পদ্মার এক কাতলে জেলে শওকতের মুখে হাসি

  • ৬৭ হাজার দুই শ টাকায় বিক্রি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
শেয়ার
পদ্মার এক কাতলে জেলে শওকতের মুখে হাসি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক মাছ শিকারির জালে ২৮ কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়েছে। উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকার পদ্মা নদীতে মঙ্গলবার (২৫ মার্চ) মাছটি ধরা পড়ে। 

পদ্মা নদীতে নৌকা নিয়ে জাল ফেলে মাছ শিকার করছিলেন জেলে শওকত হোসেন ও তার সঙ্গীরা। এ সময় ওই জেলের জালে ধরা পড়ে বিশাল আকারের একটি কাতল মাছ।

পরে মাছটি বিক্রি করতে নিয়ে যান দৌলতদিয়া ঘাট এলাকায় ভাই ভাই নামের এক মাছের আড়তে। সেখানে কাতলটি এক নজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। এ সময় ২৮ কেজি ওজন মেপে ৬৭ হাজার দুই শ টাকায় কাতলটি নিলামে বিক্রি করেন জেলে শওকত।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘ভাই ভাই মাছের আড়তে নিলাম ডাকে দুই হাজার চার শ টাকা কেজি দরে আটাশ কেজি ওজনের কাতল মাছটি আমি কিনে নেই।

পরে মোবাইল ফোনে ভিডিও কলে মাছটি দেখিয়ে ঢাকার একজন সৌখিন মাছক্রেতার কাছে সামান্য লাভে মাছটি আমি বিক্রি করেছি।’ 

কাতলটি ভালো দামে বিক্রি করতে পেরে জেলে শওকত ও তার সঙ্গীদের মুখে হাসি ফুটেছে বলে জানান স্থানীয়রা।

মন্তব্য

সম্পর্কিত খবর

তারেক রহমানের পক্ষ থেকে দুই সহস্রাধিক লোকজনকে ঈদ উপহার দিলেন জিন্নাহ কবির

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
শেয়ার
তারেক রহমানের পক্ষ থেকে দুই সহস্রাধিক লোকজনকে ঈদ উপহার দিলেন জিন্নাহ কবির
ছবি: কালের কণ্ঠ

তারেক রহমানের পক্ষ থেকে মানিকগঞ্জের শিবালয়ে দুই সহস্রাধিক সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সিনিয়র সদস্য এসএ জিন্নাহ কবির।

আজ শুক্রবার (২৮ মার্চ) সারা দিনব্যাপী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দেন তিনি। এসময় দুই সহস্রাধিক মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দেন।

এস এ জিন্নাহ কবির বলেন, খালেদা জিয়া এবং তারেক পক্ষ থেকে শিবালয় উপজেলার সাধারণ মানুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়েছে।

আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্র কাঠামো মেরামতে সুযোগ দানের জন্য লোকজনদের আহ্বান করেছি।

এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য
কালের কণ্ঠে সংবাদ প্রকাশ

নতুন শাড়ি নিয়ে সেই বিধবা দুই বোনের বাড়িতে ইউএনও

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
নতুন শাড়ি নিয়ে সেই বিধবা দুই বোনের বাড়িতে ইউএনও
ছবি: কালের কণ্ঠ

কালের কণ্ঠ অনলাইনে সংবাদ প্রকাশের পর ময়মনসিংহের নান্দাইলের নাখিরাজ গ্রামের বিধবা দুই বোনকে ঈদ উপহার দিয়েছেন ইউএন সারমিনা সাত্তার। আজ শুক্রবার (২৮ মার্চ) তাদের বাড়িতে গিয়ে দরজায় বসে দুই বোনকে নতুন শাড়ি ও ঈদ সামগ্রী দেন ইউএনও।

গত ২৬ মার্চ কালের কণ্ঠ অনলাইনে ‘আমরার ভাতার টেয়া লইয়া যায়গা, অহন কিতা করবাম?’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। আজ তাদের বাসায় গেলেন ইউএনও।

আরো পড়ুন
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীতর সিদ্ধান্ত

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীতর সিদ্ধান্ত

 

জানা যায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার নাখিরাজ গ্রামের বিধবা দুই বোন ফুলেছা বেগম (৬৫) ও সুলেছা বেগম (৬০) ভাতার টাকা পাচ্ছেন না। মোবাইল ব্যাংকিংয়ে টাকা আসলেও কে বা কারা আগেই তুলে নিচ্ছে। ফলে দিশেহারা অবস্থায় দিন কাটছে তাদের। ফুলেছা ও সুলেছা মৃত আব্দুল বারিকের মেয়ে।

আরো পড়ুন
গণহত্যার বিচার দেরি হলে ভবিষ্যতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে : আখতার

গণহত্যার বিচার দেরি হলে ভবিষ্যতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে : আখতার

 

প্রায় ২০-২২ বছর আগে তাঁদের স্বামীরা মারা যান। এরপর থেকে নিদারুণ কষ্টে জীবনযাপন করছেন তাঁরা। নিজেদের কোনো ভিটেমাটি নেই, একমাত্র ভাইয়ের দেওয়া ঘরে থাকেন। শরীরে নানান রোগ বাসা বেঁধেছে, সারা গায়ে আঁচিলের যন্ত্রণা।

প্রতিদিন ওষুধ না নিলে কষ্ট বাড়ে। দুজনেই ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল, সন্তান নেই।

আরো পড়ুন
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা নিয়ে গুজব

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা নিয়ে গুজব

 

তাঁদের বিধবা ভাতার কার্ড থাকলেও নিয়মিত টাকা তুলতে পারেন না। সম্প্রতি ঈদের আগে জানুয়ারি-মার্চ মাসের ভাতা তাঁদের মোবাইলে (নগদ) আসে। কিন্তু বাজারের দোকানে গিয়ে জানতে পারেন, টাকা আগেই উত্তোলন করা হয়েছে।

এতে ভেঙে পড়েছেন তাঁরা। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরার ভাতার টেয়া আইলেও, কেলা বুলে তুইল্যালছে। অহন কিতা করবাম, কিবায় টেহাডা পাইম?’

নান্দাইল উটপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, আমি কালের কন্ঠের অনলাইনের মাধ্যমে খবরটি দেখতে পেয়ে ওই বিধবা দুই নারীর বাড়িতে যাই। প্রতিবেদনের সাথে পুরো ঘটনার বাস্ততা রয়েছে। মানবিক কাজে সকলকেই এগিয়ে আসতে হবে।

মন্তব্য

মিরসরাইয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক ৪

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
মিরসরাইয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক ৪
সংগৃহীত ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় সিএমবি ব্রিক ফিল্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের জসিম উদ্দিনের ছেলে নাজমুল (১৯), নুরুল মোস্তফার ছেলে সোহেল (৩০), মৃত রবিউল হোসেনের ছেলে শাহাদাত হোসেন (২৭), দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রিফাত (২২)।   

পুলিশ জানায়, শুক্রবার ভোর রাতে সিএমবি ব্রিক ফিল্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা, ছোরা, চাকা খোলার লিভার, লোহার ছোরা, লোহার পাইপ, পাঁচটি মোবাইল, ব্লেড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘সিএমবি ব্রিক ফিল্ড এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।’

মন্তব্য

হাঁস ফসলি জমিতে যাওয়ায় দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
হাঁস ফসলি জমিতে যাওয়ায় দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফসলি জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

পূর্ব বিরোধের জের ধরেই এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, প্রায় বিশ দিন আগে ওই এলাকার রোশেনা বেগমের কয়েকটি রাজহাঁস জয়দর মিয়ার ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ক্ষুব্ধ হন জয়দর মিয়া রোশেনা বেগমকে বাড়িতে গিয়ে তাকে মারধর করেন। এর দুই দিন পর রোশেনার লোকজন জয়দর মিয়াকে রাস্তায় পেয়ে মারধর করে।

এরপর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরবর্তী সময়ে স্থানীয়দের সহায়তায় দুইপক্ষ আপোষে রাজি হয়। সামাজিক আপোষ হলেও বিষয়টি মামলায় গড়ায়। শুক্রবার জুমার নামাজের পর দুইপক্ষের লোকজন ঘোষণা দিয়ে কবরস্থানের পাশে খোলা মাঠে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলে টানা দুই ঘণ্টা।

এ বিষয়ে চাতলপাড় ফাঁড়ি পুলিশের ইনচার্জ রফিকুল ইসলাম ফোন করা হলে তিনি না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ