যশোর শহরের রেলরোড পঙ্গু হাসপাতাল এলাকায় মীর সাদী (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাদী রেলগেট এলাকার মীর শওকতের ছেলে। তিনি শহরের রেল বাজারের ইজারাদার।
যশোর শহরের রেলরোড পঙ্গু হাসপাতাল এলাকায় মীর সাদী (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাদী রেলগেট এলাকার মীর শওকতের ছেলে। তিনি শহরের রেল বাজারের ইজারাদার।
নিহতের স্বজনেরা জানান, সাদীর কাছে চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। তার জেরেই সোমবার রাতে সাদীকে ছয় থেকে সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। পরে গুলিবিদ্ধ সাদীকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ১২টার দিকে মৃত্যু হয় তার।
যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক খান মাইদুল ইসলাম সাংবাদিকদের জানান, মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় পঙ্গু হাসপাতালের সামনে সুমন ওরফে ট্যাটু সুমন নামে চিহ্নিত এক সন্ত্রাসী সাদিকে গুলি করে বলে প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছেন। রেল বাজার নিয়ে কোন্দলে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাকিরুল জানান, সাদীর বুক ও গলায় দুটি গুলি লেগেছে। তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছিল।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল জানান, জড়িতদের ধরতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ অভিযান শুরু করেছে।
সম্পর্কিত খবর
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে একটি নিয়ম ও পরিকল্পনায় যেতে হবে। দেশ যেহেতু স্বাধীন। তাহলে একটি স্বাধীন বিচার ব্যবস্থা রয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়ন বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, হাসিনার পরিবারের বাইরে তার দোসর যারা মন্ত্রী-এমপি ছিল তারা সবাই লুটের সঙ্গে জড়িত ছিল। দুঃশাসন, গুম-খুনের সঙ্গে জড়িত ছিল।
তিনি আরও বলেন, বিচারের প্রক্রিয়া দৃশ্যমান হয়ে গেলে তখন নির্বাচনের আলোচনা আসবে। সেই আলোকে একটি গোলটেবিল বৈঠক হবে সরকারের সঙ্গে। তখন সকল রাজনৈতিক দল বসে সেখানে একটি সমঝোতা চুক্তি করবে। সমঝোতা করেই বলবে আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ নেই। আওয়ামী লীগ এদেশে গুম-খুন, অত্যাচার-নির্যাতন, গণহত্যা ও লুট করছে। তাহলে অটোমেটিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের একটি বার্তা জাতির সামনে দিতে পারতাম। এখন পর্যন্ত আমরা তা করি নাই। তা না করে আমরা রাজনৈতিক দলের মধ্যে বিবাধ সৃষ্টি করছি। জাতির সামনে এই বিরোধটা নিয়ে আসছি। এটি খুব কষ্টকর, দুঃখজনক।
এ্যানি বলেন, যেসকল রাজনৈতিক দল বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন, তা না করে সরকারের সঙ্গে বসেন। এবং সরকারের দায়িত্ব সকল রাজনৈতিক দলকে এক টেবিলে এনে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে এ বিচার প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন ও এর মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের কাজ সম্পন্ন করা। এজন্য একটি ঐক্যমত-চুক্তিতে আবদ্ধ হওয়া খুব জরুরি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা ও বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মো. শরীফ মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২১ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে এ আদেশে দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন সাংবাদিকদের জানান, আজকে (২১ মার্চ) শরীফ মাহমুদকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর জামিনের আবেদন করা হয়।
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি রফিক আহমেদ জানান, আটক শরীফ মাহমুদকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। সরকারি ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি মামলা রয়েছে। এই ব্যাপারে দুদকের সঙ্গেও যোগাযোগ করা হয়।
গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে বাংলাদেশ বেতার ভবনে শরীফ মাহমুদকে অবরুদ্ধ করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা। এই খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের ৪ আগস্ট শরীফ মাহমুদের স্বাক্ষর করা চিঠিতে কারফিউ জারি হয়েছিল।
রাজশাহীর বাঘা উপজেলায় অনুপস্থিতির সুযোগ নিয়ে দিনে-দুপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তুষার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ছয় দিন পর রাজশাহীর র্যাব-৫ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে রাজশাহীর বেলপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর এলাকার মুক্তার আলীর ছেলে তুষার।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ উপজেলার হাবাসপুর এলাকায় স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তুষার এক গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনার তিন দিন পর ১৮ মার্চ সকালে স্বামী বাড়ি ফিরে এলে বাঘা থানায় তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী। মামলা রেকর্ড করার দুদিন পর গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র্যাব-৫ বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে রাজশাহীর বেলপুকুর এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়। আসামি তুষার ইতোমধ্যে তার অপরাধ স্বীকার করেছেন বলেও নিশ্চিত করেছে র্যাব।
এ ঘটনায় শুক্রবার সকালে বাঘা থানায় তুষারকে সোপর্দ করেছে র্যাব। বাঘা থানার (মামলা) তদন্ত কর্মকর্তা (এস.আই) প্রদ্যুৎ কুমার বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। বিষয়টি পরীক্ষা নিরীক্ষার জন্য গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি-তে) পাঠানো হয়েছে।
আনোয়ারা উপজেলায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উৎপল সেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপি নেতার দায়ের করা মামলার ৮৯ নং আসামি।
শুক্রবার বেলা ১২টার দিকে আনোয়ারা সদরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, বিএনপি নেতার মামলার ৮৯ নং আসামি উৎপল সেনকে আজ দুপুরে তার বাসা থেকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।