<p style="text-align:justify">গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে অবশ্যই ছাত্রসংসদগুলো হতে হবে। যারা অবৈধভাবে ক্ষমতা দীর্ঘদিন টিকে থাকতে চায় তারাই ছাত্রসংসদ নির্বাচন দিতে ভয় পায়।’</p> <p style="text-align:justify">আজ সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জাবি শাখা এ সংলাপের আয়োজন করে। সংলাপের শিরোনাম ছিল ‘ছাত্ররাজনীতির সংস্কার : প্রসঙ্গ ডাকসু, জাকসু, চাকসু, রাকসু’।</p> <p style="text-align:justify">এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘একটি দল থাকলে অন্য একটি দল সেখানে অংশগ্রহণ করবে না এমন মানসিকতা পরিবর্তন করা জরুরি।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘দেশের ও জনগণের স্বার্থে দলীয় মতবিরোধ উপেক্ষা করে এগিয়ে আসতে হবে।’</p> <p style="text-align:justify">সংলাপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান সকল দল, মত, পথ নির্বিশেষে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টায় হয়েছিল। বৈচিত্র্যের নামে বিভাজন সৃষ্টি হচ্ছে, এতে গণ-অভ্যুত্থানের শক্তি দুর্বল হচ্ছে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘রাজনৈতিক সংস্কারের সঙ্গে সঙ্গে মানব উন্নয়নে কাজ করতে হবে। এ দেশে আমরা প্রশংসাকে পূজা এবং সমালোচনাকে কুৎসা মনে করি। ডিবেটের পরিবর্তে ডায়লগ করতে হবে। চব্বিশের দুই হাজার শহীদের রক্তের ঋণ শোধ করার লক্ষ্যে জাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছি।’</p> <p style="text-align:justify">সংলাপে আরো বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।</p>