ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

লাকসামে ট্রাকচাপায় নিহত ২

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
লাকসামে ট্রাকচাপায় নিহত ২
প্রতীকী ছবি

কুমিল্লার লাকসামে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ভৈষকোপালিয়ায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের মো. শফিকুর রহমানের ছেলে মো. তাবারক উল্লাহ মালু (৩৫) এবং ৯ নম্বর ওয়ার্ডের উত্তরকুল গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. মাসুদ (২৮)। আহত হয়েছেন মো. মাসুকুর রহমান বাবু (২৭)।

তাকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক লাকসাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মালু ও মাসুদ (২৮) মারা যান।

অপর আরোহী বাবু গুরুতর আহত হন। পরে বাবুকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে তারা।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে প্রচণ্ড কুয়াশা ছিল। ধারণা করা হচ্ছে, কুয়াশার মধ্যে মোটরসাইকেল ও ট্রাকটির দ্রুতগতিতে ছিল। ফলে এই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে আটক করে রাখা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। 

ওসি আরো জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও জব্দ এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

কারাগারে হঠাৎ অসুস্থ সাবেক এমপি নদভী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কারাগারে হঠাৎ অসুস্থ সাবেক এমপি নদভী

 

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য কারাবন্দি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ বলছে, বয়সের কারণে তিনি অসুস্থ হয়েছেন, তেমন গুরুতর কিছু নয়।

রবিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সাবেক এই সংসদ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, সাবেক এমপি নদভী বুকে ব্যথা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমড় ব্যথাসহ নানা রোগে ভুগছিলেন। আজ সকালে তার শারিরীক অবস্থার অবনতি হয়েছে। তাই তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

গত বছরের ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে আবু রেজা নদভীকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেখান থেকে গত ১২ জানুয়ারি তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। ওইদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাতকানিয়া ও লোহাগাড়া থানার ৫ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

মন্তব্য

শাহজাদপুরে ট্যাংকলরিচাপায় সিএনজি যাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
শাহজাদপুরে ট্যাংকলরিচাপায় সিএনজি যাত্রীর মৃত্যু
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরিচাপায় জালাল উদ্দিন (৫২) নামের এক ব্যক্তি মারা গেছেন। রবিবার (১৩ এপ্রিল) গঙ্গাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জালাল রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার রহমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

আরো পড়ুন
সুইসাইড ডিজিজ কী, এর ফলে কী হয়

সুইসাইড ডিজিজ কী, এর ফলে কী হয়

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, জালাল একটি সিএনজিতে বাড়ি ফিরছিলেন।

হঠাৎ সিএনজি থেকে মহাসড়কের ওপরে পড়ে যান তিনি। ওই সময় একটি ট্যাংকলরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

তিনি জানান, নিহতের লাশ থানা হেফাজতে রয়েছে।

আরো পড়ুন
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার

সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার

মন্তব্য

কারখানার লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
কারখানার লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার সুলতানা মন্দির এলাকায় জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন—সীতাকুণ্ডের কুমিরা সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মোহাম্মদ মোস্তফা (২৫) ও মিরসরাই এলাকার করুয়া গ্রামের শামসুল হকের ছেলে মো. রিফাত (২৫)।

আরো পড়ুন
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার

সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার

 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কুমিরা সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত লিমিটেড বিভিন্ন ভবনের এসির কাজ করতেন নিহত শ্রমিকরা।

এসির কাজ করতে একটি ভবনের তৃতীয় তলায় লিফটে উঠার সময় তা ছিড়ে পড়ে গেলে দুইজন গুরুতর আহত হন। কারখানার অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মোস্তফাকে মৃত্যু ঘোষণা করেন। অপরজন রিফাতকে নিউরো সার্জারী ওয়ার্ডে ভর্তি করা  হয়। বিকেল ৪টায় তারও মৃত্যু হয়।
 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলা উদ্দিন জানান, দুপুরের দিকে জিপিএইচ কারখানায় দুর্ঘটনায় দুজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। বিকেলের দিকে অপরজনেরও মৃত্যু হয়।

আরো পড়ুন
বেবিবাম্প নিয়ে খোলামেলা পোশাকে ব়্যাম্পে ঝড় তুললেন গওহর

বেবিবাম্প নিয়ে খোলামেলা পোশাকে ব়্যাম্পে ঝড় তুললেন গওহর

 

সীতাকুণ্ড থানার পরিদর্শক(তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, লিফট ছিঁড়ে পড়ে দুই জন নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

বসতভিটা লিখে দিতে বিএনপি নেতাদের চাপ, না দেওয়ায় নারীকে মারধর

কুমিল্লার প্রতিনিধি
কুমিল্লার প্রতিনিধি
শেয়ার
বসতভিটা লিখে দিতে বিএনপি নেতাদের চাপ, না দেওয়ায় নারীকে মারধর
ছবি ভিডিও থেকে নেওয়া

কুমিল্লার দেবিদ্বারে সুদের টাকা পরিশোধ করতে না পারায় বসতভিটা লিখে দিতে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। এ ঘটনার এক মিনিট ২৬ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ভানি ইউনিয়নের সূর্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ভানি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ফরাজির উপস্থিতিতে সাধারণ সম্পাদক আবদুল আউয়াল ও তার অনুসারীরা এক নারীকে প্রথমে চড়-থাপ্পড় পরে কিল-ঘুষি মারতে থাকেন।

ভুক্তভোগী ওই নারীর নাম হাসিনা আক্তার। তিনি ভানি ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত আয়েব আলীর মেয়ে। হাসিনার স্বামীর বাড়ি চান্দিনা উপজেলায়।

স্বামীর বাড়িতে জায়গা সম্পত্তি না থাকায় স্বামী সন্তানদের নিয়ে তিনি বাবার বাড়িতে থাকেন।

এ বিষয়ে ভুক্তভোগী হাসিনা আক্তার বলেন, আলী আশ্রাফ নামের একজনের কাছ থেকে কিছু টাকা আনছিলাম পত্তনে (সুদ)। টাকাটা দিতে দেরি হচ্ছে। ওই টাকার জন্য আমার বসতভিটা লিখে দিতে মনির ফরাজি ও আবদুল আউয়াল বার বার আমাকে চাপ দিচ্ছেন।

ওইদিন সকালে বাড়ি থেকে টানা-হেঁচড়া করে আমাকে দোকানের সামনে নিয়ে যায়। এর আগে ৪ বার তারা আমার সঙ্গে এমন করেছে। তাই আমি বলেছি, আউয়াল মেম্বার ৫০ হাজার টাকা ঘুষ খেয়েছে। ঘুষ খেয়ে আমার সঙ্গে এমন করছে। এটা বলায় আমাকে তারা এভাবে মেরেছে।
আমি এই নির্যাতনের বিচার চাই।

অভিযুক্ত ভানি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ফরাজী ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ইলিয়াস বলেন, এক নারীকে মারধরের বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ