ঢাকা, শুক্রবার ২৮ মার্চ ২০২৫
১৪ চৈত্র ১৪৩১, ২৭ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২৮ মার্চ ২০২৫
১৪ চৈত্র ১৪৩১, ২৭ রমজান ১৪৪৬

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহত
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাক স্ট্যান্ড এলাকায় একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্টে মো. হোসাইন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর সোয়া বারোটার দিকে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা আত্মীয় পলাশ মোল্লা বলেন, টিনশেড রুমে দুপুরে খাবার খেয়ে আসবাবপত্র রাখার রেকের পাশে ঝুলন্ত তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে শিশু হোসাইন।

পরে সেখান থেকে দুপুরে ঢামেক হাসপাতালে নিয়ে আসালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন
পদ্মার এক কাতলে জেলে শওকতের মুখে হাসি

পদ্মার এক কাতলে জেলে শওকতের মুখে হাসি

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। 

শরীয়তপুর সখিপুর উপজেলার কাচিকাটা গ্রামের ভাঙ্গারি ব্যবসায়ী দেলোয়ার হোসেনের ছেলে হোসাইন।

বর্তমানে তেজগাঁও ট্রাক ষ্ট্যান্ড এলাকায় পরিবারের সাথে ভাড়া থাকতো। মৃত হোসাইন স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদযাত্রায় সেই পুরনো ব্যস্ততা সদরঘাটে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদযাত্রায় সেই পুরনো ব্যস্ততা সদরঘাটে
ছবি : ফোকাস বাংলা

গতকাল বৃহস্পতিবারই ঈদের আগে শেষ অফিস করেছে সরকারি চাকরিজীবীরা। আজ থেকে টানা ৯ দিনের ছুটি শুরু। দীর্ঘ ছুটি পাওয়ায় এবার ঈদযাত্রায় স্বস্তিতে যাত্রীরা। তবে ঈদের 'পুরনো হাওয়া' দেখা দিচ্ছিল না সদরঘাটে।

তবে আজ দেখা গেল, সেই চিরচেনা রূপের ব্যস্ত সদরঘাট।

শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকেই বাস ও ট্রেনের পাশাপাশি রাজধানীর সদঘরঘাট লঞ্চ টার্মিনালে ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। 

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে সারা বছরই লঞ্চে যাত্রী খরা চললেও ঈদ এলে একটু আশায় বুক বাঁধেন লঞ্চ মালিকরা। এবারও খরা কাটিয়ে প্রাণ ফেরার অপেক্ষায় লঞ্চযাত্রায়।

ঈদুল ফিতরে নৌপথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।

বরিশালগামী কয়েকজন যাত্রী জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এখন আরো স্বস্তি লঞ্চযাত্রা। আগে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করতো ঈদ মৌসুমে। তবে এখন আর সেই ভোগান্তিটা নেই।

ঈদযাত্রা নিয়ে সতর্ক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশনা, অতিরিক্ত ভাড়া কিংবা বাড়তি যাত্রী নিলেই কেড়ে নেয়া হবে লঞ্চের লাইসেন্স।

এদিকে রেলপথেও যাত্রীর চাপ রয়েছে। তবে সকাল থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ছিল না কোন সিডিউল বিপর্যয়। সঙ্গে রয়েছে ঢোকার পথে চেকিংয়ের ব্যবস্থা।

ঈদযাত্রায় ট্রেনের ছাদে যাত্রী ওঠা রোধে কঠোর ব্যবস্থা নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। অনেকে ছাদে ওঠার চেষ্টা করলেও তাদের নামিয়ে দেয়া হচ্ছে। 

প্রাসঙ্গিক
মন্তব্য

জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়
ছবি : ফোকাস বাংলা

১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের জুমাতুল বিদা বা শেষ জুমা অনুষ্ঠিত হয়েছে। রমজানের শেষ জুমায় অংশ নিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় দেখা গেছে। জুমার পর মোনাজাতে আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ, সাফল্য ও শান্তি এবং মুসলিম উম্মাহর সুখ-শান্তির জন্য দোয়া করা হয়। 

শুক্রবার (২৮ মার্চ) জুমার নামাজের পর খতিব মুফতি আবদুল মালেক এ মোনাজাত পরিচালনা করেন।

মুফতি আবদুল মালেক মোনাজাতে বলেন, আজকের এই পবিত্র দিনে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি, যেন আমাদের দেশ ও জাতি উন্নতির শিখরে পৌঁছায়, জনগণের জীবনমান উন্নত হয় এবং সব প্রকার অশান্তি, যুদ্ধ, দারিদ্র্য ও বৈষম্য থেকে মুক্তি মেলে।

তিনি আরো বলেন, আল্লাহর কাছে আমাদের গোনাহ মাফ করার পাশাপাশি দেশবাসীর জন্য কল্যাণ কামনা করছি৷ একইসঙ্গে মোনাজাতে রমজান মাসে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও মুক্তির জন্য দোয়া করা হয়। মোনাজাতে স্থান পায় নির্যাতিত গাজাবাসীর মুক্তির প্রার্থনাও।

অন্যদিকে মুসল্লিরাও আল্লাহর প্রতি গভীর আস্থার সঙ্গে এই মোনাজাতে অংশ নেন।

তারাও দেশ ও জাতির জন্য দোয়া করেন। অনেককেই কান্না করতেও দেখা গেছে।
 

মন্তব্য

বনানীতে বাস উল্টে আহত ৪২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বনানীতে বাস উল্টে আহত ৪২
সংগৃহীত ছবি

রাজধানীর বনানীতে পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ৪২ জন আহতের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (২৮ মার্চ) ভোরে পোশাক শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় পরিস্থান পরিবহনের ওই বাসটি উল্টে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি রাসেল সারোয়ার। এদিকে এ দুর্ঘটনার কারণে সকাল থেকে বনানী সড়কে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

আরো পড়ুন
জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ নিহত

জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ নিহত

 

ওসি রাসেল সারোয়ার বলেন, ‘পরিস্থান পরিবহনের একটি বাস ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত পোশাক শ্রমিকদের আনা-নেওয়া করত। ভোরে শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুরে যাচ্ছিল। এর মধ্যে বনানীতে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন
২৪ ঘণ্টায় যমুনাতে কত টোল দিলেন বাইকাররা? জানাল কর্তৃপক্ষ

২৪ ঘণ্টায় যমুনাতে কত টোল দিলেন বাইকাররা? জানাল কর্তৃপক্ষ

 

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় ৪২ জন শ্রমিক আহত হয়েছেন। তবে ৬ জন বাদে বাকিরা তেমন গুরুতর আহত হননি। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাসটি ঘটনাস্থলে রয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ গার্মেন্টস মালিক পক্ষ আহত শ্রমিকদের দেখভাল করছে বলে জানান তিনি।

মন্তব্য

বায়ুদূষণ : ১২ সিসা ব্যাটারি কারখানা বন্ধ করল পরিবেশ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বায়ুদূষণ : ১২ সিসা ব্যাটারি কারখানা বন্ধ করল পরিবেশ অধিদপ্তর
সংগৃহীত ছবি

বায়ুদূষণের অপরাধে রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এবং সাভারের আমিনবাজার এলাকার ১২টি সিসা ব্যাটারি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তর ও যাত্রাবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে শুক্রবার (২৮ মার্চ) রাতে কোনাবাড়ির দুটি কারখানা সিলগালাসহ ৬টি কারখানা বন্ধ করা হয়েছে।

এসব কারখানায় অবৈধভাবে ব্যাটারি ভেঙে এবং আগুনে গলিয়ে পরিবেশ দূষণ করা হচ্ছিল। এ থেকে সৃষ্ট দূষণের কারণে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

অভিযানকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। তারা কারখানার অবস্থান চিহ্নিত করতে সহায়তা করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেন।

অন্যদিকে, সাভারের আমিনবাজার এলাকায় অবৈধভাবে সিসা পোড়ানোর ছয়টি ভাট্টি গুঁড়িয়ে দেওয়া হয়। এ অভিযানে বাংলাদেশ পুলিশ ও র‍্যাব সহযোগিতা করে।

অভিযানে অভিযোগকারী পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর স্থানীয়দের সচেতন হতে এবং ভবিষ্যতে এ ধরনের দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানায়। কোথাও এমন অবৈধ কারখানা চালুর তথ্য পাওয়া গেলে পরিবেশ অধিদপ্তরকে অবহিত করার অনুরোধ করা হয়। বায়ুদূষণকারী সব ধরনের কারখানা ও কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ