ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৬৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেওয়া ৬৮ জন শিক্ষককে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ।
সঞ্চালনা করেন নুর মো. সিকদার মিঠু।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রী রাজীব চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনসুর আহমদ।
এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শুক্লা রানী দেব, রিকন ল্যাবরেটরি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ও সাংবাদিক ইব্রাহীম খলিল, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মানিক ভূঁইয়া, বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য দেন নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক (পুরুষ) বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক (নারী) শামসুন্নাহার বেগম, যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে ৬৮ জন বিদায়ী অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকার হাতে একটি করে ক্রেস্ট, মানপত্র ও ধর্মীয় গ্রন্থ তুলে দেওয়া হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে দেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
পরে উপস্থিত শিক্ষকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।