<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সরকারের নির্বাচন নয়, জাতীয় নির্বাচন অনুষ্ঠানই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। জাতীয় নির্বাচনের মূল কর্তব্য থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের আগে বা জাতীয় নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন যুক্তিযুক্ত ও বাস্তবসম্মত নয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে বিপ্লব ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এসব কথা বলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাইফুল হক বলেন, ১৬ বছর ধরে দেশের মানুষ যে জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সরকারের দায়িত্ব হচ্ছে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার সম্পন্ন করে সেই জাতীয় নির্বাচনের আয়োজন করা। এর অন্যথা হলে সরকারের উদ্দেশ্য নিয়েই নানা প্রশ্ন উঠতে থাকবে। সে ক্ষেত্রে সরকারের নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হবে। তদুপরি রাজনৈতিক দল ও জনগণের দিক থেকেও প্রধান দাবি হচ্ছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে দেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথ সুগম করা।</span></span></span></span></span></p>