<p style="text-align:justify">পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ বলেন, ‘গ্যাসের দাম বাড়ানো শিল্পের জন্য অশনিসংকেত। শুধু শিল্পের জন্য নয়, দেশ ও জনগণের জন্যও অশনিসংকেত।’ গতকাল একটি সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">বিডি রহমতুল্লাহ বলেন, ‘গ্যাসে সিস্টেম লস হচ্ছে। বেশ কয়েকটা লাইন কেটেও আমরা দেখেছি, তার পরও মিটারিংয়ে গণ্ডগোল হয়। অর্থাৎ সিস্টেম লস বিদ্যুৎ ও গ্যাস খাতে এখনো আছে। বিদ্যুতের তুলনায় গ্যাস খাতে বেশি। এই সেস্টেম লস কমানো গেলে দাম বাড়ানো লাগে না।’তিনি বলেন, ‘দাম বাড়াচ্ছে কেন? কারণ সরকার পোষাতে পারছে না। শিল্প খাতে যদি গ্যাসের দাম বাড়ে, এর মানে সব জিনিসের দামই বাড়বে। দেশের দুটা ক্ষতি হবে। এর মধ্যে একটা দেশের শিল্পের ক্ষতি, অন্যটা বিদেশি শিল্পের সঙ্গে প্রতিযোগিতায় আমাদের শিল্প হেরে যাবে। উৎপাদিত পণ্যের দাম বাড়বে। মানুষ আরও ভুগবে।’ সাবেক এই মহাপরিচালক বলেন, ‘সরকার তো কয়েকদিন আগেও বলল, সিন্ডিকেট একটি বিরাট শক্তিশালী হাত। এদের আঘাত করা যাবে না। আঘাত করলে তারা রাষ্ট্রকে কলাপস করে দেবে। তাহলে তাদের ক্ষমতা কতটুকু? পাঁচ মাসের একটা সমীক্ষা যদি দেখি, তাহলে আমি কোনো আশা দেখছি না।’</p> <p style="text-align:justify">তিনি আরও বলেন, শিল্প খাতে এপিসিয়েন্সিগুলো নিয়ে আসবে। সিস্টেম লস বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ করতে হবে। তাহলেই নিয়ন্ত্রণে আসবে। আর দাম বাড়ানো লাগবে না। সরকারের উচিত ছিল এসব কাজ করা। কিন্তু সরকার আসল কাজ না করে তারা চোরকে আরও উসকে দিচ্ছে।</p> <p style="text-align:justify">সূত্র: বাংলাদেশ প্রতিদিন।  </p>