বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে তা অন্তর্বর্তী সরকারের আমলেই ঠিক করতে হবে। নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করলে চলবে না। অভ্যুত্থানের পরে এখন আমরা সবাই একটি বিন্দুতে আটকে আছি। আর সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার।
আজ পর্যন্ত ৭ মাস পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো মামলায় একটি চার্জশিট তৈরি হয়নি। যা খুবই দুঃখজনক।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি, চট্টগ্রাম আয়োজিত চট্টগ্রামের শহীদ পরিবার, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন
মায়ানমারে ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত
উমামা ফাতেমা বলেন, গণহত্যার বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করার বিষয়ে যে ফোকাসটা থাকা দরকার, তা অনেক রাজনৈতিক দলের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না।
তাই আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে তা অন্তর্বর্তী সরকারের আমলেই ঠিক করতে হবে। নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করলে চলবে না।
তিনি বলেন, অভ্যুত্থানের পরে এখন আমরা সবাই একটি বিন্দুতে আটকে আছি। আর সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার।
আজ পর্যন্ত ৭টি মাস পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো মামলায় একটি চার্জশিট তৈরি হয়নি। বরং ইতিমধ্যে একজন এমপির বিরুদ্ধে যে একটি চার্জশিট তৈরি করা হয়েছে, সেখানেও অনেক আসামির নাম বাদ দেওয়া হয়েছে। যারা দাগী আসামি তারা রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীয় নানাভাবে পার পেয়ে যাচ্ছে। একটি গণঅভ্যুত্থানের পর এমন কর্মকাণ্ড লাল সংকেত।
আরো পড়ুন
‘এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার’
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্ন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল কবির কচি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ, মো. ইমন সৈয়দ, এরফানুল হক, রাফসান জামি, শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সদস্য আমির হোসেন আতিক প্রমুখ।