কালের কণ্ঠ অনলাইনে সংবাদ প্রকাশের পর ময়মনসিংহের নান্দাইলের নাখিরাজ গ্রামের বিধবা দুই বোনকে ঈদ উপহার দিয়েছেন ইউএন সারমিনা সাত্তার। আজ শুক্রবার (২৮ মার্চ) তাদের বাড়িতে গিয়ে দরজায় বসে দুই বোনকে নতুন শাড়ি ও ঈদ সামগ্রী দেন ইউএনও।
গত ২৬ মার্চ কালের কণ্ঠ অনলাইনে ‘আমরার ভাতার টেয়া লইয়া যায়গা, অহন কিতা করবাম?’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। আজ তাদের বাসায় গেলেন ইউএনও।
আরো পড়ুন
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীতর সিদ্ধান্ত
জানা যায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার নাখিরাজ গ্রামের বিধবা দুই বোন ফুলেছা বেগম (৬৫) ও সুলেছা বেগম (৬০) ভাতার টাকা পাচ্ছেন না। মোবাইল ব্যাংকিংয়ে টাকা আসলেও কে বা কারা আগেই তুলে নিচ্ছে। ফলে দিশেহারা অবস্থায় দিন কাটছে তাদের। ফুলেছা ও সুলেছা মৃত আব্দুল বারিকের মেয়ে।
আরো পড়ুন
গণহত্যার বিচার দেরি হলে ভবিষ্যতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে : আখতার
প্রায় ২০-২২ বছর আগে তাঁদের স্বামীরা মারা যান। এরপর থেকে নিদারুণ কষ্টে জীবনযাপন করছেন তাঁরা। নিজেদের কোনো ভিটেমাটি নেই, একমাত্র ভাইয়ের দেওয়া ঘরে থাকেন। শরীরে নানান রোগ বাসা বেঁধেছে, সারা গায়ে আঁচিলের যন্ত্রণা।
প্রতিদিন ওষুধ না নিলে কষ্ট বাড়ে। দুজনেই ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল, সন্তান নেই।
আরো পড়ুন
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা নিয়ে গুজব
তাঁদের বিধবা ভাতার কার্ড থাকলেও নিয়মিত টাকা তুলতে পারেন না। সম্প্রতি ঈদের আগে জানুয়ারি-মার্চ মাসের ভাতা তাঁদের মোবাইলে (নগদ) আসে। কিন্তু বাজারের দোকানে গিয়ে জানতে পারেন, টাকা আগেই উত্তোলন করা হয়েছে।
এতে ভেঙে পড়েছেন তাঁরা। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরার ভাতার টেয়া আইলেও, কেলা বুলে তুইল্যালছে। অহন কিতা করবাম, কিবায় টেহাডা পাইম?’
নান্দাইল উটপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, আমি কালের কন্ঠের অনলাইনের মাধ্যমে খবরটি দেখতে পেয়ে ওই বিধবা দুই নারীর বাড়িতে যাই। প্রতিবেদনের সাথে পুরো ঘটনার বাস্ততা রয়েছে। মানবিক কাজে সকলকেই এগিয়ে আসতে হবে।