<p style="text-align:justify">শরীয়তপুরে সোহাগ বেপারী নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২১ সালে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় গত শনিবার দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রবিবার রাতে শহরের চরপালং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহাগ বেপারী ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার আগে শরীয়তপুর সরকারি কলেজ শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্যাটারি চুরির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736156789-5101e7191fc8f5ddda6324228af64a0a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্যাটারি চুরির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/06/1465635" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">পালং মডেল থানা সূত্রে জানা গেছে, সোহাগ বেপারী শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরপালং এলাকার বাসিন্দা। গণ অধিকার পরিষদের শরীয়তপুর জেলা কমিটির সদস্য সচিব শাহজালাল সাজু বাদী হয়ে ৩০ ব্যক্তিকে আসামি করে গত শনিবার পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। </p> <p style="text-align:justify">ওই মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২১ সালে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মিরা সোহাগ বেপারীর নেতৃত্বে গণ অধিকার পরিষদের নেতা-কর্মিদের ওপর হামলা করা হয়। শাহজালাল সাজুর দায়ের করা মামলায় সোহাগ বেপারী ২৭ নম্বর আসামি। সোমবার সকালে তাকে শরীয়তপুর জুডিমিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বয়স কমালে ভোটারসংখ্যা কেমন বাড়তে পারে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736155776-01e248f469cb01de1b1381cba1e0db3c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বয়স কমালে ভোটারসংখ্যা কেমন বাড়তে পারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/06/1465631" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ ব্যাপারে মামলার বাদী গণ-অধিকার পরিষদের সদস্য সচিব শাহজালাল সাজু কালের কণ্ঠকে বলেন, 'আমাদের নেতাকর্মীদের ওপর ২০২১ সালের মহান বিজয় দিবসের অনুষ্ঠানে অতর্কিত হামলা চালিয়েছিল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের সেই হামলায় আমাদের নেতাকর্মীদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছিল। তখন পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না। এজন্য আমরা তাদের ভয়ে আইনগত কোনো পদক্ষেপে নিতে পারিনি। এখন আমরা আইনগত পদক্ষেপ নিয়েছি। সেই হামলার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি।'</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৭ বছর বয়সে ভোটার হলে যেসব আইনি সংকট তৈরি হতে পারে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736154734-57a2dd72bb15d5b8409b4dfd24b19722.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৭ বছর বয়সে ভোটার হলে যেসব আইনি সংকট তৈরি হতে পারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/06/1465626" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify"><br />  <br /> জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, এজাহার নামীয় আসামি সোহাগ বেপারীকে গণ অধিকার পরিষদের এক নেতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।</p>