<p>ফরিদপুরের সালথায় বিএনপি নেতাকর্মীদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় সাহিদুজ্জামান সাহিদ (৬৫) নামে প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। </p> <p>শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। </p> <p>সাহিদুজ্জামান সাহিদ সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি মো. আতাউর রহমান।</p> <p>ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান সাকিল কালের কণ্ঠকে বলেন, সালথার মাঝারদিয়া গ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সাহিদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিজ এলাকায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির একাধিক অভিযোগ রয়েছে। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।</p> <p>উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে গত শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বরের সমর্থক মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ডিজু শেখ, ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক রুমান, যুবদল নেতা সজিব ও ইউপি সদস্য নুর আলমের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাহিদুজ্জামান সাহিদের সমর্থকরা। এ ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p>