<p style="text-align:justify">জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়াতে বসুন্ধরা গ্রুপের প্রতি আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তিনি বলেন, ‘দেশের জনগণের কল্যাণে বসুন্ধরা গ্রুপ অনেক কাজ করছে। আমি আশা করব, গণ-অভ্যুত্থানে নিহত সাংবাদিকদের পরিবারের সদস্য কিংবা তাদের ভবিষ্যৎ প্রজন্মের পাশে দাঁড়াবে বসুন্ধরা গ্রুপ। তাদের পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে।’ </p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">শফিক রেহমান বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দেশে অনেক প্রতিষ্ঠান করেছে। সেসব প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আমরা অন্য দেশের ওপর নির্ভরশীল হতে চাই না। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে উদ্যোক্তা হতে হবে। এ ক্ষেত্রে সাফল্য-ব্যর্থতা দুটোই থাকবে। তবে হতাশ হওয়া যাবে না। এসব নিয়েই এগিয়ে যেতে হবে। জনকল্যাণে কাজ করতে হবে। তাহলে দেশ সমৃদ্ধ হবে।’ </p> <p style="text-align:justify">এ সময় শহীদ পাঁচ সাংবাদিকের পরিবারকে ১ কোটি টাকা সহায়তার ঘোষণা দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শহীদ প্রত্যেক পরিবারকে নগদ দুই লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়।</p> <p style="text-align:justify">এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক হায়দার আলী, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ইয়াসিন পাভেল, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের ও নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের ম্যানেজিং এডিটর রুহুল আমিন রাসেল, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক লুৎফর রহমান হিমেল প্রমুখ।</p>