বগুড়ায় ট্রাকচাপায় নিহত ২, নছিমনের ২১ যাত্রী আহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বগুড়ায় ট্রাকচাপায় নিহত ২, নছিমনের ২১ যাত্রী আহত
সংগৃহীত ছবি

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় এক পথচারী ও এক নছিমন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২১ জন। শুক্রবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের রণবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন

যাদের নেতৃত্বে আ. লীগকে ফেরানোর ‘পরিকল্পনা’ হচ্ছে, জানালেন হাসনাত

যাদের নেতৃত্বে আ. লীগকে ফেরানোর ‘পরিকল্পনা’ হচ্ছে, জানালেন হাসনাত

 

পুলিশ জানায়, শুক্রবার সকালে একটি ট্রাক ধুনট উপজেলা থেকে শেরপুরের দিকে আসছিল।

এসময় শেরপুরের রণবীরবালা বশীর পগলা মাজার এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা হানিফ উদ্দিনকে (৩৫) চাপা দেয় ট্রাকটি। এরপর বিপরীত থেকে আসা একটি নছিমনও ট্রাকের নিচে চাপা পড়ে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই পথচারী হানিফ ও নছিমনের যাত্রী হারুন অর রশিদ (৫২) মারা যান।

আরো পড়ুন

জনগণ আ.লীগকে রাজনীতির সুযোগ দিলে আমাদের আপত্তি থাকবে না: রিজভী

জনগণ আ.লীগকে রাজনীতির সুযোগ দিলে আমাদের আপত্তি থাকবে না: রিজভী

 


 
দুর্ঘটনায় আহত ২১ যাত্রীকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক চিকিৎসা শেষে ১৩ যাত্রী বাড়ি ফিরে গেলেও আটজন এখনও চিকিৎসাধীন। আহতদের মধ্যে সবাই দিনমজুর, তারা একটি বাড়ি নির্মাণের কাজে যাচ্ছিলেন।

আরো পড়ুন

টানা ৩ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

টানা ৩ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

 

শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জানান, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।
 
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, 'ট্রাকের চালক পালিয়ে গেছে, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

মন্তব্য

সম্পর্কিত খবর

নিজ ছেলেকে এমপি প্রার্থী ঘোষণা করলেন আমানউল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
নিজ ছেলেকে এমপি প্রার্থী ঘোষণা করলেন আমানউল্লাহ আমান
ছবি: কালের কণ্ঠ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান নিজের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।

আজ শনিবার (২২ মার্চ) বিকেলে কেরানীগঞ্জের মধ্যেরচর আরশিনগর এলাকায় মরহুম ইব্রাহিম বেপারী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলে এ ঘোষণা দেন তিনি।

আরো পড়ুন
দল হিসেবে আ. লীগের অপরাধের বিচার করতে হবে : জোনায়েদ সাকি

দল হিসেবে আ. লীগের অপরাধের বিচার করতে হবে : জোনায়েদ সাকি

 

আমানউল্লাহ আমান বলেন, কেরানীগঞ্জে যত উন্নয়ন হয়েছে সব বিএনপি আমলে হয়েছে। আগামী নির্বাচনে ব্যারিস্টার অমি নির্বাচিত হলে বিএনপি সরকার বুড়িগঙ্গা নদীর উপর খোলামোড়া-কামরাঙ্গীরচর ব্রিজ নির্মাণ করে দেবে ইনশাআল্লাহ।

 

তিনি বলেন, হাজারো বিএনপি নেতাকর্মী ও ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ এগিয়ে যাবে, কোন নতজানু পররাষ্ট্রনীতি চলবে না, আমরা ভারতের দাসত্ব করবো না।

আরো পড়ুন
আওয়ামী লীগ মিছিল বের করে আমাদের দোষে : টুকু

আওয়ামী লীগ মিছিল বের করে আমাদের দোষে : টুকু

 

ফাউন্ডেশনের সভাপতি মো. সজিব বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শামিম হাসান, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, কেরানীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাসুদ রানাসহ অনেকে। এর আগে কয়েকশ’ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন অতিথিরা। 

মন্তব্য

দল হিসেবে আ. লীগের অপরাধের বিচার করতে হবে : জোনায়েদ সাকি

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
শেয়ার
দল হিসেবে আ. লীগের অপরাধের বিচার করতে হবে : জোনায়েদ সাকি
ছবি: কালের কণ্ঠ

আওয়ামী লীগের যে নেতৃবৃন্দের নির্দেশে হত্যাযজ্ঞ চালানো হয়েছে অবিলম্বে তাদের বিচার করতে হবে। একইসঙ্গে জুলাই আগস্টের অভ্যুত্থানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, অভ্যূত্থানের ৭ মাস অতিক্রান্ত হওয়ার পরেও বিচার কাজ এখনো উল্লেখযোগ্য মাত্রায় এগোয়নি। ফলে মানুষের মধ্যে হতাশা ক্ষোভ তৈরি হয়েছে।

সেই হতাশার প্রতিফল দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে।

আরো পড়ুন
যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার হামলা-ভাঙচুর

যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার হামলা-ভাঙচুর

 

শনিবার (২২ মার্চ) বিকেলে পাবনার একটি কমিউনিটি সেন্টারে গণসংহতি আন্দোলন পাবনা জেলা শাখার আয়োজনে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও এর রূপরেখা’ শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
সুন্দরবনে ৪ একরজুড়ে জ্বলছে আগুন

সুন্দরবনে ৪ একরজুড়ে জ্বলছে আগুন

 

জোনায়েদ সাকি বলেন, ভারতীয় গণমাধ্যম ও ভারতীয় শাসকদল বাংলাদেশকে বিশ্বের সামনে ইসলামী জঙ্গিবাদের উত্থান হিসেবে দেখাতে চায়। আর বাংলাদেশে তৌহিদী জনতার নামে মব তৈরি করে অরাজকতা তৈরি করা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, হামলা করা হচ্ছে।

আমেরিকার কাছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে যেভাবে দেখাতে চায় সেটাই ঘটছে। এটা আমাকে সতর্কভাবে ভাবতে হবে।

পাবনা জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জুলহাসনাইন বাবুর সভাপতিত্বে এবং জেলা সম্পাদক শেখ আজহারুল ইসলাম আজহারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী সমিতি পাবনা জেলার সভাপতি আরশেদ আলম, ক্যাপ্টেন ডা. সারোয়ার জাহান ফয়েজ, কবি কথা হাসনাত, বিশিষ্ট সমাজ সেবক আইমান জান চৌধুরী, বেড়া উপজেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক আব্দুল আলীম, পাবনা জেলার যুগ্ম সম্পাদক কামরুল হাসান লিটন, সাঁথিয়া উপজেলার আহ্বায়ক মুরাদ হোসেন বক্তব্য দেন।

মন্তব্য
আশুলিয়ায়

যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার হামলা-ভাঙচুর

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার হামলা-ভাঙচুর
ছবি: কালের কণ্ঠ

সাভারের আশুলিয়ায় যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে দাওয়াত না দেয়ায় অতর্কিত হামলা চালিয়ে প্যান্ডেল ভাঙচুর, ডেকোরেটর কর্মীদের মারধর ও খাবার নষ্ট করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীদের আটক করতে পারেনি। 

শনিবার (২২ মার্চ) দুপুরে আশুলিয়ার পাবনারটেক মাঠে এই ঘটনা ঘটে।

দোয়া ও ইফতার মাহফিলের আয়োজক আশুলিয়া থানা যুবদল নেতা জহিরুল ইসলাম বলেন, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি পিয়ার আলী ও তার সহযোগী মো. ইদ্রিসের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে প্যান্ডেল, মোটরসাইকেল ও সাউন্ড সিস্টেমের বক্স ভাঙচুরসহ ডেকোরেটর কর্মীদের মারধর করা হয়েছে।

হামলাকারীরা এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং দুটি মোটরসাইকেল নিয়ে যায়। এছাড়া তারা ২৫শ লোকের জন্য রান্না খাবার নষ্ট করেছে।

তিনি আরো বলেন, ইফতার মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে প্রধান অতিথি করা হয়েছিল। কিন্তু পিয়ার আলীর অভিযোগ, দাওয়াত না পেয়েই ক্ষুব্ধ হয়ে এই হামলা চালানো হয়।

তাদের হামলায় যুবদল কর্মী সাঈদ ও শাহাদাত আহত হয়েছে।

হামলার ঘটনায় অভিযুক্ত পিয়ার আলীর সঙ্গে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি।

অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য
সন্ত্রাসী কর্মকাণ্ড ও মামলাবাজি

বিএনপির এক নেতার পদ স্থগিত, আরেকজনকে শোকজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
বিএনপির এক নেতার পদ স্থগিত, আরেকজনকে শোকজ
সংগৃহীত ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির এক নেতার পদ স্থগিত ও আরেক নেতাকে শোকজ করেছে জেলা বিএনপি।

আজ শনিবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত আলাদা চিঠিতে এ তথ্য জানানো হয়।

তাদের মধ্যে কাজিপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুর পদ স্থগিত এবং জেলা বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলামকে শোকজ করা হয়েছে। 

আরো পড়ুন
কক্সবাজারে ৭৫০ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে ৭৫০ জনের বিরুদ্ধে মামলা

 

মিজানুর রহমানকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আধিপত্য বিস্তারে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, দলীয় কোন্দল সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হলো।

অ্যাডভোকেট নাজমুল ইসলামকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আর্থিক লেনদেনের মাধ্যমে মামলাবাজির মতো অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর লিখিত জবাব জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর জমা দিতে হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ