<p>ভারতের পাঞ্জাব রাজ্যের ৭০ বছর বয়সী কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়াল ৪০ দিনেরও বেশি সময় ধরে অনশন করছেন। আন্দোলনরত কৃষকদের দাবি মেনে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে চাপ দিতেই এই পথ বেছে নিয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, ডালেওয়ালের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি ‘কথা বলতে পারছেন না।’ যদিও তিনি ও তাঁর সমর্থকরা এখনো চিকিৎসা সহায়তা নিতে রাজি হচ্ছেন না। গত মাসে ভারতের সুপ্রিম কোর্ট পাঞ্জাব রাজ্য সরকারকে ডালেওয়ালকে হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দেন। এই বিষয়ে আদালত একাধিক আবেদন শুনছেন। ডালেওয়ালের এই অনশন গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া প্রতিবাদের অংশ। ওই সময় হাজার হাজার কৃষক পাঞ্জাব ও হরিয়ানার সীমান্তে জমায়েত হয়েছিলেন। কিছু ফসলের জন্য নিশ্চয়তাপূর্ণ দাম, ঋণ মওকুফ এবং পূর্ববর্তী আন্দোলনে নিহত কৃষকদের পরিবারের জন্য ক্ষতিপূরণসহ কয়েকটি দাবি জানিয়েছেন তাঁরা। এর পর থেকে, তাঁরা দিল্লির দিকে পদযাত্রা করার কয়েকটি চেষ্টা করেছেন। সূত্র : বিবিসি</p>