাদী হয়ে কামরুল ইসলামকে আসামি করে প্রতারণার অভিযোগ এনে একটি মামলা করেছেন।

‎মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘সেনাবাহিনীর সদস্য (সৈনিক) সেজে প্রতারণার অভিযোগে কামরুল ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক কামরুল ইসলামকে আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ