<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কসোভোতে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন আগামীকাল শনিবার ঢাকায় যুক্তরাষ্ট্রের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ)</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হিসেবে দায়িত্ব নিচ্ছেন। নতুন রাষ্ট্রদূত নিয়োগের আগপর্যন্ত তিনিই ঢাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রেসি জ্যাকবসন চার্জ দ্য অ্যাফেয়ার্স ও অন্তর্বর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর মেগান বোল্ডিন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে তাঁর আগের দায়িত্ব আবার গ্রহণ করবেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিডিএ হিসেবে ট্রেসি অ্যান জ্যাকবসনকে স্বাগত জানিয়েছে।  সম্প্রতি জ্যাকবসন নিকটপ্রাচ্যবিষয়ক ব্যুরোতে ঊর্ধ্বতন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তার আগে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স ও অন্তর্বর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বিদেশে উচ্চপদস্থ নেতৃত্বের পাশাপাশি প্রথমে স্কুল অব প্রফেশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের ডিন এবং পরে ন্যাশনাল ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং সেন্টারের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ফরেন সার্ভিসের ভবিষ্যৎ গঠনে অবদান রেখেছেন রাষ্ট্রদূত জ্যাকবসন। তিনি আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যার মধ্যে রয়েছে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি এবং সিনিয়র ডিরেক্টর ফর অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাজ করা এবং লাটভিয়ার রিগায় যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করেন।</span></span></span></span></span></p>