ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

গণ অধিকার পরিষদের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

শরিয়তপুর প্রতিনিধি
শরিয়তপুর প্রতিনিধি
শেয়ার
গণ অধিকার পরিষদের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
সোহাগ বেপারী

শরীয়তপুরে সোহাগ বেপারী নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২১ সালে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় গত শনিবার দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রবিবার রাতে শহরের চরপালং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহাগ বেপারী ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার আগে শরীয়তপুর সরকারি কলেজ শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।

আরো পড়ুন
ব্যাটারি চুরির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা

ব্যাটারি চুরির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা

 

পালং মডেল থানা সূত্রে জানা গেছে, সোহাগ বেপারী শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরপালং এলাকার বাসিন্দা। গণ অধিকার পরিষদের শরীয়তপুর জেলা কমিটির সদস্য সচিব শাহজালাল সাজু বাদী হয়ে ৩০ ব্যক্তিকে আসামি করে গত শনিবার পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

ওই মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২১ সালে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মিরা সোহাগ বেপারীর নেতৃত্বে গণ অধিকার পরিষদের নেতা-কর্মিদের ওপর হামলা করা হয়। শাহজালাল সাজুর দায়ের করা মামলায় সোহাগ বেপারী ২৭ নম্বর আসামি।

সোমবার সকালে তাকে শরীয়তপুর জুডিমিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
বয়স কমালে ভোটারসংখ্যা কেমন বাড়তে পারে

বয়স কমালে ভোটারসংখ্যা কেমন বাড়তে পারে

 

এ ব্যাপারে মামলার বাদী গণ-অধিকার পরিষদের সদস্য সচিব শাহজালাল সাজু কালের কণ্ঠকে বলেন, 'আমাদের নেতাকর্মীদের ওপর ২০২১ সালের মহান বিজয় দিবসের অনুষ্ঠানে অতর্কিত হামলা চালিয়েছিল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের সেই হামলায় আমাদের নেতাকর্মীদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছিল। তখন পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না।

এজন্য আমরা তাদের ভয়ে আইনগত কোনো পদক্ষেপে নিতে পারিনি। এখন আমরা আইনগত পদক্ষেপ নিয়েছি। সেই হামলার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি।'

আরো পড়ুন
১৭ বছর বয়সে ভোটার হলে যেসব আইনি সংকট তৈরি হতে পারে

১৭ বছর বয়সে ভোটার হলে যেসব আইনি সংকট তৈরি হতে পারে

 


 
জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, এজাহার নামীয় আসামি সোহাগ বেপারীকে গণ অধিকার পরিষদের এক নেতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সাবেক এমপি ছানোয়ার ১৯ দিনের রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
সাবেক এমপি ছানোয়ার ১৯ দিনের রিমান্ডে
সংগৃহীত ছবি

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেনকে চার মামলায় ১৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ মার্চ) টাঙ্গাইল সদর আমলি আদালত একটি হত্যাসহ তিন মামলায় ১৩ দিন এবং মির্জাপুর আমলি আদালত একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ছানোয়ারকে পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রতিটি মামলায় সাত দিন করে রিমান্ড চেয়ে টাঙ্গাইল সদর আমলি আদালতে হাজির করা হয়। টাঙ্গাইল সদর থানায় স্কুল ছাত্র মারুফ হত্যা মামলা এবং আরো দুটি ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ মামলাগুলোতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক গোলাম মাহবুব খাঁন মারুফ হত্যা মামলায় ও দ্রুত বিচার আইনে করা মামলায় পাঁচ দিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ছানোয়ারকে মির্জাপুর আমলি আদালতে হাজির করা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত কলেজ ছাত্র মারুফ হত্যা মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে।

শুনানি শেষে আদালতের বিচারক মোছাম্মৎ রুমি খাতুন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মদ জানান, সোমবার থেকেই ছানোয়ারকে তারা জিজ্ঞাসাবাদ শুরু করবেন।  

ছানোয়ার ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।

শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। ১৫ ফেব্রুয়ারি রাতে ঢাকা মহানগরীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভাটারা থানায় দায়ের একটি মামলায় তাকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তারপর থেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ছিলেন ছানোয়ার। 

মন্তব্য

আগাম জামিন পেলেন সিলেটের ৪২ ‘আ. লীগ’ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
আগাম জামিন পেলেন সিলেটের ৪২ ‘আ. লীগ’ নেতাকর্মী
ছবি : কালের কণ্ঠ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে করা বিস্ফোরক আইনের ৪ রাজনৈতিক মামলার ৪২ জন আসামিকে আগাম জামিন দিয়েছেন আদালত। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। এর মধ্যে রবিবার ৩৬ এবং সোমবার ৬ জন আগাম জামিন পেয়েছেন।

সোমবার (১৭ মার্চ) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ তাদের ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে দায়রা জজ সিলেটের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন।

সোমবার আগাম জামিনপ্রাপ্তরা হলেন জকিগঞ্জের মানিকপুর গ্রামের মতিউর রহমানের ছেলে সুলতান আহমদ, একই উপজেলার কলাদাপানিয়া গ্রামের সুধীর কুমার সিংহের ছেলে সজল কুমার সিংহ, হাতধর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে ইকবাল আহমদ, দরগা বাহারপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এটিএম ফয়সল ও পীরের চক গ্রামের নোমান আলীর ছেলে শিমুল আহমদ।

এর আগে গত রবিবার একই আদালতের বিচারকরা ৩৬ জনকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন। জামিন শুনানিতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী শারমিন রুবায়ত ইসলাম।

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জি বাবর, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সজল বর্মণ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন প্রমুখ।

এসব তথ্য নিশ্চিত করেছেন উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়াদের অন্যতম জকিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী। তিনি বলেন, ‘আদালত আজ ৬ জনকে আগাম জামিন দিয়েছেন। এর আগে গতকাল (রবিবার) আরো ৩৬ জনকে আগাম জামিন দেন।’

মন্তব্য

ছাত্রকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষক গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
ছাত্রকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষক গ্রেপ্তার
অভিযুক্ত শিক্ষক মাহাদি হাসান। ছবি : কালের কণ্ঠ

ঢাকার কেরানীগঞ্জে ১১ বছরের মাদরাসা ছাত্রকে ধর্ষণচেষ্টার মামলায় মাদরাসার শিক্ষক মাহাদি হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

আজ সোমবার (১৭ মার্চ) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ থেকে মাহাদিকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারীপুরের চর মাগুরিয়া পাকদি বাস স্ট্যান্ড এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদার ছেলে। তিনি হাসনাবাদ হাউজিং এলাকায় ভাড়াবাসায় বসবাস করেন এবং ওই মাদরাসার পরিচালক।

আরো পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

 

মামলার বিবরণে জানা গেছে, যাত্রাবাড়ী এলাকার প্যাকেজিং ব্যবসায়ী তার ছেলেকে গত বছর হাসনাবাদ এলাকার একটি মাদরাসায় ভর্তি করেন। মাদরাসা পরিচালক মাহাদি ছেলেটিকে তার ইচ্ছার বিরুদ্ধে বেশ কয়েকবার ধর্ষণ করেন। এতে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকেরা তাকে মাদরাসা থেকে নিয়ে গিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, হাসপাতালের কাগজপত্র নিয়ে থানায় এসে ছেলেটির বাবার অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করে মাহাদি হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য

পাবনায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
শেয়ার
পাবনায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
ছবি : কালের কণ্ঠ

পাবনায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন অভিযান চালিয়ে অনুমোদন না থাকায় একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পাবনা সদর উপজেলার চর বলরামপুর এলাকায় এসআরবি ব্রিকস নামের ইটভাটায় অভিযান চালান।

ইট ভাটাটির অনুমোদন না থাকায় সেটি ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মুরাদ হোসেনের নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হয়।

আরো পড়ুন
ভুল চিকিৎসায় তরুণের মৃত্যু : ৪ লাখ টাকায় রফাদফা, চুক্তিপত্র ভাইরাল

ভুল চিকিৎসায় তরুণের মৃত্যু : ৪ লাখ টাকায় রফাদফা, চুক্তিপত্র ভাইরাল

 

অভিযানের শুরুতে এলাকাবাসীর তোপের মুখে অভিযান পরিচালনা করতে বেগ পেতে হয়।

পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

অভিযানে পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর, পুলিশ,র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর বলেন, ‘সারা দেশে ইটভাটার  বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা নিয়মিতই ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি।

আমাদের এই অভিযান চলমান থাকবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ