ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

স্থানীয় সরকার নয়, আগে জাতীয় নির্বাচন চাই : আযম খান

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
স্থানীয় সরকার নয়, আগে জাতীয় নির্বাচন চাই : আযম খান

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘আপনারা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চান, তাদের স্বাগতম। গণতন্ত্রে রাজনৈতিক দল আছে। রাজনৈতিক দল নতুন নতুন আসতে কোনো বাধা নেই, বরং স্বাগত জানাই। কিন্তু আপনাদের রাজনৈতিক দল হবে।

তারপর কয়েক বছরে ওটা দাঁড়াবে। তারপর নির্বাচন, এই সমস্ত চটকদাড়ি কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। জনগণ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগে জাতীয় সংসদ নির্বাচন চাই।
কোনো স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হবে না। প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে এবছরেই নির্বাচনের আয়োজন করুন। 

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘আমি বলতে চাই সরকারের ভেতরে এবং সরকারের বাইরে কিছুসংখ্যক লোক ষড়যন্ত্র করছে।

প্রফেসর ইউনূস বিশ্ব বরেণ্য নোবেল বিজয়ী, তাকে বিতর্কিত করবেন না। তার কাজ জাতিকে ঐক্যবদ্ধ করা। তার ডাকে আমরা সকল জাতি আজকে ঐক্যবদ্ধ। এই সরকারের ভেতরে ও বাইরের কিছু লোক নির্বাচন প্রলম্বিত করার নামে আমাদের ওই নোবেল জয়ী প্রফেসর ইউনূসকে বিতর্কিত করবেন না।’

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে, মেধাবীদের।

মেধা ছাড়া বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া যাবে না। তোমরা লেখাপড়া করে মেধার ভিত্তিতে যোগ্যতা অর্জন করবে, আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। তাই প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করবে। প্রত্যেকটা স্কুল-কলেজের মেধাবী শিক্ষার্থীদের কাছে যেতে হবে। তাদের অনুরোধ করতে হবে, তাদের ছাত্রদলে ভর্তি করবে হবে।’

বাসাইল ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, জেলা মহিলা দলের সহসভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ। 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন মিয়া, যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম বিজয়, শুভ ভূইয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক জিহাদ খান, সদস্য সচিব ইমন খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শওকত ইমরান খান।

মন্তব্য

সম্পর্কিত খবর

টঙ্গীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
টঙ্গীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
প্রতীকী ছবি

টঙ্গীতে এক কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের এক কলেকছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন। নাফিস হোসেন ভুঁইয়া নিলয় (২৯) নামে একজনকে প্রধান আসামি করে তার বোনসহ দুজনের বিরুদ্ধে এই মামলা করেন ভিকটিম।

রবিবার (৬ এপ্রিল) টঙ্গী পশ্চিম থানায় এই মামলা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ভিকটিম টঙ্গী সরকারি কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী।

 কলেজে যাওয়া-আসার সময় স্থানীয় মোক্তার বাড়ি রোড এলাকার মৃত জাকিরুল হোসেন ভুঁইয়ার ছেলে নিলয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

২০২৪ সালের ২২ অক্টোবর নিলয় বিয়ের কথা বলে ভিকটিমকে তার খালি বাসায় নিয়ে ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয়ে গেলে ভিকটিম নিলয়কে বিয়ের জন্য চাপ দেয়। চলতি বছর ৬ জানুয়ারি নিলয় টঙ্গীর এশিয়া জেনারেল হাসপাতালে নিয়ে টেবলেটের মাধ্যমে বাচ্চা নষ্ট করে ফেলে।

এরপর নিলয় ও তার বোন মৌ আক্তার বিয়ের ব্যবস্থা না করে নানা ধরনের টালবাহানা করতে থাকে। অবশেষে বিয়ে না করায় আসামি নিলয় ও তার বোন মৌ আক্তারের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন ভিকটিম।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে সংবাদটি নিশ্চিত করে বলেন মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য

নীলফামারীর উত্তরা ইপিজেডে মেশিন বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ

নীলফামারী প্রতিনিধি
নীলফামারী প্রতিনিধি
শেয়ার
নীলফামারীর উত্তরা ইপিজেডে মেশিন বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ
সংগৃহীত ছবি

নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কারখানার মেশিন বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ওই দুই শ্রমিক হলেন- সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলি গ্রামের রমজান আলী (২২) ও  জেলা সদরের পঞ্চপুকুর গ্রামের খায়রুল ইসলাম (২১)। ইপিজেডের সনিক বিডি লিমিটেড নামে খেলনা তৈরির একটি কারখানায় তারা রাত্রিকালীন শিফটে কর্মরত ছিলেন।

তাদের প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একাধিক শ্রমিক জানায়, রাতের শিফটে কাজ শুরু হলে একটি মেশিনের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দুই শ্রমিক আগুনে দগ্ধ হয়।

তাদেরকে দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে বলে তারা জানান। ঘটনার সময় কারখায় আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে।

উত্তরা ইপিজেডের জিএম মোহাম্মদ আব্দুল জব্বার সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন
সংগৃহীত ছবি

মৌলভীবাজার জেলা বারের আইনজীবী শহরের হিলালপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সুজন মিয়া দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে মৌলভীবাজার কোট রোডস্থ পৌরসভার সামনে ফুসকার পাশে তাকে ছুরিকাহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান।

তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সঠিক কারণ জানা যায়নি। তিনি আরো বলেন, হত্যাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য

নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি গঠন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি গঠন
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নাঙ্গলকোট উপজেলা নতুন কমিটিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়াকে পুনরায় আহ্বায়ক করা হয়।

রবিবার (৬ এপ্রিল) রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম নজির আহমেদ ভূঁইয়ার হাতে উপজেলা ও পৌরসভা কমিটি হস্তান্তর করেন। উপজেলা কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক নূরুল আফসার নয়নকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নাঙ্গলকোট পৌরসভা বিএনপি নতুন কমিটিতে আনোয়ার হোসেন মুকুলকে পুনরায় আহ্বায়ক ও  আব্দুল কাদের জিলানীকে পুনরায় সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ