ঢাকা, মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
১১ চৈত্র ১৪৩১, ২৪ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
১১ চৈত্র ১৪৩১, ২৪ রমজান ১৪৪৬
সন্ত্রাসী কর্মকাণ্ড ও মামলাবাজি

বিএনপির এক নেতার পদ স্থগিত, আরেকজনকে শোকজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
বিএনপির এক নেতার পদ স্থগিত, আরেকজনকে শোকজ
সংগৃহীত ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির এক নেতার পদ স্থগিত ও আরেক নেতাকে শোকজ করেছে জেলা বিএনপি।

আজ শনিবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত আলাদা চিঠিতে এ তথ্য জানানো হয়।

তাদের মধ্যে কাজিপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুর পদ স্থগিত এবং জেলা বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলামকে শোকজ করা হয়েছে। 

আরো পড়ুন
কক্সবাজারে ৭৫০ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে ৭৫০ জনের বিরুদ্ধে মামলা

 

মিজানুর রহমানকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আধিপত্য বিস্তারে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, দলীয় কোন্দল সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হলো।

অ্যাডভোকেট নাজমুল ইসলামকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আর্থিক লেনদেনের মাধ্যমে মামলাবাজির মতো অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর লিখিত জবাব জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর জমা দিতে হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

বদলগাছী আ. লীগ সভাপতি আবু খালেদ বুলু গ্রেপ্তার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
শেয়ার
বদলগাছী আ. লীগ সভাপতি আবু খালেদ বুলু গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু খালেদ বুলুকে থানা পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৫ মার্চ) রাতে নওগাঁ সদর থানা ও বদলগাছী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আক্কেলপুর সুতাহাটী গ্রামে তার নিজবাসা থেকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন
সচিবালয় এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০

সচিবালয় এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০

 

জানা যায়, আবু খালেদ বুলু আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন বলে ৩/৪ দিন আগে বাড়িতে আসেন।

বুলু বাড়িতে এলেও বাড়ির বাইরে বের হননি। থানা পুলিশ খবর পেয়ে নওগাঁ সদর থানায় দায়েরকৃত এক বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করে।

জানতে চাইলে বদলগাছী থানার ওসি (তদন্ত) মো, সাইফুল ইসলাম বলেন, ‘নওগাঁ সদর থানার এক বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

মন্তব্য

ময়মনসিংহে কাভার্ডভ্যান চাপায় স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
ময়মনসিংহে কাভার্ডভ্যান চাপায় স্বামী-স্ত্রী নিহত
ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহে কাভার্ডভ্যান চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার চুরখাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন আব্দুল হেকিম (৮০) ও তার স্ত্রী আজমলা খাতুন (৬৫)। তারা ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই পাড়াইল এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে দুই পথচারী চুরখাই মোড়ে সড়ক পারাপারের চেষ্টা করছিলেন। এ সময় ঢাকাগামী সাগর ট্রান্সপোর্ট এজেন্সির দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। 

তিনি জানান, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এদিকে ঘটনার পরপরই মহাসড়কে বেশ কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

ঈদ উপহার হিসেবে ৮২ নারীকে সেলাই মেশিন দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ
শেয়ার
ঈদ উপহার হিসেবে ৮২ নারীকে সেলাই মেশিন দিলেন বিএনপি নেতা
ছবি: কালের কণ্ঠ

পবিত্র ঈদুল ফিতরে ঈদ উপহার হিসেবে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৮২ নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছেন বিএনপি নেতা অ্যাডভোকেট এম এ মজিদ। আজ মঙ্গলবার (২৫ মার্চ ) সকালে হরিণাকুণ্ডু শহরের প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল কবির মুকুল, হরিণাকুণ্ডু উপজেলার সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাতুল হক খাঁনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ জানান, নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে হরিণাকুণ্ডু উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৮২ জন নারীর মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এই উপহারের মাধ্যমে ৮২টি পরিবারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

গ্রাহকদের টাকা আত্মসাৎ : লক্ষ্মীপুরে পোস্টমাস্টারসহ ৭ জনের নামে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
গ্রাহকদের টাকা আত্মসাৎ : লক্ষ্মীপুরে পোস্টমাস্টারসহ ৭ জনের নামে মামলা
ছবি: কালের কণ্ঠ

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রতারণা করে ৭ নারী গ্রাহকের ৩৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় পোস্টমাস্টার জসিম উদ্দিনসহ ৭ জনের নামে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (রামগঞ্জ) আদালতে ভুক্তভোগী ফেরদৌসি আক্তার বিউটি এ মামলা দায়ের করেন। ভুক্তভোগী অপর ৬ জন মামলার সাক্ষী।

বাদীর আইনজীবী আনোয়ার হোসেন মৃধা বলেন, আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল ঘটনাটি আমলে নিয়েছেন।

এ ঘটনায় এফআইআর নেওয়ার জন্য রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযুক্ত জসিম রামগঞ্জ উপজেলা ডাকঘরের সাবেক পোস্টমাস্টার। বর্তমানে তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলা ডাকঘরের পোস্ট মাস্টার পদে কর্মরত।

আরো পড়ুন
ট্রান্সফরমার চুরির অভিযোগে যুবদল-ছাত্রদলের ৪ নেতাকর্মী আটক

ট্রান্সফরমার চুরির অভিযোগে যুবদল-ছাত্রদলের ৪ নেতাকর্মী আটক

 

অভিযুক্ত অন্যরা হলেন, ব্যাংক এশিয়ার চ্যানেল ব্যাংকিং ডিভিশন জেলা ব্যবস্থাপক নেয়ামত উল্যা, ব্যবসায়িক কর্মকর্তা আলমগীর হোসেন, রামগঞ্জ উপজেলা ডাকঘরের সাবেক কর্মচারী আব্দুর রহিম, এজেন্ট ব্যাংকের উদ্যোক্তা আনোয়ার হোসেন, তার মেয়ে রুকাইয়া হোসেন ঋতু ও আত্মীয় মনির হোসেন।

এর মধ্যে উদ্যোক্তা আনোয়ার এশিয়া ব্যাংকের একটি চেকের মামলায় সম্প্রতি গ্রেপ্তার হয়ে লক্ষ্মীপুর কারাগারে রয়েছেন।

এজাহারে উল্লেখ করা হয়, পোস্টমাস্টার জসিমের কাছে ভুক্তভোগীরা সঞ্চয়পত্র সংগ্রহ করতে যায়। কিন্তু তিনি ও কর্মচারী রহিম বাদীসহ ভুক্তভোগীদের বলে সঞ্চয়পত্র ক্রয় করতে হলে ব্যাংক হিসেব খুলতে হবে। তারাই ভুক্তভোগীদের ব্যাংক হিসেবে খুলতে আনোয়ারকে দেখিয়ে দেয়।

এতে ব্যাংক এশিয়ায় বাদী বিউটি তার হিসেবে ২০২২ সালের ৪ জানুয়ারি ১০ লাখ টাকা জমা দেয়। 

এ ছাড়া মামলার সাক্ষী নুরজাহান আক্তার সুমি ৩ লাখ টাকা, রাবেয়া সুলতান রত্না ৫ লাখ টাকা, অনিমা রানী দাস ৫ লাখ টাকা, ইয়াসমিন সাবিনা ৪ লাখ টাকা, জান্নাতু ফেরদৌস ৩ লাখ টাকা ও নাজমুন নাহার ৪ লাখ টাকা জমা দেয়। তাদের কাছ থেকে ডাকঘরের সরকারি সঞ্চয়পত্রের ফরম পূরণসহ ব্যাংক এশিয়ার হিসাব নাম্বার খোলা এবং চেকের মাধ্যমে প্রত্যেকের হিসাব নাম্বারে টাকা নেয় বিবাদিরা। এরপর প্রত্যেক মাসে মোবাইল নাম্বারে কিছু লভ্যাংশের ম্যাসেজ দেওয়া হতো ভুক্তভোগীদের। কিন্তু কয়েকমাস পর হঠাৎ লভ্যাংশ দেওয়া বন্ধ কর দেয়।

 

পরে ভুক্তভোগীরা উদ্যোক্তা আনোয়ারের কাছে ঘটনাটি জানতে চাইলে বিভিন্ন কথা বলে সময়ক্ষেপণ করে। একপর্যায়ে ২০২৪ সালে মার্চ মাসে আনোয়ার ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে আত্মগোপনে যায়। ঘটনাটি পোস্টমাস্টার জসিম ও কর্মচারী রহিমকে জিজ্ঞেস করলে সঞ্চয়পত্র নিয়ে তারা কোন সদুত্তর দিতে পারেনি। অভিযুক্তরা যোগসাজশে ডাকঘরের সরকারি সঞ্চয়পত্রের কথা বলে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুক্তভোগীদের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করেছে। তারা টাকা আত্মসাতের জন্য ভুক্তভোগীদের ভুয়া ও ভিত্তিহীন কাগজপত্র প্রদান করে। আত্মসাৎকৃত টাকা ফেরত চাইলেও তারা টাকা দিচ্ছে না।

ফেরদৌসি আক্তার বিউটি বলেন, পোস্টমাস্টার জসিমসহ অভিযুক্তরা প্রতারণা করে আমার ১০ লাখ টাকা আত্মসাৎ করেছে। আমি টাকা ফেরত চাই।

ইয়াসমিন সাবিনা বলেন, ৪ লাখ টাকা পোস্ট অফিসে রাখতে গেলে পোস্টমাস্টার জসিম ব্যাংক এশিয়ার উদ্যোক্তা আনোয়ারকে দেখিয়ে দেয় সঞ্চয়পত্র করার জন্য। ভুয়া কাগজপত্র দিয়ে আমাদের টাকাগুলো নিয়ে গেছে। আমার দৃষ্টি প্রতিবদ্ধি মায়ের জমি বিক্রি করে সঞ্চয়পত্রের জন্য টাকা রেখেছিলাম।

পোস্ট মাস্টার জসিম উদ্দিন বলেন, আনোয়ারকে আমি কোনোভাবেই সমর্থন করতাম না। কাউকেই আমি তার কাছ থেকে হিসাব খুলতে বলিনি। আমি নিজেই গ্রাহকদের হিসাব খুলতাম। আনোয়ারকে সমর্থন না করায় তখন তিনি আমার নামে স্থানীয় এমপির কাছে অভিযোগ দেয়। এ ছাড়া আমি তার এজেন্ট ব্যাংকের চেক গ্রহণ করতাম না। আমি সরাসরি ব্যাংকের চেক দিতে বললে তিনি দিতেন না। পরে আমি ব্যাংক এশিয়া লিমিটেডের তখনকার রামগঞ্জ শাখার ব্যবস্থাপককেও বিষয়টি জানিয়েছি। আমার ধারণা ছিল আনোয়ার প্রতারণা করবে।

এ ব্যাপারে ব্যাংক এশিয়ার চ্যানেল ব্যাংকিং ডিভিশন জেলা ব্যবস্থাপক নেয়ামত উল্যা বলেন, আনোয়ার পোস্ট অফিসের উদ্যোক্তা ছিলেন। সেখানে তিনি বসেই সরকারি সঞ্চয়পত্রের জন্য টাকা জমা দিয়েছেন। ওই টাকা তিনি আত্মসাৎ করে। আমাদের ব্যাংকের কোনো রশিদে কেউ টাকা জমা দেয়নি। ভুক্তভোগীদের হিসাবে বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত সঞ্চয়পত্রের লভ্যাংশের পরিমাণে প্রতিমাসে তিনি টাকা জমা দিতেন। বিষয়টি সন্দেহ হওয়ায় তদন্ত করে প্রতারণার সত্যতা পাই। তার বিরুদ্ধে আমি বাদী হয়ে একটি মামলা করেছি। ওই মামলায় তিনি কারাগারে আছেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, এখন পর্যন্ত আদালতের কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। কপি পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

মন্তব্য

সর্বশেষ সংবাদ