<p>কালীগঞ্জে এনা পরিবহনের বাসচাপায় এক পিকআপচালক মারা গেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) চুয়ারিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p>নিহত সেলিম মিয়া (৪০) ময়মনসিংহের নান্দাইল থানার হালিউড়া এলাকার হোসেন আলীর ছেলে।</p> <p>কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হায়াতুর রহমান জানান, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা এবং বিপরীত দিক থেকে একটি পিকআপ ঘোড়াশালের দিকে যাচ্ছিল। বাস ও পিকআপটি কালীগঞ্জের চুয়ারিখোলা এলাকা অতিক্রম করছিল। সেই সময় পিকআপকে সামনে থেকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই সেলিম মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও পিকআপটি জব্দ করে মরদেহ থানায় নিয়ে যায়।</p> <p>কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন কালের কণ্ঠকে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।</p>