<p style="text-align:justify">ঝিনাইদহ সদরে বাসের ধাক্কায় লিয়াকত আলী (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে  উপজেলার হাটগোপালপুর বাজারের পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী একই উপজেলার হরিশংকরপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।</p> <p style="text-align:justify">স্থানীয়রা জানায়, সকালে কোদালিয়া গ্রাম থেকে ভ্যানে করে দুই শিশুকে নিয়ে হাটগোপালপুর মর্নিং সান কিন্ডারগার্ডেনে যাচ্ছিলেন ভ্যানচালক লিয়াকত আলী। পথিমধ্যে হাটগোপালপুর বাজারের পাওয়ার হাউজের সামনে পৌঁছালে মুজিবনগর থেকে কুয়াকাটাগামী নিউ মডার্ন একপ্রেস নামের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। </p> <p style="text-align:justify">বাসের ধাক্কায় ভ্যানচালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।</p> <p style="text-align:justify">আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।</p>