৯০ দিনের মধ্যে স্টারলিংক বাণিজ্যিকভাবে চালুর নির্দেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৯০ দিনের মধ্যে স্টারলিংক বাণিজ্যিকভাবে চালুর নির্দেশ
সংগৃহীত ছবি

৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। 

পোস্টে তিনি লিখেছেন, ‘মার্চ মাসে মাননীয় প্রধান উপদেষ্টা ৯০ দিনের মধ্যে স্টারলিংক এর স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন। পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক সেবাদানকালে, এনজিএসও নীতিমালা মেনে কোম্পানিটি স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে।

আরো পড়ুন
জীবদ্দশায় জাতীয় পুরস্কার দেওয়ার নিয়ম চালু করতে চায় সরকার

জীবদ্দশায় জাতীয় পুরস্কার দেওয়ার নিয়ম চালু করতে চায় সরকার

 

গত ২৩ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ৯ এপ্রিল থেকে দেশে স্টারলিংক ইন্টারনেটের ব্যবহার শুরু হবে।

এর আগে গত ৮ মার্চ প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছেন। এই সফরে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

১৪ বছর ধরে বন্ধ ভূমিকম্প পরিমাপক যন্ত্র

রফিকুল ইসলাম, বরিশাল
রফিকুল ইসলাম, বরিশাল
শেয়ার
১৪ বছর ধরে বন্ধ ভূমিকম্প পরিমাপক যন্ত্র
সংগৃহীত ছবি

প্রায় ১৪ বছর ধরে বন্ধ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্থাপিত ভূমিকম্প পরিমাপক (সিসমোগ্রাফ) যন্ত্রটি। ২০১০ সালে প্রায় ৫০ লাখ টাকা ব্যায়ে যন্ত্রটি ক্যাম্পাসে স্থাপন করা হয়। কিন্তু যন্ত্রটি বন্ধ থাকায় শুক্রবারের ভূমিকম্পেও যন্ত্রটি কাজে আসেনি। যদি ২৪ ঘণ্টা এ যন্ত্র মনিটর করা হয় তাহলে জনগণকে ভূমিকম্প সম্পর্কে অবহিত করার পাশাপাশি জানমালের ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, এই যন্ত্রের অংশ বিশেষ (প্লেট) মাটির নিচে থাকে। এই প্লেটের সাহায্যে সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির অবস্থান নির্ণয় করা হয়। অর্থাৎ ভূমির অবস্থান ওপরে উঠছে, নাকি নিচে নামছে তা পর্যবেক্ষণ করা হয়। তাছাড়া নিজস্ব কিংবা সরকারি অর্থে ব্যয়বহুল এই যন্ত্র নতুন করে স্থাপন সম্ভব নয়।

তবে বিদেশি উন্নয়ন সংস্থার সহযোগিতায় এই যন্ত্র স্থাপনের মাধ্যমে ভুমিকম্পের আগাম বার্তা দেয়া সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন। 

আরো পড়ুন
ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন দেখা যাচ্ছে : ডা. ইরান

ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন দেখা যাচ্ছে : ডা. ইরান

 

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ক্যাম্পাসে স্থাপিত যন্ত্রটি শুধু অতি পুরাতন নয়, এটি একটি এ্যানালগ মেশিন। আধুনিক বিশ্বের বিভিন্ন দেশে ভূমিকম্প নিরীক্ষণের আরও আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। তাই পবিপ্রবিতে বসানো যন্ত্রটির কার্যকারিতা আদৌ এখন আছে কিনা সেটা বলা যাচ্ছে না।

তবে ভূমিকম্প এর জন্য জাপানের ন্যায় আমাদের দেশেও মাল্টিডিসিপ্লিনারি টিম  তৈরি কওে অত্যাধুনিক যন্ত্র স্থাপন করে সিসমিক এর উপরে গবেষণা অব্যাহত রাখা প্রয়োজন বলে উপাচার্য মন্তব্য করেন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার।

৭ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প বড় ধরনের বলে গণ্য করা হয়।

আরো পড়ুন
চেয়ারম্যানের দুর্নীতি, ফেসবুক লাইভে তথ্য দিলেন ইউপি সদস্য

চেয়ারম্যানের দুর্নীতি, ফেসবুক লাইভে তথ্য দিলেন ইউপি সদস্য

 

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের উদ্যোগে ২০১০ সালের দিকে পবিপ্রবিতে যন্ত্রটি স্থাপন করা হয়। পরবর্তীতে ২০১১ সালের জানুয়ারিতে যন্ত্রটিতে সমস্যা দেখা দেয়। সে অনুযায়ী অ্যাকাডেমিক ভবনের আন্ডারগ্রাউন্ড চেম্বারের সঙ্গে ইন্টারনেটের পূর্ণাঙ্গ সংযোগসহ যন্ত্রটি চালু করা হয়। কিন্তু বছর না ঘুরতেই আবার বিকল হয়ে পড়ে যন্ত্রটি। সেই থেকে দীর্ঘ ১৪ বছর ধরে যন্ত্রটি পুরোপুরিই বন্ধ রয়েছে।

পবিপ্রবির এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল আমিন কালের কণ্ঠকে বলেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, জিও ইনফরমেশন সায়েন্স এন্ড আর্থ অবজারভেশন বিভাগ এবং এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্বাবধায়নে যন্ত্রটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ আবদুল্লাহ আল মামুন হোসেন বলেন, একটি প্রকল্পের অধিনে যন্ত্রটি স্থাপন করা হয়েছিল। শুরুতেই যন্ত্রটি সচল রাখা যাচ্ছিল না। একটা পর্যায়ে সেটি অচল হয়ে পড়ে। একইসঙ্গে প্রকল্পের মেয়াদও শেষ হয়ে যায়। কিন্তু প্রকল্পে যন্ত্রটি রক্ষণাবেক্ষনের জন্য কোন বরাদ্ধ ছিল না। নতুন প্রশাসন বিষয়টি আন্তরিকতার সঙ্গে অনুধাবন করছেন।  

পবিপ্রবির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এসএম তাওহিদুল ইসলাম বলেন, ভূমিকম্পের ফলে প্রাইমারী, সেকেন্ডারি এবং সারফেস ওয়েবের সৃষ্টি হয়। সারফেস ওয়েব ভূমিকম্পের মূল শক্তি বহন করলেও প্রাইমারী ওয়েব, সারফেস ওয়েবের আগে দ্রুততার সাথে ভূপৃষ্ঠে পৌছায়। অত্যাধুনিক সেন্সরগুলো ডিটেকশন এর মাধ্যমে আগাম সতর্কসংকেত দিয়ে থাকে।

শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে কেন্দ্রীভূত এক শক্তিশালী ভূমিকম্প দক্ষিণ-পূর্ব এশিয়াকে কাঁপিয়ে দিয়েছে। এই ভয়াবহ ভূ-কম্পনে কেবল মিয়ানমারেই ১৪৪ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে এই ভূমিকম্পের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বহুতল ভবন ধসে পড়েছে। যেখানে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধান করছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১৭ জন নিখোঁজ ও ৫ জন নিহত হয়েছেন। তবে বাংলাদেশি নাগরিকরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন উভয় দেশের রাষ্ট্রদুত।

মন্তব্য

থাইল্যান্ডে ভূমিকম্প, বাংলাদে‌শি‌ নাগরিকদের অবস্থা জানালেন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
থাইল্যান্ডে ভূমিকম্প, বাংলাদে‌শি‌ নাগরিকদের অবস্থা জানালেন রাষ্ট্রদূত
সংগৃহীত ছবি

মিয়ানমার ও থাইল্যান্ডে আজ শুক্রবার (২৮ মার্চ ) শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে হতাহতের ঘটনা ঘটলেও থাইল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন ব‌্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী। এর  আগে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবুকে জা‌নান বাংলাদেশি নাগ‌রিকরা নিরাপদ রয়েছেন। 

শুক্রবার (২৮ মার্চ) রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী বলেন, বাংলাদেশের সব নাগরিক নিরাপদে আছেন।

কারও হতাহত হওয়ার তথ্য নেই।

আজ (শুক্রবার) ভূমিকম্পের তীব্রতায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি বহুতল ভবন ভেঙে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া, মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে হতাহতের ঘটনা ঘটলেও সেখানে অবস্থানরত বাংলাদেশির নিরাপদে আছেন।

এ‌দিন, নেপিদোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন এই তথ‌্য জানান।

মিয়ানমারে কেন্দ্রীভূত এক শক্তিশালী ভূমিকম্প দক্ষিণ-পূর্ব এশিয়াকে কাঁপিয়ে দিয়েছে। শুক্রবারের এই ভয়াবহ ভূ-কম্পনে কেবল মিয়ানমারেই ১৪৪ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে এই ভূমিকম্পের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বহুতল ভবন ধসে পড়েছে।

যেখানে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধান করছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১৭ জন নিখোঁজ ও ৫ জন নিহত হয়েছেন।

মন্তব্য

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীতর সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীতর সিদ্ধান্ত

সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও চীন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ অনুষ্ঠিত দুই নেতার বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টাকে বিরল সম্মান প্রদর্শন করে প্রেসিডেন্ট শি নিজ কার্যালয় থেকে বেরিয়ে এসে তাকে স্বাগত জানান। ড. ইউনূস দুই উপদেষ্টাসহ হলে প্রবেশ করলে চীনা প্রেসিডেন্ট তাকে আন্তরিক অভ্যর্থনা জানান। পরে, দুই নেতা একটি দ্বিপক্ষীয় বৈঠকে তাদের নিজ দলের নেতৃত্ব দেন, যেখানে উষ্ণতা ও সৌহার্দ্যের পরিবেশ বজায় ছিল।

এটি ছিল প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর।

বাংলাদেশকে চীনের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বর্ণনা করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য চীনের উন্নয়ন অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার প্রস্তাব দেন।

চীনা প্রেসিডেন্ট বলেন,  চীন বাংলাদেশি পণ্যের জন্য শূন্য শুল্ক সুবিধা ২০২৮ সালের শেষ পর্যন্ত বজায় রাখবে, যা বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও দুই বছর বাড়ানো হলো।

বাংলাদেশ-চীন মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) ও বিনিয়োগ চুক্তির জন্য আলোচনার প্রস্তাব দেন প্রেসিডেন্ট শি, যা বাংলাদেশের প্রতি চীনা বিনিয়োগ বাড়ানোর পথ সুগম করবে।

ড. ইউনূসের অনুরোধের পরিপ্রেক্ষিতে চীনা প্রেসিডেন্ট তার দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে সরাসরি বিনিয়োগ ও উৎপাদনকেন্দ্র স্থানান্তরের বিষয়ে উৎসাহিত করবেন বলে জানান।

চীন বাংলাদেশে একটি বিশেষ চীনা শিল্পাঞ্চল ও শিল্প পার্ক নির্মাণে সমর্থন দেবে বলে জানান প্রেসিডেন্ট শি। তিনি বাংলাদেশের পণ্য আমদানি বাড়ানো, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বি আর আই) প্রকল্পে উন্নতমানের সহযোগিতা এবং ডিজিটাল ও সামুদ্রিক অর্থনীতিতে সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

স্বাস্থ্য ও মানবিক সহায়তার ক্ষেত্রে চীনা প্রেসিডেন্ট বাংলাদেশের নাগরিকদের চীনের ইউনান ও অন্য প্রদেশগুলোতে চিকিৎসার জন্য স্বাগত জানান এবং বাংলাদেশে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, চীনের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ।

রোহিঙ্গা সংকট নিরসনে চীনা সহায়তাও চেয়েছেন তিনি।

প্রেসিডেন্ট শি বাংলাদেশে আশ্রয় নেওয়া মায়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষদের প্রত্যাবাসনের জন্য চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা চীনের কাছে বাংলাদেশি তরুণদের স্বপ্নপূরণে সহায়তা চেয়ে একটি চীন সংস্কৃতি কেন্দ্র স্থাপনের অনুরোধ করেন। তিনি চীনা প্রকল্প ঋণের সুদের হার কমানো এবং প্রতিশ্রুত অর্থের জন্য আরোপিত প্রতিশ্রুতি ফি মওকুফের অনুরোধ জানান।

প্রাসঙ্গিক
মন্তব্য

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা নিয়ে গুজব

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা নিয়ে গুজব

কুমিল্লা জেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে দাবি করে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পুরনো ভিডিও প্রচার করতে দেখা গেছে। 

এ বিষয়ে শুক্রবার রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, কুমিল্লায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ফেসবুক পোস্টে যে ভিডিওটি প্রচার করা হয়েছে তা গত ১৭ মার্চ ২০২৪ তারিখের কুমিল্লার হাসানপুরে ঘটে যাওয়া বিজয় এক্সপ্রেস টেনের দুর্ঘটনার। 

পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে আরো বলা হয়, ফেসবুকের পোস্টটি একটি গুজব।

আসুন, গুজবে কান না দেই।

আরো পড়ুন
‘এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার’

‘এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার’

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ