<p style="text-align:justify">রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশীয় মদ্যপানে চারজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো চারজন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।</p> <p style="text-align:justify">বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে রাতের মধ্যে ওই চারজনের মৃত্যু হয়। এদের মধ্যে তিনজন হাসপাতালের বাইরে মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।</p> <p style="text-align:justify">মৃতরা হলেন উপজেলার দুর্গাপুর গ্রামের মুন্তাজ (৪২), টুটুল (২৮), একদিল (৫০) ও করিষা গ্রামের জুয়েল (২৫)।</p> <p style="text-align:justify">এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মতিহার গ্রামের মুকুল (৩৯) ও ধোপাঘাটা গ্রামের জনি (৪২)।</p> <p style="text-align:justify">অসুস্থ হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুর্গাপুর গ্রামের পিন্টু (৩৫), আকবর (৪৬), মোনা (২৮) ও ফিরোজ হোসেন (২৮)।</p> <p style="text-align:justify">স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধোড়সা গ্রামের হান্নানের কাছে থেকে গত মঙ্গলবার রাতে দেশীয় মদ কিনে পান করেন আটজন। এরপর তারা সবাই অসুস্থ হয়ে পড়েন।</p> <p style="text-align:justify">মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান জানান, এ ঘটনার পরে একটি মাদক মামলায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।</p>