সর্বশেষ কয়েক বছর স্বপ্নের মতো কেটেছে ম্যানচেস্টার সিটির। ক্লাবকে শিরোপা এনে দেওয়ার পুরস্কার হিসেবে বোনাসে পকেট ভরেছে খেলোয়াড়সহ কোচিং স্টাফদের। সঙ্গে পারিশ্রমিক তো ছিলোই।
তবে ম্যানসিটির সেই সুসময় এখন অতীত।
সর্বশেষ কয়েক বছর স্বপ্নের মতো কেটেছে ম্যানচেস্টার সিটির। ক্লাবকে শিরোপা এনে দেওয়ার পুরস্কার হিসেবে বোনাসে পকেট ভরেছে খেলোয়াড়সহ কোচিং স্টাফদের। সঙ্গে পারিশ্রমিক তো ছিলোই।
তবে ম্যানসিটির সেই সুসময় এখন অতীত।
এমন হতশ্রী পারফরম্যান্সের কারণে যারপরনাই হতাশ সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা।
বোনাসের বিষয়ে গার্দিওলা বলেছেন, ‘এই মৌসুমে আমরা এটা পাওয়ার যোগ্য নই। আমরা কেউই বোনাস পাওয়ার যোগ্য নই।
সম্পর্কিত খবর
হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান। তার জায়গায় দলে ডাকা হয়েছে অভিজ্ঞ ব্যাটার টিম সাইফার্টকে।
নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দেন মার্ক চ্যাপম্যান। পরে ফিল্ডিংয়ের সময় তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান।
শনিবার মাউন্ট মঙ্গানুইতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে সুস্থ হয়ে ফিরতে পারবেন বলে আশা করছেন কোচ গ্যারি স্টেড, ‘প্রথম ওয়ানডেতে বিশেষ এক ইনিংস খেলার পর চ্যাপম্যানের ইনজুরির খবর হতাশাজনক। তবে ভালো দিক হলো, তার চোট গুরুতর নয়। তাই আমরা আশাবাদী, তিনি দ্রুত রিহ্যাব সম্পন্ন করে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন।
চ্যাপম্যানের অনুপস্থিতিতে সুযোগ পাওয়া সাইফার্ট পাকিস্তানের বিপক্ষে সদ্যঃসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন। পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ ২৪৯ রান করেন তিনি। স্টেড বিশ্বাস করেন, ৫০ ওভারের ফরম্যাটেও এই ফর্ম ধরে রাখতে পারবেন সাইফার্ট।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডের স্কোয়াড :
টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদি আশোক, মাইকেল ব্রেসওয়েল, জ্যাকব ডাফি, মিচ হেই, নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও'রউর্ক, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, নাথান স্মিথ, উইল ইয়াং।
চলতি আইপিএলে প্রথম জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। দলের জয়ের পথে অপরাজিত ৯ বলে ২৭ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। আর তাতেই টি-টোয়েন্টি সংস্করণে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই ব্যাটার।
টি-টোয়েন্টিতে বল খেলার দিক থেকে ৮ হাজার ছুঁয়া দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান সুর্যকুমার।
বল খেলার দিক দিয়ে এই মাইলফলক ছুঁয়া দ্রুততম ব্যাটার আন্দ্রে রাসেল। টি-টোয়েন্টিতে ৮ হাজার রান করতে এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের লেগেছিল ৪ হাজার ৭৪৯ বল।
ইনিংসের হিসেবে অবশ্য সুর্যকুমার বা রাসেল অনেক পেছনে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ২৭১ ইনিংসে ৮ হাজার ছুঁয়ে রেকর্ডের আটে আছেন তামিম ইকবাল।
টেস্ট দলের নেতৃত্ব ছেড়েছেন ক্রেইগ ব্রাথওয়েট। তার এমন ঘোষণায় ৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘ সংস্করণের আর্মব্যান্ড অন্যের বাহুতে জায়গা পেতে যাচ্ছে। অন্যদিকে রোভম্যান পাওয়েলের টি-টোয়েন্টির অধিনায়কত্ব কেড়ে নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
আজ এক বিবৃতি দিয়ে রোভম্যানকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিডব্লিউআই।
তবে টেস্ট দলের অধিনায়কের নাম এখনো ঘোষণা করেনি ওয়েস্ট ইন্ডিজ।
দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ব্রাথওয়েট। আর দুই ম্যাচ খেললেই টেস্ট ম্যাচ খেলার সেঞ্চুরি করবেন তিনি। এমন কীর্তির সামনেই কিনা অধিনায়কত্ব ছাড়লেন তিনি। তার অধীনে ৩৯ টেস্ট খেলেছে ক্যারিবিয়ানরা। এ সময় ১০ জয়ের বিপরীতে হেরেছে ২২ ম্যাচ।
শুধু স্বপ্নই পূরণ করেননি, স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমে রেকর্ড গড়ার পথেও আছেন কিলিয়ান এমবাপ্পে। শুরুতে সমালোচনার তীরে বিদ্ধ হওয়া ফরোয়ার্ডই এখন লস ব্ল্যাংকোসদের মধ্যেমণি। অভিষেক মৌসুমে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের কীর্তি গড়ার সুযোগ পাচ্ছেন তিনি।
বর্তমানে সব মিলিয়ে ৩৩ গোল করে স্বপ্নের নায়ককের কীর্তি ছুঁয়েছেন এমবাপ্পে।
বর্তমানে ৩৭ গোল নিয়ে শীর্ষে আছেন ইভান জামোরানো। ১৯৯২-৯৩ মৌসুমে রিয়ালের হয়ে অভিষেকে এই রেকর্ড গড়েন চিলির সাবেক স্ট্রাইকার।
বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদের সঙ্গে লা লিগায় ত্রিমুখী লড়াইয়ের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রের মতো মেজর টুর্নামেন্টে শিরোপার জয়ের দিকে ছুটছে রিয়াল। আগামীকাল রাতে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে জিততে পারলে কোপা দেলরের ফাইনালেও উঠবে লস ব্ল্যাংকোসরা। প্রথম লেগে ১-০ গোলে এগিয়েও রয়েছে।
সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে নামার আগে কোচ কার্লো আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয়েছিল এমবাপ্পেকে কি রোনালদোর মতো কিংবদন্তি হতে পারেন রিয়ালে। উত্তরে পারবেন বলেই জানিয়েছেন তিনি। ইতালিয়ান কোচ বলেছেন, ‘এই মুহূর্তে বলাটা কঠিন হলেও আমি চাই রোনালদোর মতো পদচিহ্ণ রাখতে লম্বা সময় রিয়ালের হয়ে খেলুক এমবাপ্পে। আর অবশ্যই তার সেই গুণ রয়েছে।