<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ভাবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন সিদ্দিকী। তাঁর ছেলে মোহাইমিন সিদ্দিকী ফুয়াদ (১৪) স্থানীয় ভাবন দত্ত গণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও ফাহিম সিদ্দিকী (১১) স্থানীয় মাদরাসায় পড়ে। বড় ছেলে বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী ও শ্যালিকাসহ ছেলেকে অ্যাম্বুল্যান্সে করে ঢাকা যাচ্ছিলেন। কিন্তু সাভারের পুলিশ টাউন এলাকায় এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনই আগুনে পুড়ে মারা গেছেন। বুধবার রাত ২টার দিকে সংঘটিত এই সড়ক দুর্ঘটনায় বাসের লকারে থাকা অর্ধশতাধিক ছাগলও আগুনে পুড়ে গেছে।  </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা হলেন প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন সিদ্দিকী, তাঁর স্ত্রী মহসিনা সিদ্দিকী, ছেলে মোহাইমিন সিদ্দিকী ফুয়াদ ও শ্যালিকা সীমা আক্তার। এ ঘটনায় আহতরা হলেন গোলাম রাব্বানী, সবুজ, সাহের আলম, নুর ইসলাম, বাবুল হক, শাহিনুর, মোরশেদসহ অন্তত ৩০ জন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আহত বাসযাত্রী সবুজ জানান, রাতে আমরা সাতজন নীলফামারীর জলডাঙ্গা থেকে ঝুমুর পরিবহনের বাসে ঢাকায় আসছিলাম। রাত ২টার দিকে হঠাৎ আমাদের গাড়িটি সামনের একটি অ্যাম্বুল্যান্সের পেছনের ধাক্কা দিলে গাড়িতে আগুন ধরে যায়। একই সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের আরো একটি বাস আমাদের বাসের পেছনে মেরে দেয়। এ সময় আমাদের বাসের সামনের গ্লাস ভেঙে গেলে আগুন ভেতরে ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে আমরা কোনো মতো জানালা গিয়ে লাফিয়ে নিচে নামি। এ সময় আমার হাত কেটে যায় এবং কোমরে ব্যথা পাই।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রফিক নামের এক পথচারী জানান, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাতে একটি অ্যাম্বুল্যান্সের সিলিন্ডার বিস্ফোরণ থেকে দুটি চলন্ত বাসে আগুন লাগে। পরে সকালে এসে দেখি পুড়ে যাওয়া বাসের লকারে অনেক ছাগল পুড়ে মারা গেছে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ফায়ার সার্ভিসের ডিএডি (জোন-৪) মো. আলাউদ্দিন বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান, বাস দুটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুড়ে যাওয়া দুজন নারী, একজন পুরুষ ও একটি শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানান, বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই ট্রাকচালক রাজিব হোসেন নিহত হন। নিহত রাজিব কুষ্টিয়া সদরের জুগিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। আহত হয়েছেন বই সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মী আনোয়ার হোসেন। জানা গেছে, পাঠ্যপুস্তকবাহী ট্রাকটি ঢাকা থেকে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগরে যাচ্ছিল। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের হালুয়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত আরো এক আরোহীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আল-আকসা (৩৫)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার লিয়াকত আলীর পুত্র। আহত যুবকের নাম ফাহাদ মাহমুদ ফারাবী (৩২)। তিনি ময়মনসিংহের সানকিপাড়া এলাকার আবুল হাশেমের পুত্র। নিহত অন্য আরেক যুবকের নাম পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লার চান্দিনায় মারুতির সঙ্গে বাসের ধাক্কায় লামহা (৬) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশহর সরকারি মৎস্য খামারের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু লামহা দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামের প্রবাসী শাকিল আহমেদের মেয়ে। আহতরা হলেন</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> দেবিদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামের মরিয়ম আক্তারসহ আরো চারজন।</span></span></span></span></span></p> <p> </p>