<p style="text-align:justify">দেখতে বেশ স্মার্ট। কথাবার্তায় চটপটে। কখনো সরকারের যুগ্ম সচিব, আবার কখনো ব্যাংকের পরিচালক; আরাফাত রহমান প্রকাশ সাহেদ নামের এমনই এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান। </p> <p style="text-align:justify">পুলিশ সুপার জানান, এদিন সকালে রাজধানী ঢাকার উত্তরা থানার প্রিয়াঙ্কা হাউজিং সোসাইটির বাসা থেকে চাঁদপুর সদর মডেল থানা এবং গোয়েন্দা পুলিশের একটি দল সাহেদ নামের ওই প্রতারককে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে নগদ ৯ লক্ষ ৮১ হাজার টাকা, ৬টি দামি মুঠোফোন এবং ভূয়া পদ পদবি ব্যবহার করা ভিজিটিং কার্ড জব্দ করা হয়।</p> <p style="text-align:justify">গ্রেপ্তারকৃত ব্যক্তির গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়। তার বাবার নাম মজিবুর রহমান (মৃত) এবং মায়ের নাম ফাতেমা বেগম। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গ্রেপ্তারের পর থানা থেকে পালালেন সাবেক ওসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/09/1736438062-d515dc95be25e9e1402d10e15171dc23.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গ্রেপ্তারের পর থানা থেকে পালালেন সাবেক ওসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2025/01/09/1466953" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">পুলিশ সুপার আরো জানান, কখনো যুগ্ম সচিব আবার কখনো ব্যাংকের পরিচালক পরিচয় দিয়ে আরাফাত রহমান প্রকাশ সাহেদ (৫৫) দেশের বিভিন্ন প্রান্তে প্রতারণা করে বেড়াতেন। গত সপ্তাহে চাঁদপুর শহরের একটি স্বর্ণালঙ্কারের দোকানে এসে নিজেকে ন্যাশনাল ব্যাংকের পরিচালক পরিচয় দেন সাহেদ। এ সময় পরে টাকা দেবেন- এমন কথা বলে বেশকিছু স্বর্ণ হাতিয়ে নেন। এক পর্যায়ে ঘটনাটি রহস্যজনক মনে হলে স্বর্ণের দোকানী থানায় লিখিতভাবে অভিযোগ করেন। </p> <p style="text-align:justify">পরবর্তীতে পুলিশ সিসিটিভির ফুটেজ ও মুঠোফোন ট্র্যাক করে এই প্রতারককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।</p> <p style="text-align:justify">চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক স্বপন নন্দীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আলোচিত এই প্রতারককে গ্রেপ্তার করে। </p> <p style="text-align:justify">তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তির কাছ থেকে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য এবং তার প্রতারণার সঙ্গে আর কেউ জড়িত কি না- সে বিষয়ে খোঁজ খবরও নিয়েছে পুলিশ। এরই মধ্যে প্রতারক সাহেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।</p>