<p>কুমিল্লার লাকসামে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ভৈষকোপালিয়ায় দুর্ঘটনা ঘটে।</p> <p>নিহতরা হলেন লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের মো. শফিকুর রহমানের ছেলে মো. তাবারক উল্লাহ মালু (৩৫) এবং ৯ নম্বর ওয়ার্ডের উত্তরকুল গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. মাসুদ (২৮)। আহত হয়েছেন মো. মাসুকুর রহমান বাবু (২৭)। তাকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p> <p>পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক লাকসাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মালু ও মাসুদ (২৮) মারা যান। অপর আরোহী বাবু গুরুতর আহত হন। পরে বাবুকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।</p> <p>পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে তারা।</p> <p>লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে প্রচণ্ড কুয়াশা ছিল। ধারণা করা হচ্ছে, কুয়াশার মধ্যে মোটরসাইকেল ও ট্রাকটির দ্রুতগতিতে ছিল। ফলে এই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে আটক করে রাখা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। </p> <p>ওসি আরো জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও জব্দ এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।</p>