<p>দিল্লিতে ক্রমে জোরালো হচ্ছে ‘শিসমহল’ বিতর্ক। মুখ্যমন্ত্রীর আবাসনের ‘প্রকৃত রূপ’ বোঝাতে বুধবার সেখানে মিছিল করে গিয়েছিলেন শাসকদল আম আদমি পার্টির (আপ) নেতারা। এ সময় তাদের বাধা দেয় পুলিশ। মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকতে না পেরে পুলিশের সঙ্গে আপ নেতাদের ধস্তাধস্তিও হয়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।</p> <p>প্রতিবেদন থেকে জানা যায়, বাসভবনের দরজার সামনে কিছুক্ষণের জন্য অবস্থান নেন সৌরভ ভরদ্বাজ, সঞ্জয় সিংরা। পরে সেখান থেকে তারা মিছিল নিয়ে এগোতে শুরু করেন লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে। যদিও সেখানে পৌঁছনোর আগে আপকে আবার আটকে দেয় পুলিশ। অন্যদিকে, দিল্লির বিজেপি নেতারা পাল্টা মুখ্যমন্ত্রী অতিশী মারলেনার বাড়ির দিকে মিছিল করে যান এবং সেখানে বিক্ষোভ দেখান।</p> <p>এদিকে দিল্লির বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। আর এক মাসও বাকি নেই। এর মাঝে মুখ্যমন্ত্রীর বাসভবন নিয়ে বিতর্ক উত্তেজনার পারদ চড়াচ্ছে। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন কোটি কোটি রুপি খরচ করে বাসভবনটি সংস্কার করিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তাকে ‘শিসমহল’ বলে কটাক্ষ করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। অভিযোগ, ওই বাসভবন নির্মাণে ৪০ কোটি রুপি খরচ করেছেন কেজরি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিজেপি আমাকে বাসভবন থেকে উৎখাত করতে চায় : দিল্লির মুখ্যমন্ত্রী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736258133-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিজেপি আমাকে বাসভবন থেকে উৎখাত করতে চায় : দিল্লির মুখ্যমন্ত্রী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/07/1466125" target="_blank"> </a></div> </div> <p>আপ প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। সম্প্রতি আপ নেতা সঞ্জয় বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। বিজেপি নেতাদের সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।</p> <p>পরে আপের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান কর্মসূচি ঘোষণা করা হয়। সঞ্জয়, সৌরভরা দলের নেতাকর্মীদের নিয়ে বুধবার মিছিল করে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে যান। কিন্তু কাছাকাছি পৌঁছলে তাদের আটকে দেয় পুলিশ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৯৯৩ সালের পর দিল্লি বিধানসভায় বিজেপি আর জেতেনি কেন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736175368-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৯৯৩ সালের পর দিল্লি বিধানসভায় বিজেপি আর জেতেনি কেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/06/1465748" target="_blank"> </a></div> </div> <p>সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, কেন্দ্রীয় পূর্ত দপ্তর থেকে দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, আপ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের সেখানে ঢুকতে দেওয়া যাবে না। পুলিশি বাধার মুখে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনেই বসে পড়েন আপ নেতারা। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পরে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে রওনা দেন তারা। সেখানেও পুলিশ তাদের আটকায়।</p> <p>আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে এক দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮ ফেব্রুয়ারি তার ফল ঘোষণার দিন। আবগারি দুর্নীতি মামলায় আপপ্রধান কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় সংস্থা। কয়েক মাস জেল খাটার পর তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছেন। জেলমুক্তির পর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন অতিশী মারলেনা।</p>