ঢাকা, মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
১১ চৈত্র ১৪৩১, ২৪ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
১১ চৈত্র ১৪৩১, ২৪ রমজান ১৪৪৬

নির্বাচনের দিনক্ষণ পরিষ্কারভাবে সামনে আনতে হবে : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
নির্বাচনের দিনক্ষণ পরিষ্কারভাবে সামনে আনতে হবে : আমীর খসরু
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য ১৬ বছর আন্দোলন করেছি। মালিকানা ফিরিয়ে দেওয়ার মূল বাহক হলো নির্বাচন। জনগণের ভোটে নির্বাচিত সংসদই হলো মালিকানা ফিরিয়ে দেওয়ার মূল বাহক।

সুতরাং নির্বাচনের দিনক্ষণ পরিষ্কারভাবে মানুষের সামনে আনতে হবে।’

শনিবার (২২ মার্চ) নগরের একটি ক্লাবে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াবলি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে একটি সরকার আছে, তারা যেহেতু জনগণের নির্বাচিত নয়। তাই জনগণের কাছে তাদের জবাবদিহি নেই।

এখন আমরা একেকটি দিন অতিবাহিত করছি অনির্বাচিত সরকারের অধীনে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনকালীন ব্যবস্থা শুরু করতে হবে।’ 

তিনি বলেন, ‘বিগত ১৬ বছর দেশের অনেকে গুম, খুন, জেল ও জুলুমের শিকার হয়েছে। দীর্ঘ ১৬ বছরের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।

স্বৈরাচার সরকারের পলায়নের পর দেশের মানুষের মনোজগতের বিশাল পরিবর্তন হয়েছে। সেটা রাজনীতিবিদের, নেতাকর্মীদের এবং সাংবাদিকদেরও অনুধাবন করতে হবে। তাহলে নতুন বাংলাদেশ গড়তে পারব।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিচারবিহীনভাবে বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা। জনগণের মালিকানা কেড়ে নিয়েছেন।

ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন। এসব ফেরত নেওয়ার মূল বাহক হলো গণতান্ত্রিকভাবে গ্রহণযোগ্য সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। এসব প্রক্রিয়ায় নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনাসহ যারা দেশের মানুষের ওপর মিথ্যা মামলা, গুম-খুন ও নির্যাতন চালিয়েছেন; তাদের বিচার এখন হচ্ছে কি না সন্দেহ। তবে বিএনপি ক্ষমতায় এলে অবশ্যই সেসব ঘটনায় জড়িত প্রত্যেকের বিচার করা হবে।’

৫ আগস্টের পর ২০ হাজার বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, পত্রিকার মাধ্যমে কিংবা কোনো অভিযোগে বিএনপির নেতাকর্মীদের নাম এলেই বহিষ্কার করা হয়েছে। কারণ, বিএনপি বিচারহীনতায় বিশ্বাস করে না। এ জন্য অভিযোগ এলেই নেতাকর্মীদের প্রশ্রয় না দিয়ে বহিষ্কার করা হয়েছে। অথচ পরবর্তীতে দেখা গেছে, যেসব নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে তারা ঘটনাগুলোতে অভিযুক্ত নন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন একই কমিটির আহ্বায়ক এরশাদ উল্লাহ। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। 

এতে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি
শেয়ার
রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি ও রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত হাসানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শওকত আলদিপুর গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত বছরের ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, রাজিব মোল্লার করা মামলায় শওকতকে দুপুর আড়াইটার দিকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

বদলগাছী আ. লীগ সভাপতি আবু খালেদ বুলু গ্রেপ্তার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
শেয়ার
বদলগাছী আ. লীগ সভাপতি আবু খালেদ বুলু গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু খালেদ বুলুকে থানা পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৫ মার্চ) রাতে নওগাঁ সদর থানা ও বদলগাছী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আক্কেলপুর সুতাহাটী গ্রামে তার নিজবাসা থেকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন
সচিবালয় এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০

সচিবালয় এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০

 

জানা যায়, আবু খালেদ বুলু আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন বলে ৩/৪ দিন আগে বাড়িতে আসেন।

বুলু বাড়িতে এলেও বাড়ির বাইরে বের হননি। থানা পুলিশ খবর পেয়ে নওগাঁ সদর থানায় দায়েরকৃত এক বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করে।

জানতে চাইলে বদলগাছী থানার ওসি (তদন্ত) মো, সাইফুল ইসলাম বলেন, ‘নওগাঁ সদর থানার এক বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

মন্তব্য

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী নিহত
ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহে কাভার্ডভ্যান চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার চুরখাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন আব্দুল হেকিম (৮০) ও তার স্ত্রী আজমলা খাতুন (৬৫)। তারা ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই পাড়াইল এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে দুই পথচারী চুরখাই মোড়ে সড়ক পারাপারের চেষ্টা করছিলেন। এ সময় ঢাকাগামী সাগর ট্রান্সপোর্ট এজেন্সির দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। 

তিনি জানান, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এদিকে ঘটনার পরপরই মহাসড়কে বেশ কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

ঈদ উপহার হিসেবে ৮২ নারীকে সেলাই মেশিন দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ
শেয়ার
ঈদ উপহার হিসেবে ৮২ নারীকে সেলাই মেশিন দিলেন বিএনপি নেতা
ছবি: কালের কণ্ঠ

পবিত্র ঈদুল ফিতরে ঈদ উপহার হিসেবে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৮২ নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছেন বিএনপি নেতা অ্যাডভোকেট এম এ মজিদ। আজ মঙ্গলবার (২৫ মার্চ ) সকালে হরিণাকুণ্ডু শহরের প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল কবির মুকুল, হরিণাকুণ্ডু উপজেলার সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাতুল হক খাঁনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ জানান, নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে হরিণাকুণ্ডু উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৮২ জন নারীর মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এই উপহারের মাধ্যমে ৮২টি পরিবারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ