<p>ফেলানী দিবসে নতুন কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বিক্ষোভ সমাবেশ করবে তারা।</p> <p>মঙ্গলবার (৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।</p> <p>তিনি ওই পোস্টে জানান, আজ (৭ জানুয়ারি) ফেলানী দিবসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় জাদুঘর, শাহবাগ মোড়ে বিকেল সাড়ে ৩টায় এ বিক্ষোভ সমাবেশে আসার আহ্বান জানান তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাতসকালে ঢাকা ছাড়লেন তাহসান-রোজা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736234971-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাতসকালে ঢাকা ছাড়লেন তাহসান-রোজা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/07/1466004" target="_blank"> </a></div> </div> <p>এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ একটি পোস্ট শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, ফেলানী হত্যা থেকে ডামি ইলেকশন, কেঁড়ে নেওয়া স্বাধীনতা।</p> <p>হাসনাতের শেয়ার করা পোস্টে লেখা আছে, কার কার মগজ, জিহবা ও মেরুদণ্ড এযাবৎ দাসখত মুক্ত, ভীষণ অসম্ভবেও কারা কারা ন্যায়-অন্যায়ের সূক্ষ্ম পার্থক্য ভুলে যায়নি, কারা কারা সাদা-কালোর অসম প্রতিযোগিতায় সামান্য প্রাপ্তির লোভে ব্যক্তিত্ত্ব বিসর্জন দেওয়ার মহরতে অংশ নেয়নি- আজকে আঙ্গুলের ওপর মার্কারের কালি তারই নৈতিক ও ঐতিহাসিক টেক্সটবুক ডকুমেন্টশন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আর্থিক ভীতি কেটেছে, তবে অর্জনে খুশি নয় বাংলাদেশ ব্যাংক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736238576-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আর্থিক ভীতি কেটেছে, তবে অর্জনে খুশি নয় বাংলাদেশ ব্যাংক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2025/01/07/1466019" target="_blank"> </a></div> </div> <p>কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৪ বছর আজ ৭ জানুয়ারি (মঙ্গলবার)। দেশ-বিদেশে আলোচিত এ নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার পায়নি ফেলানীর পরিবার। বিচারিক কাজ ভারতের উচ্চ আদালতে ঝুলে থাকায় এখনও ন্যায় বিচারের আশায় অপেক্ষার প্রহর গুনছেন ফেলানীর বাবা-মাসহ স্থানীয়রা। বিচারিক কাজ বিলম্বিত হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধের প্রত্যাশা বিশিষ্টজনের।</p> <p>২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাটাতারের বেড়া পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হন বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন। </p>