রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাক স্ট্যান্ড এলাকায় একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্টে মো. হোসাইন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর সোয়া বারোটার দিকে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা আত্মীয় পলাশ মোল্লা বলেন, টিনশেড রুমে দুপুরে খাবার খেয়ে আসবাবপত্র রাখার রেকের পাশে ঝুলন্ত তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে শিশু হোসাইন।