<p style="text-align:justify">চট্টগ্রামের রাউজানে অবৈধভাবে মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে মো. সুমন ও মো. ওসমান গনি নামে যুবদলের দুই নেতাকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন আসামিকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। এ ছাড়া অপরজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p style="text-align:justify">সোমবার রাত ৯টায় পুলিশ তাদের থানায় নিয়ে যায়। গ্রেপ্তাররা হলেন— পূব রাউজান এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে মো. তছলিম (৪২) ও একই এলাকার রশিদাপাড়ার মৃত মনছফ আলীর ছেলে রিপন (৩৫)। </p> <p style="text-align:justify">জানা যায়, গত শনিবার রাত ৯টায় উপজেলার ৭ নম্বর রাউজান সদর ইউপির রশিদাপাড়া এলাকায় মাটি কাটা নিয়ে কথা-কাটাকাটির জেরে তছলিম, রিপনসহ একদল সন্ত্রাসী সুমন ও ওসমানকে কুপিয়ে জখম করে। তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল। এর মধ্যে সুমনকে মৃত্যু নিশ্চিত ভেবে কর্দমাক্ত জমিতে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। এর মধ্যে সুমন এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ ঘটনায় পরদিন আহত ওসমান গনির ফুফাতো ভাই মো. বোরহান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।</p> <p style="text-align:justify">রাউজান থানার উপপরিদর্শক আবদুর রশীদ বলেন, পূর্ব রাউজান এলাকায় আসামি তছলিমকে জনতা সোমবার রাত ৯টায় আটক রেখে পুলিশকে খবর দেয়। এরপর আমরা ঘটনাস্থলে পৌঁছলে জনতা তাকে আমাদের কাছে সোপর্দ করে। এরপর পূর্ব রাউজানের নিজ ঘর থেকে আসামি রিপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। জনতার হাতে আটক হওয়ার সময় ক্ষুব্ধ জনতা তছলিমকে মারধর করায় তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়। </p> <p style="text-align:justify">তিনি বলেন, মঙ্গলবার তাদের কোর্টে পাঠানো হবে। <br />  </p>