<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনা (রিভিউ) করতে জামায়াত নেতা এ টি এম আজহারের আবেদন শুনতে ২৩ জানুয়ারি তারিখ রেখেছেন আপিল বিভাগ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চের কার্যতালিকায় আজহারের আবেদনটি শুনানির জন্য ছিল। আদালতে রিভিউ আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিভিউ আবেদনটি আগামী ২৩ জানুয়ারি শুনানির জন্য রেখেছেন সর্বোচ্চ আদালত। আবেদনের পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক শুনানি করবেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এ টি এম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে এ টি এম আজহারের আপিল খারিজ করে ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সর্বোচ্চ আদালত। পরে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন তিনি, যা এত দিন শুনানির অপেক্ষায় ছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>