<p style="text-align:justify">জামালপুরের সরিষাবাড়ীতে শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হারিয়ে যাওয়া ঐতিহ্য দেখতে ভিড় জমায় হাজারো মানুষ। </p> <p style="text-align:justify">শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর ও গোবিন্দপুর গ্রামের ছাত্র সমাজের উদ্যোগে বিস্তীর্ণ মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।</p> <p style="text-align:justify">এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এ উপলক্ষে এলাকায় বসে গ্রামীণ মেলা। মেলায় হরেক রকমের পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসে দোকানিরা।</p> <p style="text-align:justify">ঘোড়া দৌড় প্রতিযোগিতায় চার ক্যাটাগরিতে ৪০টি দৌড়ে ঘোড়া অংশ নেয়। প্রথম রাউন্ডের বাছাই শেষে সেরা ৪টি ঘোড়া নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। চূড়ান্ত লড়াইয়ে প্রথম স্থান অধিকার করে ময়মনসিংহের সজনুর ঘোড়া। বিজয়ী ঘোড়ার মালিককে একটি ৮০ সিসি হিরো মোটরসাইকেল দেওয়া হয়। দ্বিতীয় স্থান অর্জনকারীকে একটি ফ্রিজ দেওয়া হয়।</p> <p style="text-align:justify">প্রতিযোগিতায় ময়মনসিংহ তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। </p>