ঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
শেয়ার
ঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
ছবি: কালের কণ্ঠ

মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার রাজৈর উপজেলার কালিবাড়ি বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে রাজৈর উপজেলার বৌলগ্রাম ব্রিজ ও কালিবাড়ির মাঝামাঝি স্থানে আসলে ঢাকার সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চেয়ারম্যান পরিবহনের বাসটি খাদে উল্টে যায়। এ ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত বরগুনার বেতাগি উপজেলার বিবিচিনি গ্রামের সুলতান মৃধার ছেলে হাফিজুলকে (৩০) প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতাল রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।


মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. ফরহাদ হোসেন বলেন, ‘মেঘনা পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের দুটি বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

এতে ১৫ জন আহত হয়েছে। কোন নিহতের ঘটনা ঘটেনি। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।’
 

মন্তব্য

সম্পর্কিত খবর

সরিষাবাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ আটক ৪

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
সরিষাবাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ আটক ৪
সংগৃহীত ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে আকতারা বেগম (৪২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার (২৮ মার্চ) নিহতের স্বামীসহ চারজনকে আটক করা হয়। 

শুক্রবার সকালে পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আকতারা পোগলদিঘা ইউনিয়নের ব্যবসায়ী শান্ত মিয়ার স্ত্রী ও মৃত আব্দুল সফর মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পোগলদিঘা ইউনিয়নের গাছ বয়ড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে শান্ত মিয়ার সঙ্গে আকতারার বিয়ে হয়। তাদের চারটি কন্যা সন্তান রয়েছে। তবে ছেলে সন্তান না হওয়ায় প্রায়ই আকতারাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন শান্ত। এ নিয়ে অনেকটা অসুস্থ হয়ে পড়েন তিনি।

 

আরো পড়ুন
ঈদে রাজধানীর নিরাপত্তায় ‘অক্সিলারি ফোর্সে’ ৪২৬ জনকে নিয়োগ

ঈদে রাজধানীর নিরাপত্তায় ‘অক্সিলারি ফোর্সে’ ৪২৬ জনকে নিয়োগ

বৃহস্পতিবার আকতারা স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে বাবার বাড়ির পেছনে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘আকতারার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রাথমিকভাবে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আরো পড়ুন
মায়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃত ২০, আরো হতাহতের শঙ্কা

মায়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃত ২০, আরো হতাহতের শঙ্কা

মন্তব্য

দুর্গাপুরে দোকানে ঢুকে পড়ল চলন্ত ট্রলি, অতঃপর...

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
শেয়ার
দুর্গাপুরে দোকানে ঢুকে পড়ল চলন্ত ট্রলি, অতঃপর...
ছবি: কালের কণ্ঠ

রাজশাহীর দুর্গাপুর শালঘরিয়া বদির মোড়ে একটি দোকানের ভেরতে ঢুকে গেছে চলন্ত একটি মালবাহী ট্রলি। এ ঘটনায় দোকানে থাকা মুদি ব্যবসায়ী আব্বাস আলী (৪০) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। 

আজ শুক্রবার (২৮ মার্চ) সকালে এ ঘটনাটি ঘটে।

এ সময় ও ট্রলি গাড়িটিকে আটক করে রাখেন স্থানীয়রা।

আরো পড়ুন
বগুড়ার শেরপুরে জামায়াতের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

বগুড়ার শেরপুরে জামায়াতের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

 

স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকালে মুদি ব্যবসায়ী আব্বাস আলী তার দোকানে বসে ব্যবসা পরিচালনা করছিলেন। এমন সময় দোকানের সামনে দিয়ে একটি ইটের খোয় ভর্তি শ্যালো ইঞ্জিল চালিত একটি পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে আব্বাসের দোকানে ঢুকে পড়ে। এতে আব্বাস আলী সেই ট্রলির ধাক্কায় চাপা পড়েন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করে।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, ‘এমন ঘটনা শুনেছি, তবে এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

জমিতে পড়েছিল কৃষকের রক্তাক্ত লাশ, পরিবার ধারণা মহিষের গুতোয় মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
জমিতে পড়েছিল কৃষকের রক্তাক্ত লাশ, পরিবার ধারণা মহিষের গুতোয় মৃত্যু
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদের পাড়ে ইয়াদ মোল্লা খাদেম (৬৫) নামে এক কৃষকের রক্তাক্ত লাশ পাওয়া গেছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে পৌর এলাকার খড়মপুরে তিতাস নদের পাড় থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

নিহতের পরিবারের ধারণা, ইয়াদ মোল্লা মহিষের গুঁতোয় মারা গেছেন।

পারিবারিক সূত্র জানায়, নিহত ইয়াদ মোল্লা গরুকে ঘাস খাওয়ানোর জন্য সকালে নদীর পাড়ে যান।

সেখানেই গরুর পাশাপাশি কয়েকটি মহিষও ছিল। পরে দুপুরে স্থানীয় লোকজন ইয়াদ মোল্লার লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।  

নিহত ইয়াদ মোল্লার ছেলে অপূর্ব মোল্লা জানান, স্থানীয় লোকজন তার বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেন।

পরে তারা ভ্যানে করে লাশ বাড়িতে নিয়ে এসেছেন। শরীরের আঘাতের চিহ্ন দেখে তারা ধারণা করছেন মহিষের গুঁতোয় তিনি মারা গেছেন।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহনূর ইসলাম বলেন, ‘বিষয়টি নিহতের পরিবারের পক্ষ থেকে ফোনে আমাদের জানানো হয়েছে। তবে ঘটনাটি সদর থানা এলাকায় হওয়ায় সেখানকার পুলিশকে অবগত করতে বলেছি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, এ ধরনের কোন বিষয় তিনি জানেন না, তাকে কেউ বিষয়টি জানায়নি।

মন্তব্য

বগুড়ার শেরপুরে জামায়াতের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
বগুড়ার শেরপুরে জামায়াতের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ
ছবি: কালের কণ্ঠ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় দুস্থ নারী ও পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টায় শহরের হামছায়াপুরস্থ দলীয় কার্যালয়ে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত প্রার্থী শিল্পপতি আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে এই ঈদ সামগ্রী তুলে দেন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিজ নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নাজমুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমান, শফিকুল ইসলাম, শাহীন আলম, অফিস সেক্রেটারি অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, বজলুর রহমান, বায়তুলমাল সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আমিনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আব্দুল হক, প্রচার সম্পাদক ইফতেখার আলম, উপজেলা কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম সাখাওয়াত হোসেন, আব্দুল খালেক, জহির রায়হান, শাহ্ আলম সোহান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলার পাঁচ শতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয় করা।

এ সময় প্রধান শিল্পপতি আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান বলেন, আপনাদের চাহিদা অনুযায়ী এই উপহার কিছুই না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে দেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না। সৎ ও খোদাভীরু জনপ্রতিনিধি নির্বাচিত হলে জাতীয় সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ